বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন’-এফবিসিসিআই-এর আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের সময়সীমা ৪৫ দিন বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়। ফলে পূর্বঘোষিত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। নতুন তফসিল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন বোর্ড।
গত মঙ্গলবার এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের ১ জুলাই নেওয়া সিদ্ধান্তের আলোকে এফবিসিসিআই-এর ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের সময়সীমা ৪৫ দিন বাড়ানো হয়েছে।’
এর ফলে পূর্বঘোষিত নির্বাচনি কার্যক্রমের ওপর সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টদের আশ্বস্ত করে নির্বাচন বোর্ড জানিয়েছে, নতুন সময়সীমা অনুসারে যথাসময়ে নির্বাচন আয়োজন নিশ্চিত করা হবে।
নির্বাচন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হয়েছে এবং পুনঃতফসিল ঘোষণার প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে।
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন’-এফবিসিসিআই-এর আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের সময়সীমা ৪৫ দিন বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়। ফলে পূর্বঘোষিত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। নতুন তফসিল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন বোর্ড।
গত মঙ্গলবার এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের ১ জুলাই নেওয়া সিদ্ধান্তের আলোকে এফবিসিসিআই-এর ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের সময়সীমা ৪৫ দিন বাড়ানো হয়েছে।’
এর ফলে পূর্বঘোষিত নির্বাচনি কার্যক্রমের ওপর সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টদের আশ্বস্ত করে নির্বাচন বোর্ড জানিয়েছে, নতুন সময়সীমা অনুসারে যথাসময়ে নির্বাচন আয়োজন নিশ্চিত করা হবে।
নির্বাচন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হয়েছে এবং পুনঃতফসিল ঘোষণার প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে।