alt

অর্থ-বাণিজ্য

স্বর্ণের দামে ফের রেকর্ড, বেড়ে দাঁড়ালো ১ লাখ ৬৫ হাজার টাকায়

অর্থনৈতিক বার্তা পরিবেশক : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ছাড়াল। বৃহস্পতিবার, (১৭ এপ্রিল) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতিভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকায় বিক্রি হচ্ছে। ভরিতে বেড়েছে ৩ হাজার ৩৩ টাকা। অন্যান্য মানের স্বর্ণের দরও প্রায় একই হারে কমানোর ঘোষণা দিয়েছে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিশ্ব বাজারেও স্বর্ণের দর অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। আউন্স ৩ হাজার ৩০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে

সবশেষ গত ১৩ এপ্রিল (রোববার) ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমানো হয়েছিল। ভরি নেমেছিল ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকায়। ১৪ এপ্রিল (সোমবার) থেকে এই দরে বিক্রি হচ্ছিল। তার আগে ভরিতে ৪ হাজার ১৮৭ টাকা বাড়ানোয় এই মানের স্বর্ণের ভরি ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকায় উঠেছিল যা ছিল এতদিন সর্বোচ্চ।

ঈদের আগে কয়েক দফা বাড়ায় ২২ ক্যারেট মানের স্বর্ণের ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায় ওঠে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের ধাক্কায় বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন হয়। তার সঙ্গে সমন্বয় করে গত ৮ এপ্রিল দেশের বাজারেও সব মানের স্বর্ণের দাম কমানো হয়। ওই দিন ২২ ক্যারেট স্বর্ণের দর ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমানো হয়। ভরি নামে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকায়। ৯ এপ্রিল (বুধবার) থেকে কার্যকর হয় ওই দর।

১০ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া অন্য সব দেশের পাল্টা শুল্ক ৯০ দিন স্থগিতের ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে ফের চড়তে থাকে স্বর্ণের দর। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্ণের দর ৩ হাজার ২০০ ডলার ছাড়িয়ে যায়। এর আগে কখনই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর ৩ হাজার ২০০ ডলার ছাড়ায়নি। বুধবার সেই মাইলফলকও অতিক্রম করেছে, ছাড়িয়েছে ৩ হাজার ৩০০ ডলার। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস।

ঈদের দুই দিন আগে ২৯ মার্চ ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৭৩ টাকা বাড়ানো হয়েছিল। তার তিন দিন আগে ২৬ মার্চ বাড়ানো হয় ভরিতে ১ হাজার ১৫৫ টাকা। চড়তে চড়তে গত ২১ ফেব্রুয়ারি ২২ ক্যারেট মানের স্বর্ণের ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকায় উঠেছিল। পরে অবশ্য কয়েক দফায় কমে ভরি দেড় লাখ টাকার নিচে নেমে এসেছিল।

গত ১৬ মার্চ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়েছিল, ভরি ওঠেছিল ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকায়। ১৭ মার্চ থেকে কার্যকর হয়েছিল ওই দর। তার আগে তিন দফায় ৬ হাজার ১৮২ টাকা কমানোর পর গত ৪ মার্চ এক দিনেই ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৫৫৮ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। ৫ মার্চ থেকে ওই দর কার্যকর হয়।

তিন দিনের ব্যবধানে ৮ মার্চ প্রতিভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮ টাকা কমানো হয়। ৯ মার্চ থেকে ওই দর কার্যকর হয়। ভরি নেমেছিল ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকায়। ১ মার্চ ২ হাজার ৬২৪ টাকা কমানোয় ভরি দেড় লাখ টাকার নিচে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকায় নেমেছিল।

বিশ্ব বাজারের সঙ্গে পাল্লা দিয়ে ওই সময় দেশের বাজারেও স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছিল। রেকর্ডের পর রেকর্ড গড়েছিল। টানা আট দফায় প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছিল ১৬ হাজার ২৩৬ টাকা। এর পর ছয় দিনের ব্যবধানে তিন দফায় ৬ হাজার ১৮২ টাকা কমে সেই স্বর্ণের ভরি দেড় লাখ টাকার নিচে নেমে এসেছিল।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে দেশের বাজারে হলমার্ক করা এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১৪ হাজার ১৬৪ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরিতে খরচ হবে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ কিনতে লাগবে ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকায়।

বুধবার পর্যন্ত এক গ্রাম ২২ ক্যারেট স্বর্ণ কিনতে ১৩ হাজার ৯০৪ টাকা লেগেছে। প্রতিভরিতে খরচ হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫৯৬ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ কিনতে লেগেছে ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা।

