অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। গতকাল বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন নেই এবং নিবন্ধন সনদ নবায়ন করেনি এমন যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশে অবৈধভাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন করা ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা যাবে না। কেউ তা করলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩; বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ অবস্থায় অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনাকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে জরুরিভিত্তিতে নিবন্ধন আবেদন দাখিল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদেরও জরুরিভিত্তিতে সনদ নবায়নের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। গতকাল বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন নেই এবং নিবন্ধন সনদ নবায়ন করেনি এমন যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশে অবৈধভাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন করা ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা যাবে না। কেউ তা করলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩; বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ অবস্থায় অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনাকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে জরুরিভিত্তিতে নিবন্ধন আবেদন দাখিল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদেরও জরুরিভিত্তিতে সনদ নবায়নের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।