alt

অর্থ-বাণিজ্য

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: এক কমিটির সুপারিশ পর্যালোচনায় আরেক কমিটি

অর্থনৈতিক বার্তা পরিবেশক : বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আসছে ২০২৬ সালের শেষ নাগাদ স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পর রপ্তানি সক্ষমতা ধরে রাখতে করনীয় ঠিক করতে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে আরেকটি কমিটি করেছে সরকার।

গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ নভেম্বর ২০২৬ সাল থেকে বাংলাদেশের উত্তরণের পর রপ্তানি নির্ভর সাবসিডি বা নগদ সহায়তা প্রদান করা সম্ভব হবে না। এ প্রেক্ষাপট বিবেচনায় উদীয়মান/প্রতিশ্রুতিশীল খাতগুলো থেকে থেকে চারটি খাত যথা- চামড়া ও চামড়াজাত পণ্য; পাটজাত পণ্য; কৃষি ও প্রক্রিয়াজাত কৃষি পণ্য এবং ফার্মাসিউটিক্যালস খাতের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য কী কী করা যেতে পারে তা পর্যালোচনার জন্য অর্থ বিভাগ থেকে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। ওই কমিটি এ বিষয়ে কিছু সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করেছে। সুপারিশগুলো পর্যালোচনা এবং সে অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়াকে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বাণিজ্য সচিব, পররাষ্ট্র সচিব, শিল্প সচিব, কৃষি সচিব, বস্ত্র ও পাট সচিব, স্বাস্থ্য সচিব, এনবিআর চেয়ারম্যান, বিএসটিআই মহাপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিসিকের চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতি এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক কমিটিতে সদস্য হিসাবে আছেন।

কমিটির কার্যপরিধি: প্রতিবেদনে উল্লিখিত সুপারিশগুলো থেকে সরকারের সক্ষমতা বিবেচনায় কোন কোন সুবিধা দেওয়া যায় তা নির্ধারণ। সুবিধাগুলো দেওয়ার জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন। সময়াবদ্ধ কর্মপরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ দপ্তর/ সংস্থার কার্যক্রমগুলো নিয়মিতভাবে পর্যালোচনা, মূল্যায়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। কমিটি প্রয়োজনে প্রতিবেদনে অন্তর্ভুক্ত সুপারিশ ছাড়াও বাস্তবতা ও প্রাসঙ্গিকতা বিবেচনায় অন্য যেকোনো উপযুক্ত সুবিধা প্রদানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কো-অপট করতে পারবে।

পর্যালোচনা সভা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ে উচ্চ পর্যায়ের একটি পর্যালোচনা সভা হয়েছে। বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা হয় বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে। সেখানে বলা হয়, সভায় ১৬টি সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চারটি, শিল্প মন্ত্রণালয় তিনটি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দুটি, বাণিজ্য মন্ত্রণালয় তিনটি ও প্রধান উপদেষ্টার কার্যালয় চারটি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো-এর পূর্ণ বাস্তবায়নের জন্য কাজ করছে। ইতোমধ্যে ১৯টি সংস্থা যুক্ত হয়েছে। আরও সংস্থাকে যুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি, ট্যারিফ পলিসি ২০২৩ এর বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি।

তৈরি পোশাক শিল্পের মত অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা দেওয়া এবং ‘ম্যান মেইড ফাইবার’ সম্পর্কিত কাঁচামাল ও এ শিল্পের মেশিনারিজ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

সাভারে ট্যানারি ভিলেজে স্থাপিত ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) পূর্ণমাত্রায় চালু করা, মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস্তবায়নাধীন এপিআই পার্ক পূর্ণমাত্রায় চালু করা এবং ২০২২ সালে প্রণীত শিল্প নীতি হালনাগাদ করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়েও সভায় আলোচনা করা হয়।প্রধান উপদেষ্টা বলেন, “দেশের চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি, এটার সঠিক মূল্যয়ন করিনি। এই শিল্প দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি।” চামড়া শিল্পের সংকট সমাধানে করণীয় সম্পর্কিত একটি পৃথক বৈঠক আয়োজনের জন্য নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি, আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের জন্য করণীয় সম্পর্কে পরবর্তী বৈঠক আয়োজনের নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে এই কাজগুলো করে যেতে হবে। যেসব নীতিমালা-আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হওয়ার পথ বের করতে হবে। এগুলো মৌলিক বিষয়। নিজেদের উত্তরণের জন্যই এ কাজগুলো আমাদের করে যেতে হবে।”

