বহুজাতিক কোম্পানিতে থাকা সরকারি মালিকানার কমপক্ষে ৫ শতাংশ এবং সংশ্লিষ্ট বিদেশি কোম্পানিরও সমান পরিমাণ শেয়ার পুঁজিবাজারে ছাড়ার সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছে।
বৃহস্পতিবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই যৌথ সভায় সরকারি ও বিদেশি অংশীদারিত্ব রয়েছে এমন কয়েকটি বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। সভায় বলা হয়, শেয়ার ছাড়ার বিষয়ে ‘ফলপ্রসূ ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ, নুভিস্তা ফার্মা, সানোফি বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স, রেকিট বেনকাইজার বাংলাদেশ, বেঙ্গল গ্লাস ওয়াকর্স, মিরপুর সিরামিক ওয়ার্কস, হিমাদ্রি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির প্রতিনিধি কর্মকর্তারা।
পুঁজিবাজারকে গতিশীল, শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শিল্পসচিব মো. ওবায়দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান ও মো. নূরুজ্জামান, যুগ্ম সচিব মো. সাজেদুর রহমান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী মাজেদা খাতুন এবং বিসিআইসির চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
বহুজাতিক কোম্পানিতে থাকা সরকারি মালিকানার কমপক্ষে ৫ শতাংশ এবং সংশ্লিষ্ট বিদেশি কোম্পানিরও সমান পরিমাণ শেয়ার পুঁজিবাজারে ছাড়ার সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছে।
বৃহস্পতিবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই যৌথ সভায় সরকারি ও বিদেশি অংশীদারিত্ব রয়েছে এমন কয়েকটি বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। সভায় বলা হয়, শেয়ার ছাড়ার বিষয়ে ‘ফলপ্রসূ ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ, নুভিস্তা ফার্মা, সানোফি বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স, রেকিট বেনকাইজার বাংলাদেশ, বেঙ্গল গ্লাস ওয়াকর্স, মিরপুর সিরামিক ওয়ার্কস, হিমাদ্রি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির প্রতিনিধি কর্মকর্তারা।
পুঁজিবাজারকে গতিশীল, শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শিল্পসচিব মো. ওবায়দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান ও মো. নূরুজ্জামান, যুগ্ম সচিব মো. সাজেদুর রহমান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী মাজেদা খাতুন এবং বিসিআইসির চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।