বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল আর্থিক লেনদেনের (এমএফএস) সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টধারীরা এজেন্টের মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্যাশইন করতে পারবেন, যা এতদিন ছিল ৩০ হাজার টাকা। আর মাসিক সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্যাশইন করা যাবে, যা এতদিন ছিল ২ লাখ।
অপরদিকে, এজেন্টের মাধ্যমে প্রতিদিন ২৫ হাজারের পরিবর্তে এখন থেকে ৩০ হাজার টাকা ক্যাশআউট করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাসিক ক্যাশআউট সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। তবে, ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ডের মাধ্যমে লেনদেনের সর্বোচ্চ সীমা দৈনিক ৫০ হাজার ও মাসিক ৩ লাখ টাকা অপরিবর্তিত থাকবে।
ব্যাক্তি অ্যাকাউন্টের মধ্যে লেনদেনের ক্ষেত্রে দৈনিক ২৫ হাজারের পরিবর্তে ৫০ হাজার এবং মাসিক ২ লাখ থেকে ৩ লাখ টাকা দেনদেন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে এখন থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা জমা করা যাবে, যা এতদিন ছিল ৩ লাখ।
তবে, এজেন্ট বা ব্যক্তি উভয় ক্ষেত্রেই দৈনিক ও মাসিক লেনদেনের সংখ্যা উন্মুক্ত রাখা হয়েছে।
বর্তমানে দেশে ১৩টি এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কাজ করছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বরে এমএফএসের মাধ্যমে দৈনিক গড় লেনদেন ছিল ৫ হাজার ৩১৪ কোটি টাকা আর ওই মাসে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ লাখ ৬৪ হাজার ৭৩৯ কোটি টাকা।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল আর্থিক লেনদেনের (এমএফএস) সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টধারীরা এজেন্টের মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্যাশইন করতে পারবেন, যা এতদিন ছিল ৩০ হাজার টাকা। আর মাসিক সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্যাশইন করা যাবে, যা এতদিন ছিল ২ লাখ।
অপরদিকে, এজেন্টের মাধ্যমে প্রতিদিন ২৫ হাজারের পরিবর্তে এখন থেকে ৩০ হাজার টাকা ক্যাশআউট করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাসিক ক্যাশআউট সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। তবে, ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ডের মাধ্যমে লেনদেনের সর্বোচ্চ সীমা দৈনিক ৫০ হাজার ও মাসিক ৩ লাখ টাকা অপরিবর্তিত থাকবে।
ব্যাক্তি অ্যাকাউন্টের মধ্যে লেনদেনের ক্ষেত্রে দৈনিক ২৫ হাজারের পরিবর্তে ৫০ হাজার এবং মাসিক ২ লাখ থেকে ৩ লাখ টাকা দেনদেন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে এখন থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা জমা করা যাবে, যা এতদিন ছিল ৩ লাখ।
তবে, এজেন্ট বা ব্যক্তি উভয় ক্ষেত্রেই দৈনিক ও মাসিক লেনদেনের সংখ্যা উন্মুক্ত রাখা হয়েছে।
বর্তমানে দেশে ১৩টি এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কাজ করছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বরে এমএফএসের মাধ্যমে দৈনিক গড় লেনদেন ছিল ৫ হাজার ৩১৪ কোটি টাকা আর ওই মাসে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ লাখ ৬৪ হাজার ৭৩৯ কোটি টাকা।