ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ গঠনে নির্ধারিত নির্বাচন ৪৫ দিন পিছিয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় সংগঠনটির নির্বাচন বোর্ড।
তবে ভোটগ্রহণের নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এটি ‘শীঘ্রই’ পুনঃতফসিল আকারে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড।
এর আগে ১৮ জুন নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছিল, যেখানে ভোটের তারিখ নির্ধারিত ছিল ৭ সেপ্টেম্বর।
নতুন বিধিমালা অনুযায়ী এবারের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ৮০ থেকে কমে ৪৬ জনে নেমে আসবে। এই ৪৬ জনের মধ্যে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি এবং দুইজন সহ-সভাপতি থাকবেন, যাদের নির্বাচন করবেন পর্ষদের বাকি সদস্যরা।
২০২৩ সালের ২ আগস্ট এফবিসিসিআই সভাপতির দায়িত্ব পান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি মাহবুবুল আলম। তবে মাত্র এক বছরের মাথায় তিনি পদত্যাগ করেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক পরিবর্তনের আবহে মাহবুবুল আলমও পদ ছাড়েন।
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানকালে ই-মেইলের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন অসুস্থতা। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান জাফর ইকবাল।
মাহবুবুল আলমের পদত্যাগের পর সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি দাবি করে মন্ত্রণালয়ে আবেদন পাঠান।
তবে তার দাবি নাকচ করে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বোর্ড পুনর্গঠনের কোনো তথ্য-প্রমাণ তিনি উপস্থাপন করেননি, পাশাপাশি তার আবেদনপত্রে তারিখগত ত্রুটি ছিল।
এরপর সংগঠনটির কার্যক্রমে স্থবিরতা দেখা দিলে ১১ সেপ্টেম্বর এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে সরকার।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭(১) ধারা অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে সরকার এ সিদ্ধান্ত নিতে পারে।
পরবর্তী নির্বাচন পর্যন্ত এফবিসিসিআই পরিচালনার দায়িত্ব দেওয়া হয় প্রশাসক হিসেবে নিযুক্ত সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমানকে।
বুধবার, ০২ জুলাই ২০২৫
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ গঠনে নির্ধারিত নির্বাচন ৪৫ দিন পিছিয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় সংগঠনটির নির্বাচন বোর্ড।
তবে ভোটগ্রহণের নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এটি ‘শীঘ্রই’ পুনঃতফসিল আকারে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড।
এর আগে ১৮ জুন নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছিল, যেখানে ভোটের তারিখ নির্ধারিত ছিল ৭ সেপ্টেম্বর।
নতুন বিধিমালা অনুযায়ী এবারের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ৮০ থেকে কমে ৪৬ জনে নেমে আসবে। এই ৪৬ জনের মধ্যে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি এবং দুইজন সহ-সভাপতি থাকবেন, যাদের নির্বাচন করবেন পর্ষদের বাকি সদস্যরা।
২০২৩ সালের ২ আগস্ট এফবিসিসিআই সভাপতির দায়িত্ব পান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি মাহবুবুল আলম। তবে মাত্র এক বছরের মাথায় তিনি পদত্যাগ করেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক পরিবর্তনের আবহে মাহবুবুল আলমও পদ ছাড়েন।
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানকালে ই-মেইলের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন অসুস্থতা। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান জাফর ইকবাল।
মাহবুবুল আলমের পদত্যাগের পর সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি দাবি করে মন্ত্রণালয়ে আবেদন পাঠান।
তবে তার দাবি নাকচ করে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বোর্ড পুনর্গঠনের কোনো তথ্য-প্রমাণ তিনি উপস্থাপন করেননি, পাশাপাশি তার আবেদনপত্রে তারিখগত ত্রুটি ছিল।
এরপর সংগঠনটির কার্যক্রমে স্থবিরতা দেখা দিলে ১১ সেপ্টেম্বর এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে সরকার।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭(১) ধারা অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে সরকার এ সিদ্ধান্ত নিতে পারে।
পরবর্তী নির্বাচন পর্যন্ত এফবিসিসিআই পরিচালনার দায়িত্ব দেওয়া হয় প্রশাসক হিসেবে নিযুক্ত সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমানকে।