সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং তার স্ত্রী খোদেজা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, আলমগীর কবিরের বিরুদ্ধে আবেদন করেন কমিশনের উপপরিচালক আজিজুল হক এবং তাজুল ইসলাম দম্পতির বিরুদ্ধে আবেদন করেন উপসহকারী পরিচালক আনিসুর রহমান।
আবেদনে বলা হয়, সাবেক চেয়ারম্যান আলমগীর কবির ও তার ছেলে রায়হান কবিরের বিরুদ্ধে সাউথইস্ট ব্যাংকে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্ত চলাকালে তার দেশত্যাগের আশঙ্কা থাকায় নিষেধাজ্ঞা প্রয়োজন।
অন্যদিকে তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্ত বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং তার স্ত্রী খোদেজা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, আলমগীর কবিরের বিরুদ্ধে আবেদন করেন কমিশনের উপপরিচালক আজিজুল হক এবং তাজুল ইসলাম দম্পতির বিরুদ্ধে আবেদন করেন উপসহকারী পরিচালক আনিসুর রহমান।
আবেদনে বলা হয়, সাবেক চেয়ারম্যান আলমগীর কবির ও তার ছেলে রায়হান কবিরের বিরুদ্ধে সাউথইস্ট ব্যাংকে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্ত চলাকালে তার দেশত্যাগের আশঙ্কা থাকায় নিষেধাজ্ঞা প্রয়োজন।
অন্যদিকে তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্ত বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।