গত ১০ আর্থিক বছরে ভারত থেকে মোবাইল ফোনের রপ্তানি ১২৭ গুণ বেড়ে ২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার,(২৪ জুলাই ২০২৫) দেশটির সংসদে এ তথ্য জানানো হয়েছে।
লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, ভারত থেকে মোবাইল ফোনের রপ্তানি ‘১২৭ গুণ বৃদ্ধি’ পেয়েছে, যা ২০১৪-১৫ সালে ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা ছিল। ২০২৪-২৫ সালে এটি ২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।
মন্ত্রী বলেন, ২০১৪-১৫ সালে দেশে মোট মোবাইল ফোনের চাহিদার ৭৫ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়েছিল, ২০২৪-২৫ সালে তা ০.০২ শতাংশে নেমে এসেছে।
ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
গত ১০ আর্থিক বছরে ভারত থেকে মোবাইল ফোনের রপ্তানি ১২৭ গুণ বেড়ে ২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার,(২৪ জুলাই ২০২৫) দেশটির সংসদে এ তথ্য জানানো হয়েছে।
লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, ভারত থেকে মোবাইল ফোনের রপ্তানি ‘১২৭ গুণ বৃদ্ধি’ পেয়েছে, যা ২০১৪-১৫ সালে ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা ছিল। ২০২৪-২৫ সালে এটি ২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।
মন্ত্রী বলেন, ২০১৪-১৫ সালে দেশে মোট মোবাইল ফোনের চাহিদার ৭৫ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়েছিল, ২০২৪-২৫ সালে তা ০.০২ শতাংশে নেমে এসেছে।
ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ বলেও মন্তব্য করেন তিনি।