বাংলাদেশে রিটেইল ব্যাংকিং সেবা বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক এইচএসবিসি ব্যাংক। বৃহস্পতিবার, (৩১ জুলাই ২০২৫) এ বিভাগের কর্মকর্তাদের ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছে ব্যাংকটি। দুই-তিন মাসের মধ্যে কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “ব্যাংকটির পক্ষ থেকেই রিটেইল বিভাগ বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছিল। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে। ব্যাংকটি রিটেইল ব্যাংকিংয়ের পরিবর্তে করপোরেট ব্যাংকিংয়ে ফোকাস করতে চাচ্ছে।”
এইচএসবিসি ব্যাংকের রিটেইল বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার হঠাৎ করেই একটি মেইলের মাধ্যমে জানানো হয় যে রিটেইল বিভাগ বন্ধ করে দেওয়া হবে। সেটি হলে আমাদের চাকরিও থাকবে না।
“তা ছাড়া কোনো ধরনের বেনিফিটস দেওয়া হবে কিনা, সে বিষয়ে কোনো কিছু বলা হয়নি।”
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং সেবা বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক এইচএসবিসি ব্যাংক। বৃহস্পতিবার, (৩১ জুলাই ২০২৫) এ বিভাগের কর্মকর্তাদের ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছে ব্যাংকটি। দুই-তিন মাসের মধ্যে কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “ব্যাংকটির পক্ষ থেকেই রিটেইল বিভাগ বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছিল। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে। ব্যাংকটি রিটেইল ব্যাংকিংয়ের পরিবর্তে করপোরেট ব্যাংকিংয়ে ফোকাস করতে চাচ্ছে।”
এইচএসবিসি ব্যাংকের রিটেইল বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার হঠাৎ করেই একটি মেইলের মাধ্যমে জানানো হয় যে রিটেইল বিভাগ বন্ধ করে দেওয়া হবে। সেটি হলে আমাদের চাকরিও থাকবে না।
“তা ছাড়া কোনো ধরনের বেনিফিটস দেওয়া হবে কিনা, সে বিষয়ে কোনো কিছু বলা হয়নি।”