আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে "পাওয়া অব শি" এবং "আর্টিস্ট ক্লাব লিমিটেড" যৌথভাবে আয়োজন করছে "উইমেনস সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৫"। আগামী ১১ ও ১২ মার্চ বনানীর আর্টিস্ট ক্লাবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই এক্সিবিশন।
দুই দিনব্যাপী এই সামিট অ্যান্ড এক্সিবিশনে নারীদের ক্ষমতায়ন, টেকসই ব্যবসায়িক কৌশল, ঐতিহ্যবাহী পণ্যের প্রচার এবং নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন সেমিনার, প্যানেল আলোচনা এবং দেশীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শনী থাকছে। পাশাপাশি, বাংলাদেশের ঐতিহ্যবাহী টেক্সটাইল, স্লো ফ্যাশন, ও আপসাইক্লিং-এর ওপর আলোচনা থাকবে।
ব্যবসা সম্প্রসারণের কৌশল ও ব্যাংকিং সুবিধাসহ উল্লেখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন অনুষ্ঠানে অতিথি হিসেবে আগত দেশের স্বনামধন্য উদ্যোক্তা, ব্যাংকার, চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞরা।
প্রদর্শনীতে অংশ নেবে বিবিয়ানা, আজুরা বাই শান্তা কবিরসহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডসমূহ। এছাড়াও "পাওয়া অব শি" এই আয়োজনে একজন নতুন নারী উদ্যোক্তাকে বিনামূল্যে স্টল প্রদান করছে। নতুন উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে "পাওয়া অব শি" তাদের প্রতিটি আয়োজনেই এই ধরনের সুযোগ দিয়ে থাকে।
আয়োজকরা বলছেন, "উইমেনস সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৫" নারী উদ্যোক্তাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম, এখানে তারা নিজেদের উদ্যোগ ও স্বপ্ন বাস্তবায়নের অনুপ্রেরণা পাবেন। তারা আশা করছেন, এই উদ্যোগ নারীদের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
"পাওয়ার অব শি" ২০১৭ সাল থেকে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে আসছে। সংগঠনটি নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, এসিডদগ্ধ নারী, সুবিধাবঞ্চিত শিশু, নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিংয়ের শিকার নারীদের সহায়তায় নিরলসভাবে কাজ করছে।
সোমবার, ১০ মার্চ ২০২৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে "পাওয়া অব শি" এবং "আর্টিস্ট ক্লাব লিমিটেড" যৌথভাবে আয়োজন করছে "উইমেনস সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৫"। আগামী ১১ ও ১২ মার্চ বনানীর আর্টিস্ট ক্লাবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই এক্সিবিশন।
দুই দিনব্যাপী এই সামিট অ্যান্ড এক্সিবিশনে নারীদের ক্ষমতায়ন, টেকসই ব্যবসায়িক কৌশল, ঐতিহ্যবাহী পণ্যের প্রচার এবং নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন সেমিনার, প্যানেল আলোচনা এবং দেশীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শনী থাকছে। পাশাপাশি, বাংলাদেশের ঐতিহ্যবাহী টেক্সটাইল, স্লো ফ্যাশন, ও আপসাইক্লিং-এর ওপর আলোচনা থাকবে।
ব্যবসা সম্প্রসারণের কৌশল ও ব্যাংকিং সুবিধাসহ উল্লেখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন অনুষ্ঠানে অতিথি হিসেবে আগত দেশের স্বনামধন্য উদ্যোক্তা, ব্যাংকার, চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞরা।
প্রদর্শনীতে অংশ নেবে বিবিয়ানা, আজুরা বাই শান্তা কবিরসহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডসমূহ। এছাড়াও "পাওয়া অব শি" এই আয়োজনে একজন নতুন নারী উদ্যোক্তাকে বিনামূল্যে স্টল প্রদান করছে। নতুন উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে "পাওয়া অব শি" তাদের প্রতিটি আয়োজনেই এই ধরনের সুযোগ দিয়ে থাকে।
আয়োজকরা বলছেন, "উইমেনস সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৫" নারী উদ্যোক্তাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম, এখানে তারা নিজেদের উদ্যোগ ও স্বপ্ন বাস্তবায়নের অনুপ্রেরণা পাবেন। তারা আশা করছেন, এই উদ্যোগ নারীদের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
"পাওয়ার অব শি" ২০১৭ সাল থেকে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে আসছে। সংগঠনটি নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, এসিডদগ্ধ নারী, সুবিধাবঞ্চিত শিশু, নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিংয়ের শিকার নারীদের সহায়তায় নিরলসভাবে কাজ করছে।