হিসাব বলছে, তিন দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের দাম বেড়েছে ২ হাজার ৮৯৩ টাকা। ১৮ ক্যারেটের বেড়েছে ২ হাজার ৪৮৪ টাকা।

সনাতন পদ্ধতির প্রতিভরির দাম বেড়েছে ২ হাজার ১২৩ টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছিল। ২৩ ডিসেম্বর কমানো হয় ১ হাজার ২৪৮ টাকা। ১৯ ডিসেম্বর ২ হাজার ৮৮ টাকা বাড়ানো হয়েছিল; ১৫ ডিসেম্বর ১ হাজার ৭৭৩ টাকা কমানো হয়েছিল। ১২ ডিসেম্বর বাড়ানো হয় ১ হাজার ৮৭৮ টাকা। এভাবে উঠানামার মধ্যে দিয়েই শেষ হয়েছিল ২০২৪ সাল। গত বছরে মূল্যবান এই ধাতুর দর ৩৫ বার বেড়েছিল; কমেছিল ২৭ বার।

তবে ২০২৫ সালের শুরুতে স্বর্ণের দাম টানা বাড়ছিল। প্রথম বাড়ে ১৫ জানুয়ারি, এরপর টানা আট দফা বাড়ে। এরমধ্যে ২০২৫ সালের প্রথম মাস জানুয়ারিতে বেড়েছিল তিন বার। আর ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত বাড়ে পাঁচ বার। এর পর বিশ্ব বাজারের সঙ্গে দেশের বাজারেও স্বর্ণের দর নিম্মমূখী হয়। ২৪ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের দাম কমে ভরিতে ১ হাজার ১৫৫ টাকা। ২৭ ফেব্রুয়ারি ভরিতে ২ হাজার ৪০৩ টাকা কমানো হয়। গত মার্চ মাসে দেশের বাজারে স্বর্ণের দাম দুই দফা কমেছে; বেড়েছে পাঁচ বার। আর চলতি এপ্রিল মাসে এ পর্যন্ত তিন দফা বাড়ল; কমেছে দুই বার।

বুধবার রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার,(১৭ এপ্রিল) থেকে নতুন দর কার্যকর হয়েছে।

বিশ্ব বাজারেও স্বর্ণের দর অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। আউন্স ৩ হাজার ৩০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

গত ২ এপ্রিল ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার আগে এক সপ্তাহের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩৭ ডলার থেকে বেড়ে ৩ হাজার ১৬২ ডলারে উঠে গিয়েছিল। পরে সেই স্বর্ণের দর ৩ হাজার ডলারে নেমে আসে। গত কয়েক দিনে তা ফের বেড়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

বুধবার রাত ৯টায় বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৯০ ডলার ৪৮ সেন্ট বেড়ে ৩ হাজার ৩১২ ডলার ৭৫ সেন্টে উঠেছে। শতাংশ হিসাবে বেড়েছে ২ দশমিক ৮১ শতাংশ। গত ১৩ এপ্রিল রাতে বাজুস যখন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় তখন বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণের দর ছিল ৩ হাজার ২৩৮ ডলার ৮২ সেন্ট।

ছবি

“বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, সত্য বলুন”—মোবাইল কোম্পানিগুলোর উদ্দেশে তৈয়্যব

‘সিন্ডিকেটের কবজায়’ এয়ারলাইন্সের টিকেট, অভিযোগ অ্যাটাবের

ছবি

২০২৫-২৬ অর্থবছর শেষে সরকারের ঋণ হবে সাড়ে ২৩ লাখ কোটি টাকা

পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট

ছবি

চলতি বছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে

১০ হাজার কোটি টাকা বাজার মূলধনে যোগ হলো শেয়ারবাজারে

ছবি

চার দিনের সফরে এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিটকয়েনের দাম ১ লাখ ১৬ হাজার ডলার ছাড়ালো

ছবি

বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো স্পার্ক ৪০ এবং স্পার্ক ৪০ প্রো

ছবি

বাজারে লেনোভোর আইডিয়াপ্যাড স্লিম ৩ আই সিরিজের নতুন পাঁচটি ল্যাপটপ

ছবি

যুক্তরাষ্ট্রের বাজারে চীন ও বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে

তিন কারণে পণ্য রপ্তানিতে আগের মতোই প্রণোদনা পাবেন ব্যবসায়ীরা

ছবি

টানা ৭ মাস বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৮ শতাংশের নিচে

পাল্টা শুল্ক নিয়ে চার উপদেষ্টাকে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা

ছবি

ফুটপাতের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেয়ার উদ্যোগ

আমদানিপণ্য দ্রুত খালাসের আহ্বান এনবিআর চেয়ারম্যানের

ছবি

আবুল বারকাতকে রিমান্ডে চেয়ে দুদকের আবেদন, আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো

