এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের নিরাপত্তা প্রহরী সেলিম মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কর অঞ্চল-১০ এর সার্কেল-২০০ এর নিরাপত্তা প্রহরী। নিজের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এনবিআর চেয়ারম্যান সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করায় তাকে বরখাস্ত করা হয়। গতকাল মঙ্গলবার কর অঞ্চল-১০ থেকে এক চিঠিতে সেলিম মিয়াকে বরখাস্ত করা হয়। এই কর অঞ্চলের কর কমিশনার শাহ আলী চিঠিতে সই করেন। চিঠিতে বলা হয়, সেলিম মিয়ার নামে নিবন্ধন করা মুঠোফোন নম্বরের বিপরীতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য বা আচরণ করেন। যেহেতু সেলিম মিয়া স্বয়ং ওই মুঠোফোন নম্বরটি তাঁর নিজ নামে নিবন্ধন করা বলে স্বীকার করেছেন। তাই তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) বিধি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ (১) অনুযায়ী সেলিম মিয়াকে সরকারি চাকরি হইতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোশ প্রাপ্য হবেন।
গতকাল মঙ্গলবার ১৪ জন শুল্ক, কর ও ভ্যাট কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। এনবিআর সূত্রে জানা গেছে, গত মাসে এনবিআরে যে আন্দোলন হয়েছে, তারা সবাই ওই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। কেউ কেউ নেতৃত্বও দিয়েছেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন হয়। বরখাস্ত হওয়া মুসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার এনবিআর ঐক্য পরিষদের সভাপতি এবং ঢাকার কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা সহসভাপতি পদে আছেন।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের নিরাপত্তা প্রহরী সেলিম মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কর অঞ্চল-১০ এর সার্কেল-২০০ এর নিরাপত্তা প্রহরী। নিজের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এনবিআর চেয়ারম্যান সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করায় তাকে বরখাস্ত করা হয়। গতকাল মঙ্গলবার কর অঞ্চল-১০ থেকে এক চিঠিতে সেলিম মিয়াকে বরখাস্ত করা হয়। এই কর অঞ্চলের কর কমিশনার শাহ আলী চিঠিতে সই করেন। চিঠিতে বলা হয়, সেলিম মিয়ার নামে নিবন্ধন করা মুঠোফোন নম্বরের বিপরীতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য বা আচরণ করেন। যেহেতু সেলিম মিয়া স্বয়ং ওই মুঠোফোন নম্বরটি তাঁর নিজ নামে নিবন্ধন করা বলে স্বীকার করেছেন। তাই তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) বিধি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ (১) অনুযায়ী সেলিম মিয়াকে সরকারি চাকরি হইতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোশ প্রাপ্য হবেন।
গতকাল মঙ্গলবার ১৪ জন শুল্ক, কর ও ভ্যাট কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। এনবিআর সূত্রে জানা গেছে, গত মাসে এনবিআরে যে আন্দোলন হয়েছে, তারা সবাই ওই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। কেউ কেউ নেতৃত্বও দিয়েছেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন হয়। বরখাস্ত হওয়া মুসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার এনবিআর ঐক্য পরিষদের সভাপতি এবং ঢাকার কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা সহসভাপতি পদে আছেন।