ঈদুল আজহায় দেশের উত্তর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে শুক্রবার থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হবে বাসের টিকেট।
বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, সংগঠনের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
১৬ মে সকাল থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের বাসের টিকেট বিক্রি শুরু হবে। এবার বেশিরভাগ পরিবহন তাদের বাসের টিকেট অনলাইনে দিয়ে দেবে। তবে কিছু টিকেট যাত্রীরা পরিবহনের কাউন্টার থেকেও কিনতে পারবেন।
শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, “গত ঈদে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে অনেকে এমন অভিযোগ করেছেন। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া নির্ধারণে সরকারের ভূমিকা থাকে না, মালিকরাই তা নির্ধারণ করেন। তবে এবার যেন শীতাতপ নিয়ন্ত্রিত বাসে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরাও বিষয়টিতে নজর রাখব।”
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
ঈদুল আজহায় দেশের উত্তর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে শুক্রবার থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হবে বাসের টিকেট।
বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, সংগঠনের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
১৬ মে সকাল থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের বাসের টিকেট বিক্রি শুরু হবে। এবার বেশিরভাগ পরিবহন তাদের বাসের টিকেট অনলাইনে দিয়ে দেবে। তবে কিছু টিকেট যাত্রীরা পরিবহনের কাউন্টার থেকেও কিনতে পারবেন।
শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, “গত ঈদে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে অনেকে এমন অভিযোগ করেছেন। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া নির্ধারণে সরকারের ভূমিকা থাকে না, মালিকরাই তা নির্ধারণ করেন। তবে এবার যেন শীতাতপ নিয়ন্ত্রিত বাসে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরাও বিষয়টিতে নজর রাখব।”
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।