রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে দেশের বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী সংগঠন। গতকাল সোমবার দুপুরে যুদ্ধবিমানটি স্কুলচত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের নিহত হওয়ার তথ্য জানা গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান মঙ্গলবার,( ২২ জুলাই ২০২৫) সকালে জানিয়েছেন, মৃত ব্যক্তিদের মধ্যে ২৫ জন শিশু এবং একজন পাইলট ও একজন শিক্ষক রয়েছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ নেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবারই অন্তর্বর্তী সরকার আজকের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। স্থগিত করা হয়েছে আজকের এইচএসসি পরীক্ষা। মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতের জন্য শোক প্রকাশ করেছে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।
মেট্রোপলিটন চেম্বার: উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটি বলেছে, এখন জাতীয় শোকের মুহূর্ত। সম্ভাবনাময় অসংখ্য শিশু-তরুণের প্রাণহানি হৃদয়বিদারক এবং একই সঙ্গে গভীরভাবে অস্বস্তিকর।
ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর শোক প্রকাশ করছে এমসিসিআই। এ ছাড়া আহতদের প্রতিও সমবেদনা জানিয়ে তাদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা প্রার্থনা করেছে সংগঠনটি।
এমসিসিআই বলেছে, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, বাংলাদেশ বিমানবাহিনী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার সঙ্গে সংহতি প্রকাশ করছি। আমরা আশা করছি, জাতীয়ভাবে সহানুভূতির বহিঃপ্রকাশ শোকগ্রস্তদের কিছুটা হলেও সান্ত¡না দেবে, যদিও এ ধরনের শোক প্রকাশ যথেষ্ট নয়।’
এফবিসিসিআই: উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ঢাকা চেম্বার: যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় শোকবার্তা দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি তাদের ভেরিফায়েড ফেসবুক পাতায় প্রকাশ করা এক শোকবার্তায় বলেছে, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর বিমানের মহড়াকালীন অবস্থায় ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষকসহ শিক্ষার্থীদের নিহতের ঘটনায় ঢাকা চেম্বার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একই সঙ্গে ডিসিসিআই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।’
ঢাকা স্টক এক্সচেঞ্জ: মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সংস্থাটি এক শোকবার্তায় নিহত ব্যক্তিদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
অর্থনীতি সমিতি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এক শোকবার্তায় অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক মাহবুব উল্লাহ্ ও সদস্যসচিব মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘বিমান বিধ্বস্তের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত পাইলট, শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীসহ ২৭ জনের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।’
অর্থনীতি সমিতির পক্ষ থেকে হতাহত শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেছে সংগঠনটি।
এ ছাড়া শোক প্রকাশ করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), বাংলাদেশ জুয়েলার্স সমিতিসহ (বাজুস) আরও কিছু সংগঠন।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে দেশের বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী সংগঠন। গতকাল সোমবার দুপুরে যুদ্ধবিমানটি স্কুলচত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের নিহত হওয়ার তথ্য জানা গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান মঙ্গলবার,( ২২ জুলাই ২০২৫) সকালে জানিয়েছেন, মৃত ব্যক্তিদের মধ্যে ২৫ জন শিশু এবং একজন পাইলট ও একজন শিক্ষক রয়েছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ নেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবারই অন্তর্বর্তী সরকার আজকের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। স্থগিত করা হয়েছে আজকের এইচএসসি পরীক্ষা। মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতের জন্য শোক প্রকাশ করেছে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।
মেট্রোপলিটন চেম্বার: উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটি বলেছে, এখন জাতীয় শোকের মুহূর্ত। সম্ভাবনাময় অসংখ্য শিশু-তরুণের প্রাণহানি হৃদয়বিদারক এবং একই সঙ্গে গভীরভাবে অস্বস্তিকর।
ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর শোক প্রকাশ করছে এমসিসিআই। এ ছাড়া আহতদের প্রতিও সমবেদনা জানিয়ে তাদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা প্রার্থনা করেছে সংগঠনটি।
এমসিসিআই বলেছে, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, বাংলাদেশ বিমানবাহিনী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার সঙ্গে সংহতি প্রকাশ করছি। আমরা আশা করছি, জাতীয়ভাবে সহানুভূতির বহিঃপ্রকাশ শোকগ্রস্তদের কিছুটা হলেও সান্ত¡না দেবে, যদিও এ ধরনের শোক প্রকাশ যথেষ্ট নয়।’
এফবিসিসিআই: উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ঢাকা চেম্বার: যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় শোকবার্তা দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি তাদের ভেরিফায়েড ফেসবুক পাতায় প্রকাশ করা এক শোকবার্তায় বলেছে, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর বিমানের মহড়াকালীন অবস্থায় ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষকসহ শিক্ষার্থীদের নিহতের ঘটনায় ঢাকা চেম্বার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একই সঙ্গে ডিসিসিআই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।’
ঢাকা স্টক এক্সচেঞ্জ: মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সংস্থাটি এক শোকবার্তায় নিহত ব্যক্তিদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
অর্থনীতি সমিতি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এক শোকবার্তায় অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক মাহবুব উল্লাহ্ ও সদস্যসচিব মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘বিমান বিধ্বস্তের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত পাইলট, শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীসহ ২৭ জনের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।’
অর্থনীতি সমিতির পক্ষ থেকে হতাহত শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেছে সংগঠনটি।
এ ছাড়া শোক প্রকাশ করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), বাংলাদেশ জুয়েলার্স সমিতিসহ (বাজুস) আরও কিছু সংগঠন।