অর্থনৈতিক বার্তা পরিবেশক

শনিবার, ০২ আগস্ট ২০২৫

লক্ষ্য রেখেছি আমাদের প্রতিশ্রুতিগুলো যেন জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়: খলিলুর রহমান

image

লক্ষ্য রেখেছি আমাদের প্রতিশ্রুতিগুলো যেন জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়: খলিলুর রহমান

শনিবার, ০২ আগস্ট ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, ‘আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আলোচনা চালিয়েছি, যাতে আমাদের প্রতিশ্রুতিগুলো জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আমরা মার্কিন কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছি, যা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। তবে আমাদের মূল অগ্রাধিকার ছিল পোশাকশিল্পকে সুরক্ষা দেওয়া।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানা যায়। বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ পর এ কথা বলেন ড. খলিলুর রহমান।

খলিলুর রহমান বলেন, ‘আজ আমরা ৩৫ শতাংশ পাল্টা শুল্কের সম্ভাবনা থেকে মুক্ত থাকতে পেরেছি। এটি আমাদের পোশাকখাত এবং এর সঙ্গে যুক্ত লাখো মানুষের জন্য বড় সুখবর।

একই সঙ্গে আমরা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতা ধরে রেখেছি এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন সুযোগ সৃষ্টি করেছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ৭০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্কহার ঘোষণা করেছেন। এ ঘোষণাটি ১ আগস্ট দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি চূড়ান্তকরণের সময়সীমার ঠিক আগে এসেছে।’

এ চুক্তিগুলো শুধু শুল্ক সংশোধনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এতে সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরীণ নীতিগত সংস্কারও অন্তর্ভুক্ত হয়েছে, যা ট্রাম্প প্রশাসনের মতে বাণিজ্য ভারসাম্যহীনতার অন্যতম কারণ। এছাড়া এসব চুক্তি অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তাজনিত আরও বিস্তৃত ইস্যুগুলোও কভার করে। আলোচনার অংশ হিসেবে, দেশগুলোকে মার্কিন পণ্য ক্রয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিতে হয়েছে, যাতে আমদানি-রপ্তানি ঘাটতি কমে যায়।

বিষয়গুলোর ব্যাপকতা বিবেচনায় নিয়ে, পুরো আলোচনা প্রক্রিয়াটি ছিল জটিল ও সময়সাপেক্ষ। শুল্কছাড় শুধু মার্কিন রপ্তানি পণ্যের ওপর শুল্ক কমানোর প্রতিশ্রুতির সঙ্গে নয়, বরং অ-শুল্ক বাধা, বাণিজ্য ভারসাম্যহীনতা এবং নিরাপত্তা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে সংশ্লিষ্ট দেশের সদিচ্ছার ওপরও নির্ভর করছিল।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রতিটি দেশের জন্য নির্ধারিত শুল্কহার নির্ভর করবে তারা প্রতিটি ক্ষেত্রে কতটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তার ওপর।

বাংলাদেশ ২০ শতাংশ শুল্ক হার নিশ্চিত করেছে— যা তার প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশ যেমন শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার সঙ্গে তুলনামূলক। এসব দেশও ১৯ থেকে ২০ শতাংশ শুল্কের মধ্যে সীমাবদ্ধ থেকেছে।

এর ফলে বাংলাদেশ তার পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বিপরীতে, ভারত একটি বিস্তৃত চুক্তি করতে ব্যর্থ হওয়ায় তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» আমরা ইতোমধ্যেই ঋণের ফাঁদে পড়ে গেছি: এনবিআর চেয়ারম্যান

» আমদানির খবরেই কমলো পেঁয়াজের দাম

» তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭৩৪ জন

» নভেম্বরে অর্থনীতিতে আবার ধীরগতি

» পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিআইসিএম

» ট্যানারি শিল্প বেপজার অধীনে নেয়া নিয়ে মালিক-শ্রমিকদের উদ্বেগ

» নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮ দশমিক ২৯ শতাংশ

» জীবাশ্ম জ্বালানিতে এডিবির ঋণ ‘অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে’

» ঋণ খেলাপিদের শেয়ার নিয়ে নেয়ার পরিকল্পনা করেছিলাম, কাজে দেয়নি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

» সূচকের পতনে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

» এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার খুঁজতে হবে: শিল্প উপদেষ্টা

» বিভিন্ন দাবিতে বিজেএমসির কর্মকর্তা-কর্মচারীদের গেইট মিটিং

» ইউরোপে এক্সকে ১৪ কোটি ডলার জরিমানা

» রপ্তানিমুখী ১৫০টির বেশি সুপারির ট্রাক আটক বেনাপোল স্থলবন্দরে

» শেয়ারবাজারে মূলধন কমলো সাড়ে ৭ হাজার কোটি টাকা

» চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের সঙ্গে ইপিবির সমঝোতা

» মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

» যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

» পর্যাপ্ত মজুদ সত্ত্বেও লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

» নবায়নযোগ্য জ্বালানিতে খাতভিত্তিক নীতি কাঠামো প্রয়োজন, আলোচনায় বক্তারা