দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের পতন হয়েছে। তবে লেনদেন কিছুটা বেড়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৪ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৯ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮০ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার। রবিবার লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮ টির, কমেছে ২৭৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৭ টি কোম্পানির বাজারদর।
রবিবার ডিএসইতে মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ওরিয়ন ইনফিউশন লিমিটেড ১৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪ কোটি ৪৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৫৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে লিন্ডে বিডি লিমিটেড।
রবিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারী লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
রবিবার ডিএসইতে মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ৫৮ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এদিন ডিএসইতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়ান টাইগার্স সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। কোম্পানিটির শেয়ারদর ৫০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা লিন্ডে বিডি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৫৩ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৫১ শতাংশ।
রবিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে ২৭৪ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রবিবার দিন শেষে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ১১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
রোববার, ০৯ মার্চ ২০২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের পতন হয়েছে। তবে লেনদেন কিছুটা বেড়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৪ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৯ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮০ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার। রবিবার লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮ টির, কমেছে ২৭৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৭ টি কোম্পানির বাজারদর।
রবিবার ডিএসইতে মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ওরিয়ন ইনফিউশন লিমিটেড ১৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪ কোটি ৪৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৫৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে লিন্ডে বিডি লিমিটেড।
রবিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারী লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
রবিবার ডিএসইতে মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ৫৮ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এদিন ডিএসইতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়ান টাইগার্স সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। কোম্পানিটির শেয়ারদর ৫০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা লিন্ডে বিডি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৫৩ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৫১ শতাংশ।
রবিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে ২৭৪ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রবিবার দিন শেষে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ১১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।