বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত শুল্ক থেকে রেহাই পেতে একটি ‘প্যাকেজ প্রস্তাব’ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘বাণিজ্য উপদেষ্টা গিয়েছেন প্যাকেজ নিয়ে; আরও কী কী কিনতে পারে, তা নিয়ে।’’
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।
মঙ্গলবার ও বুধবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসবেন তারা।
৩৫ শতাংশ শুল্ক এড়াতে এরই মধ্যে ৬২৬টি মার্কিন পণ্যে শুল্ক ছাড় দিয়েছে সরকার। বাণিজ্য ঘাটতি কমাতে টিসিবির মাধ্যমে গম ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, বেসরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মার্কিন শুল্ক চাপ থেকে বাঁচতে আরও একটি পদক্ষেপ হিসেবে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণাও দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
এছাড়া আরও কোনো উদ্যোগ আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘‘আরও আছে, কী কী আছে সেটা এখন বলব না। তিনি ফিরে এলে তারপর বলব।’’
এদিন ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রামের পরিত্যক্ত জলিল টেক্সটাইল মিলের প্রায় ৫৫ একর জমি সেনাবাহিনীর কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘‘তারা নিতে চেয়েছে। তবে আমরা প্রস্তাব দিয়েছি, প্রতীকী মূল্যে আর সরকারি জমি দেওয়া হবে না।’’
তিনি আরও বলেন, ‘‘জমি নিতে চাইলে অর্থ দিয়ে নিতে হবে। কারণ প্রতীকী মূল্যে জমি দিলে এর যথাযথ ব্যবহার হয় না। অনেক সময় ১০ একরের প্রয়োজন হলেও ১০০ একর দাবি করা হয়।’’
উপদেষ্টা জানান, জমি বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে এবং এখন সেনাবাহিনী প্রস্তাব দেবে কত দামে তারা এটি নিতে চায়।
বৈঠকে সার কেনার পাশাপাশি স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্তও নেওয়া হয়।
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত শুল্ক থেকে রেহাই পেতে একটি ‘প্যাকেজ প্রস্তাব’ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘বাণিজ্য উপদেষ্টা গিয়েছেন প্যাকেজ নিয়ে; আরও কী কী কিনতে পারে, তা নিয়ে।’’
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।
মঙ্গলবার ও বুধবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসবেন তারা।
৩৫ শতাংশ শুল্ক এড়াতে এরই মধ্যে ৬২৬টি মার্কিন পণ্যে শুল্ক ছাড় দিয়েছে সরকার। বাণিজ্য ঘাটতি কমাতে টিসিবির মাধ্যমে গম ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, বেসরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মার্কিন শুল্ক চাপ থেকে বাঁচতে আরও একটি পদক্ষেপ হিসেবে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণাও দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
এছাড়া আরও কোনো উদ্যোগ আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘‘আরও আছে, কী কী আছে সেটা এখন বলব না। তিনি ফিরে এলে তারপর বলব।’’
এদিন ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রামের পরিত্যক্ত জলিল টেক্সটাইল মিলের প্রায় ৫৫ একর জমি সেনাবাহিনীর কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘‘তারা নিতে চেয়েছে। তবে আমরা প্রস্তাব দিয়েছি, প্রতীকী মূল্যে আর সরকারি জমি দেওয়া হবে না।’’
তিনি আরও বলেন, ‘‘জমি নিতে চাইলে অর্থ দিয়ে নিতে হবে। কারণ প্রতীকী মূল্যে জমি দিলে এর যথাযথ ব্যবহার হয় না। অনেক সময় ১০ একরের প্রয়োজন হলেও ১০০ একর দাবি করা হয়।’’
উপদেষ্টা জানান, জমি বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে এবং এখন সেনাবাহিনী প্রস্তাব দেবে কত দামে তারা এটি নিতে চায়।
বৈঠকে সার কেনার পাশাপাশি স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্তও নেওয়া হয়।