জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে সকল ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হতে পারে। রোববার আগারগাঁওয়ে এনবিআর আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, “ই-রিটার্ন গত বছরের তুলনায় পাঁচ গুণ বেড়েছে; ১৫ লাখের কাছাকাছি জমা পড়েছে। আগামী বছর এটিকে শতভাগ বাধ্যতামূলক করতে চাই। কিছু ব্যতিক্রম থাকবে, যাদের একান্ত কারণ আছে, তারা অনলাইনে দিতে পারবেন না।”
‘রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায়’ শীর্ষক এই কর্মশালায় এনবিআর চেয়ারম্যান বলেন, “অনলাইন রিটার্নে সময় ও অর্থ বাঁচে, মানসিক চাপ কম থাকে। করের হিসাব ও হার জানা দরকার হয় না, কারণ সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেশন করে দেয়।”
তিনি আরও জানান, আগামী বছরের ১ জুলাই থেকে অনলাইন রিটার্ন সহজলভ্য হবে। এ বছর যারা রিটার্ন দিয়েছেন, তাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে। পাশাপাশি করপোরেট রিটার্নও আগামী বছর থেকে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক হবে।
২০২৪-২৫ করবর্ষে ১৪ লাখ ৯৬ হাজার ৪৭৬ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন, এবং ১৮ লাখ ৯০ হাজার ৩০৫ জন করদাতা অনলাইন রিটার্নের জন্য নিবন্ধন করেছেন।
কর্মশালায় এনবিআরের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছাড়াও সরকারি চাকরিজীবী, তফসিলি ব্যাংক, মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রোববার, ১৬ মার্চ ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে সকল ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হতে পারে। রোববার আগারগাঁওয়ে এনবিআর আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, “ই-রিটার্ন গত বছরের তুলনায় পাঁচ গুণ বেড়েছে; ১৫ লাখের কাছাকাছি জমা পড়েছে। আগামী বছর এটিকে শতভাগ বাধ্যতামূলক করতে চাই। কিছু ব্যতিক্রম থাকবে, যাদের একান্ত কারণ আছে, তারা অনলাইনে দিতে পারবেন না।”
‘রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায়’ শীর্ষক এই কর্মশালায় এনবিআর চেয়ারম্যান বলেন, “অনলাইন রিটার্নে সময় ও অর্থ বাঁচে, মানসিক চাপ কম থাকে। করের হিসাব ও হার জানা দরকার হয় না, কারণ সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেশন করে দেয়।”
তিনি আরও জানান, আগামী বছরের ১ জুলাই থেকে অনলাইন রিটার্ন সহজলভ্য হবে। এ বছর যারা রিটার্ন দিয়েছেন, তাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে। পাশাপাশি করপোরেট রিটার্নও আগামী বছর থেকে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক হবে।
২০২৪-২৫ করবর্ষে ১৪ লাখ ৯৬ হাজার ৪৭৬ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন, এবং ১৮ লাখ ৯০ হাজার ৩০৫ জন করদাতা অনলাইন রিটার্নের জন্য নিবন্ধন করেছেন।
কর্মশালায় এনবিআরের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছাড়াও সরকারি চাকরিজীবী, তফসিলি ব্যাংক, মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।