বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান। এ ছাড়া তাহমিদ আহমেদ সহসভাপতি পদে পুনর্র্নিবাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মতিঝিলের চেম্বার ভবনে বিইএফের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনটির ১৮ সদস্যের নতুন কমিটি নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিইএফের বিদায়ী সভাপতি আরদাশির কবির।
বিইএফের নতুন সভাপতি ফজলে শামীম এহসান ফতুল্লা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি। তিনি তিনবার বিইএফের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
বিইএফের সহসভাপতি তাহমিদ আহমেদ বেঙ্গল গ্লাস ওয়ার্কসের পরিচালক। ৪৫ বছর ধরে তিনি কাচজাতীয় পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত। তিনি দীর্ঘদিন ধরে বিইএফের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বিইএফের ২০২৫-২৭ সাল মেয়াদি নতুন কমিটির সদস্যরা হলেন ই-জোন এইচআরএমের এমডি মো. মমিনুল আহসান, মুনশি এইচআর সলিউশনসের এমডি রকিব মো. ফকরুল, ট্রান্সকম গ্রুপের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন, কেদারপুর টি কোম্পানির পরিচালক নিহাদ কবীর, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আব্দুল করিম, হোসেন ডায়িং অ্যান্ড প্রিন্টিং মিলসের ডিএমডি ফাইজা মেহমুদ, রহিমআফরোজ ব্যাটারিজের পরিচালক মোদাচ্ছের মুর্তজা মঈন, সিডকো অ্যাপারেলসের পরিচালক সাদাফ সাজ সিদ্দিকী, শেল্টেক্ সিরামিকের সহকারী পরিচালক তাওসিফ ইকবাল সিদ্দিকী, খাদিম সিরামিকসের পরিচালক হামজা সাদিক তাবানি, ফরেন চেম্বারের পর্ষদ সদস্য মুহাম্মদ আলা উদ্দিন আহমেদ, বিকেএমইএর সহসভাপতি আক্তার হোসেন, এলইএমইএবির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ নাজমুল হাসান, বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম, বিজিএমইএর পরিচালক এম এ রহিম এবং বিটিএমএর পরিচালক মাসুদ রানা।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান। এ ছাড়া তাহমিদ আহমেদ সহসভাপতি পদে পুনর্র্নিবাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মতিঝিলের চেম্বার ভবনে বিইএফের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনটির ১৮ সদস্যের নতুন কমিটি নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিইএফের বিদায়ী সভাপতি আরদাশির কবির।
বিইএফের নতুন সভাপতি ফজলে শামীম এহসান ফতুল্লা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি। তিনি তিনবার বিইএফের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
বিইএফের সহসভাপতি তাহমিদ আহমেদ বেঙ্গল গ্লাস ওয়ার্কসের পরিচালক। ৪৫ বছর ধরে তিনি কাচজাতীয় পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত। তিনি দীর্ঘদিন ধরে বিইএফের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বিইএফের ২০২৫-২৭ সাল মেয়াদি নতুন কমিটির সদস্যরা হলেন ই-জোন এইচআরএমের এমডি মো. মমিনুল আহসান, মুনশি এইচআর সলিউশনসের এমডি রকিব মো. ফকরুল, ট্রান্সকম গ্রুপের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন, কেদারপুর টি কোম্পানির পরিচালক নিহাদ কবীর, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আব্দুল করিম, হোসেন ডায়িং অ্যান্ড প্রিন্টিং মিলসের ডিএমডি ফাইজা মেহমুদ, রহিমআফরোজ ব্যাটারিজের পরিচালক মোদাচ্ছের মুর্তজা মঈন, সিডকো অ্যাপারেলসের পরিচালক সাদাফ সাজ সিদ্দিকী, শেল্টেক্ সিরামিকের সহকারী পরিচালক তাওসিফ ইকবাল সিদ্দিকী, খাদিম সিরামিকসের পরিচালক হামজা সাদিক তাবানি, ফরেন চেম্বারের পর্ষদ সদস্য মুহাম্মদ আলা উদ্দিন আহমেদ, বিকেএমইএর সহসভাপতি আক্তার হোসেন, এলইএমইএবির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ নাজমুল হাসান, বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম, বিজিএমইএর পরিচালক এম এ রহিম এবং বিটিএমএর পরিচালক মাসুদ রানা।