ছবি

দেশে মোটরসাইকেল বিক্রি বেড়েছে

ছবি

বাজার সম্প্রসারণে আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর ব্যবসায়ীদের

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি

অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টে ‘ফিকশন’ পাওয়া গেছে: গভর্নর

ছবি

আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচার, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক

স্টার্টআপ তহবিল: বয়সের ঊর্ধ্বসীমা উঠে গেল

হাউজ লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ছে

সরকারি দফতরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করা হলো

বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ

ছবি

চীনে বিডা’র অফিস খোলার পরিকল্পনা চলছে: আশিক চৌধুরী

দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ

ছবি

গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে প্রায় ১৪ শতাংশ

ছবি

আইএমএফ বা বিশ্বব্যাংক নয়, সরকারের নিজস্ব উদ্যোগে সংস্কার: অর্থ উপদেষ্টা

ছবি

সততা-দক্ষতার সঙ্গে কাজ করলে কোনো ভয় নেই: এনবিআর চেয়ারম্যান

শেয়ারবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন

জুলাইয়ের ৭ দিনে রেমিট্যান্স এলো ৮১২৫ কোটি টাকা

ছবি

জুলাই অভ্যুত্থানে হতাহতদের জন্য বিশেষ তহবিল গঠন করছে কেন্দ্রীয় ব্যাংক

ছবি

জুলাই হতাহতদের সহায়তায় ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক

ছবি

বাণিজ্য রক্ষায় যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ

tab

অর্থ-বাণিজ্য

স্বর্ণের দামে ফের রেকর্ড, বেড়ে দাঁড়ালো ১ লাখ ৬৫ হাজার টাকায়

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ছাড়াল। বৃহস্পতিবার, (১৭ এপ্রিল) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতিভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকায় বিক্রি হচ্ছে। ভরিতে বেড়েছে ৩ হাজার ৩৩ টাকা। অন্যান্য মানের স্বর্ণের দরও প্রায় একই হারে কমানোর ঘোষণা দিয়েছে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিশ্ব বাজারেও স্বর্ণের দর অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। আউন্স ৩ হাজার ৩০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে

সবশেষ গত ১৩ এপ্রিল (রোববার) ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমানো হয়েছিল। ভরি নেমেছিল ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকায়। ১৪ এপ্রিল (সোমবার) থেকে এই দরে বিক্রি হচ্ছিল। তার আগে ভরিতে ৪ হাজার ১৮৭ টাকা বাড়ানোয় এই মানের স্বর্ণের ভরি ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকায় উঠেছিল যা ছিল এতদিন সর্বোচ্চ।

ঈদের আগে কয়েক দফা বাড়ায় ২২ ক্যারেট মানের স্বর্ণের ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায় ওঠে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের ধাক্কায় বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন হয়। তার সঙ্গে সমন্বয় করে গত ৮ এপ্রিল দেশের বাজারেও সব মানের স্বর্ণের দাম কমানো হয়। ওই দিন ২২ ক্যারেট স্বর্ণের দর ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমানো হয়। ভরি নামে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকায়। ৯ এপ্রিল (বুধবার) থেকে কার্যকর হয় ওই দর।

১০ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া অন্য সব দেশের পাল্টা শুল্ক ৯০ দিন স্থগিতের ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে ফের চড়তে থাকে স্বর্ণের দর। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্ণের দর ৩ হাজার ২০০ ডলার ছাড়িয়ে যায়। এর আগে কখনই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর ৩ হাজার ২০০ ডলার ছাড়ায়নি। বুধবার সেই মাইলফলকও অতিক্রম করেছে, ছাড়িয়েছে ৩ হাজার ৩০০ ডলার। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস।

ঈদের দুই দিন আগে ২৯ মার্চ ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৭৩ টাকা বাড়ানো হয়েছিল। তার তিন দিন আগে ২৬ মার্চ বাড়ানো হয় ভরিতে ১ হাজার ১৫৫ টাকা। চড়তে চড়তে গত ২১ ফেব্রুয়ারি ২২ ক্যারেট মানের স্বর্ণের ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকায় উঠেছিল। পরে অবশ্য কয়েক দফায় কমে ভরি দেড় লাখ টাকার নিচে নেমে এসেছিল।

গত ১৬ মার্চ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়েছিল, ভরি ওঠেছিল ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকায়। ১৭ মার্চ থেকে কার্যকর হয়েছিল ওই দর। তার আগে তিন দফায় ৬ হাজার ১৮২ টাকা কমানোর পর গত ৪ মার্চ এক দিনেই ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৫৫৮ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। ৫ মার্চ থেকে ওই দর কার্যকর হয়।