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সভায় উপস্থিত ছিলেন।

ছবি

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

ছবি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনাই লক্ষ্য: গভর্নর

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং বন্ধ করছে এইচএসবিসি

বেপজায় ৪৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ চুক্তি, ৬০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে

ছবি

সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি কেন্দ্রীয় ব্যাংকের

শুল্ক বৃদ্ধির আশঙ্কায় ব্রাজিল কেন্দ্রীয় ব্যাংক সুদের হার স্থগিত রেখেছে

১৫ কোটি টাকা ঋণ জালিয়াতি, সাবেক ভূমিমন্ত্রীসহ ২৭ জনের নামে মামলা

২৫ শতাংশ শুল্কে ভারতের যেসব খাত ক্ষতিগ্রস্ত হবে

ছবি

কাফকোর সঙ্গে গ্যাস বিক্রির চুক্তি সই

ছবি

দেশের বাজারে ইনফিনিক্স হট ৬০ সিরিজ

ছবি

শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে বাজারে ওয়ানপ্লাস নর্ড সিই৫

ছবি

রেপো হার অপরিবর্তিত, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে আনলো কেন্দ্রীয় ব্যাংক

ছবি

গত অর্থবছরে ৯ হাজার কোটি টাকার সরকারি সহায়তা বিতরণ করেছে নগদ

ছবি

এআই প্রযুক্তির স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফাইভজি স্মার্টফোনে মূল্যছাড়

ছবি

বিকাশ অ্যাপে এখন এক ট্যাপেই মোবাইল রিচার্জ

চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা বৃহস্পতিবার

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সক্ষমতা বাড়াতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

বাংলাদেশে পোশাক কারখানা করবে হানডা

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২০তম ‘ড্র’ ৩১ জুলাই

ছবি

সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও

ছবি

আইএমএফের নতুন পূর্বাভাস: চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ

ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে তিনটি কারখানা স্থাপন করবে হংকংভিত্তিক কোম্পানিটি

ছবি

৩৫ শতাংশ শুল্ক থেকে মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাল বাংলাদেশ

ছবি

সড়ক দুর্ঘটনায় নিহত বিক্রয় প্রতিনিধির পরিবারকে ‘নগদ’-এর আর্থিক সহায়তা

ছবি

বিদেশি ঋণ শোধে রেকর্ড, এক বছরে ৪০৯ কোটি ডলার দিলো বাংলাদেশ

ছবি

দুই দফা বৈঠকের পরও ভোজ্য তেলের দাম কমাতে চান না ব্যবসায়ীরা

শেয়ারবাজারে বড় পতন, কমেছে লেনদেন ও সূচক

২৬ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ছুঁই ছুঁই

ছবি

হোসেন খালেদ সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান

ছবি

২৫টি বোয়িং কেনা হচ্ছে, জানে না বিমান বাংলাদেশ

ছবি

মার্কিন শুল্কের চাপ কমাতে ২৫টি বোয়িং কিনবে সরকার

২০টি ফায়ার স্টেশনসহ একনেকে ১২টি প্রকল্প অনুমোদন

ছবি

শেয়ারবাজারে বড় পতন

লুব্রিক্যান্ট শিল্পে বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল

ছবি

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

tab

অর্থ-বাণিজ্য

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: এক কমিটির সুপারিশ পর্যালোচনায় আরেক কমিটি

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আসছে ২০২৬ সালের শেষ নাগাদ স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পর রপ্তানি সক্ষমতা ধরে রাখতে করনীয় ঠিক করতে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে আরেকটি কমিটি করেছে সরকার।

গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ নভেম্বর ২০২৬ সাল থেকে বাংলাদেশের উত্তরণের পর রপ্তানি নির্ভর সাবসিডি বা নগদ সহায়তা প্রদান করা সম্ভব হবে না। এ প্রেক্ষাপট বিবেচনায় উদীয়মান/প্রতিশ্রুতিশীল খাতগুলো থেকে থেকে চারটি খাত যথা- চামড়া ও চামড়াজাত পণ্য; পাটজাত পণ্য; কৃষি ও প্রক্রিয়াজাত কৃষি পণ্য এবং ফার্মাসিউটিক্যালস খাতের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য কী কী করা যেতে পারে তা পর্যালোচনার জন্য অর্থ বিভাগ থেকে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। ওই কমিটি এ বিষয়ে কিছু সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করেছে। সুপারিশগুলো পর্যালোচনা এবং সে অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়াকে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বাণিজ্য সচিব, পররাষ্ট্র সচিব, শিল্প সচিব, কৃষি সচিব, বস্ত্র ও পাট সচিব, স্বাস্থ্য সচিব, এনবিআর চেয়ারম্যান, বিএসটিআই মহাপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিসিকের চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতি এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক কমিটিতে সদস্য হিসাবে আছেন।

কমিটির কার্যপরিধি: প্রতিবেদনে উল্লিখিত সুপারিশগুলো থেকে সরকারের সক্ষমতা বিবেচনায় কোন কোন সুবিধা দেওয়া যায় তা নির্ধারণ। সুবিধাগুলো দেওয়ার জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন। সময়াবদ্ধ কর্মপরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ দপ্তর/ সংস্থার কার্যক্রমগুলো নিয়মিতভাবে পর্যালোচনা, মূল্যায়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। কমিটি প্রয়োজনে প্রতিবেদনে অন্তর্ভুক্ত সুপারিশ ছাড়াও বাস্তবতা ও প্রাসঙ্গিকতা বিবেচনায় অন্য যেকোনো উপযুক্ত সুবিধা প্রদানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কো-অপট করতে পারবে।

পর্যালোচনা সভা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ে উচ্চ পর্যায়ের একটি পর্যালোচনা সভা হয়েছে। বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা হয় বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে। সেখানে বলা হয়, সভায় ১৬টি সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চারটি, শিল্প মন্ত্রণালয় তিনটি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দুটি, বাণিজ্য মন্ত্রণালয় তিনটি ও প্রধান উপদেষ্টার কার্যালয় চারটি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো-এর পূর্ণ বাস্তবায়নের জন্য কাজ করছে। ইতোমধ্যে ১৯টি সংস্থা যুক্ত হয়েছে। আরও সংস্থাকে যুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি, ট্যারিফ পলিসি ২০২৩ এর বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি।

তৈরি পোশাক শিল্পের মত অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা দেওয়া এবং ‘ম্যান মেইড ফাইবার’ সম্পর্কিত কাঁচামাল ও এ শিল্পের মেশিনারিজ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

সাভারে ট্যানারি ভিলেজে স্থাপিত ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) পূর্ণমাত্রায় চালু করা, মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস্তবায়নাধীন এপিআই পার্ক পূর্ণমাত্রায় চালু করা এবং ২০২২ সালে প্রণীত শিল্প নীতি হালনাগাদ করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়েও সভায় আলোচনা করা হয়।প্রধান উপদেষ্টা বলেন, “দেশের চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি, এটার সঠিক মূল্যয়ন করিনি। এই শিল্প দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি।” চামড়া শিল্পের সংকট সমাধানে করণীয় সম্পর্কিত একটি পৃথক বৈঠক আয়োজনের জন্য নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি, আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের জন্য করণীয় সম্পর্কে পরবর্তী বৈঠক আয়োজনের নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে এই কাজগুলো করে যেতে হবে। যেসব নীতিমালা-আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হওয়ার পথ বের করতে হবে। এগুলো মৌলিক বিষয়। নিজেদের উত্তরণের জন্যই এ কাজগুলো আমাদের করে যেতে হবে।”

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সভায় উপস্থিত ছিলেন।

back to top