আলু, পিঁয়াজ, চাল, ডাল, চিনি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের ১৩টি পৃথক টিম কাজ করবে। গত শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরসহ সারা দেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নকল ভেজাল প্রতিরোধের পাশাপাশি আলু, পিঁয়াজ, চাল, ডাল, চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদপ্তরের ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে ১৩টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবে। প্রথম টিমে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, দ্বিতীয় টিমে রয়েছেন প্রধান কার্যালয় সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, তৃতীয় টিমে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, চতুর্থ টিমে রয়েছেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, পঞ্চম টিমে রয়েছেন সহকারী পরিচালক রোজিনা সুলতানা, ষষ্ঠ টিমে রয়েছেন সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম, সপ্তম টিমে রয়েছেন (বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান) সহকারী পরিচালক মো. মাগফুর রহমান, অষ্টম টিমে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম, নবম টিমে রয়েছেন সহকারী পরিচালক ইন্দ্রানী রায়, দশম টিমে রয়েছে সহকারী পরিচালক মো. শাহ আলম, ১১তম টিমে রয়েছেন (বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান) সহকারী পরিচালক সুজন কাজী, ১২তম টিমে রয়েছেন (বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান) সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এবং ১৩ তম টিমে রয়েছেন সহকারী পরিচালক মো. দিদার হোসেন।
রোববার, ০৯ মার্চ ২০২৫
আলু, পিঁয়াজ, চাল, ডাল, চিনি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের ১৩টি পৃথক টিম কাজ করবে। গত শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরসহ সারা দেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নকল ভেজাল প্রতিরোধের পাশাপাশি আলু, পিঁয়াজ, চাল, ডাল, চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদপ্তরের ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে ১৩টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবে। প্রথম টিমে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, দ্বিতীয় টিমে রয়েছেন প্রধান কার্যালয় সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, তৃতীয় টিমে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, চতুর্থ টিমে রয়েছেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, পঞ্চম টিমে রয়েছেন সহকারী পরিচালক রোজিনা সুলতানা, ষষ্ঠ টিমে রয়েছেন সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম, সপ্তম টিমে রয়েছেন (বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান) সহকারী পরিচালক মো. মাগফুর রহমান, অষ্টম টিমে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম, নবম টিমে রয়েছেন সহকারী পরিচালক ইন্দ্রানী রায়, দশম টিমে রয়েছে সহকারী পরিচালক মো. শাহ আলম, ১১তম টিমে রয়েছেন (বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান) সহকারী পরিচালক সুজন কাজী, ১২তম টিমে রয়েছেন (বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান) সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এবং ১৩ তম টিমে রয়েছেন সহকারী পরিচালক মো. দিদার হোসেন।