তিন দিনের ব্যবধানে ৮ মার্চ প্রতিভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮ টাকা কমানো হয়। ৯ মার্চ থেকে ওই দর কার্যকর হয়। ভরি নেমেছিল ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকায়। ১ মার্চ ২ হাজার ৬২৪ টাকা কমানোয় ভরি দেড় লাখ টাকার নিচে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকায় নেমেছিল।

বিশ্ব বাজারের সঙ্গে পাল্লা দিয়ে ওই সময় দেশের বাজারেও স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছিল। রেকর্ডের পর রেকর্ড গড়েছিল। টানা আট দফায় প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছিল ১৬ হাজার ২৩৬ টাকা। এর পর ছয় দিনের ব্যবধানে তিন দফায় ৬ হাজার ১৮২ টাকা কমে সেই স্বর্ণের ভরি দেড় লাখ টাকার নিচে নেমে এসেছিল।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে দেশের বাজারে হলমার্ক করা এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১৪ হাজার ১৬৪ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরিতে খরচ হবে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ কিনতে লাগবে ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকায়।

বুধবার পর্যন্ত এক গ্রাম ২২ ক্যারেট স্বর্ণ কিনতে ১৩ হাজার ৯০৪ টাকা লেগেছে। প্রতিভরিতে খরচ হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫৯৬ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ কিনতে লেগেছে ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা।

হিসাব বলছে, তিন দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের দাম বেড়েছে ২ হাজার ৮৯৩ টাকা। ১৮ ক্যারেটের বেড়েছে ২ হাজার ৪৮৪ টাকা।

সনাতন পদ্ধতির প্রতিভরির দাম বেড়েছে ২ হাজার ১২৩ টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছিল। ২৩ ডিসেম্বর কমানো হয় ১ হাজার ২৪৮ টাকা। ১৯ ডিসেম্বর ২ হাজার ৮৮ টাকা বাড়ানো হয়েছিল; ১৫ ডিসেম্বর ১ হাজার ৭৭৩ টাকা কমানো হয়েছিল। ১২ ডিসেম্বর বাড়ানো হয় ১ হাজার ৮৭৮ টাকা। এভাবে উঠানামার মধ্যে দিয়েই শেষ হয়েছিল ২০২৪ সাল। গত বছরে মূল্যবান এই ধাতুর দর ৩৫ বার বেড়েছিল; কমেছিল ২৭ বার।

তবে ২০২৫ সালের শুরুতে স্বর্ণের দাম টানা বাড়ছিল। প্রথম বাড়ে ১৫ জানুয়ারি, এরপর টানা আট দফা বাড়ে। এরমধ্যে ২০২৫ সালের প্রথম মাস জানুয়ারিতে বেড়েছিল তিন বার। আর ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত বাড়ে পাঁচ বার। এর পর বিশ্ব বাজারের সঙ্গে দেশের বাজারেও স্বর্ণের দর নিম্মমূখী হয়। ২৪ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের দাম কমে ভরিতে ১ হাজার ১৫৫ টাকা। ২৭ ফেব্রুয়ারি ভরিতে ২ হাজার ৪০৩ টাকা কমানো হয়। গত মার্চ মাসে দেশের বাজারে স্বর্ণের দাম দুই দফা কমেছে; বেড়েছে পাঁচ বার। আর চলতি এপ্রিল মাসে এ পর্যন্ত তিন দফা বাড়ল; কমেছে দুই বার।

বুধবার রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার,(১৭ এপ্রিল) থেকে নতুন দর কার্যকর হয়েছে।

বিশ্ব বাজারেও স্বর্ণের দর অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। আউন্স ৩ হাজার ৩০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

গত ২ এপ্রিল ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার আগে এক সপ্তাহের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩৭ ডলার থেকে বেড়ে ৩ হাজার ১৬২ ডলারে উঠে গিয়েছিল। পরে সেই স্বর্ণের দর ৩ হাজার ডলারে নেমে আসে। গত কয়েক দিনে তা ফের বেড়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

বুধবার রাত ৯টায় বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৯০ ডলার ৪৮ সেন্ট বেড়ে ৩ হাজার ৩১২ ডলার ৭৫ সেন্টে উঠেছে। শতাংশ হিসাবে বেড়েছে ২ দশমিক ৮১ শতাংশ। গত ১৩ এপ্রিল রাতে বাজুস যখন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় তখন বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণের দর ছিল ৩ হাজার ২৩৮ ডলার ৮২ সেন্ট।

back to top