বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদান করেছেন। ইউনিয়ন ব্যাংকে যোগদানের পূর্বে কবির এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও ক্যামেলকো হিসেবে দায়িত্বপালন করেছেন।
৩৭ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সচিব, ব্যাংকিং রেগুলেশন এবং পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইনভেষ্টমেণ্ট ডিপার্টমেন্ট, মানব সম্পদ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট, ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের প্রধান এবং মতিঝিল, বরিশাল ও খুলনা অফিসে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং নীতি ও প্রবিধি প্রণয়নে নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সোমবার, ০৩ মার্চ ২০২৫
বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদান করেছেন। ইউনিয়ন ব্যাংকে যোগদানের পূর্বে কবির এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও ক্যামেলকো হিসেবে দায়িত্বপালন করেছেন।
৩৭ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সচিব, ব্যাংকিং রেগুলেশন এবং পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইনভেষ্টমেণ্ট ডিপার্টমেন্ট, মানব সম্পদ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট, ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের প্রধান এবং মতিঝিল, বরিশাল ও খুলনা অফিসে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং নীতি ও প্রবিধি প্রণয়নে নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।