স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী (রিটার্ন) অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এক বিশেষ আদেশে ২০২৫–২৬ করবর্ষ থেকে এ নিয়ম কার্যকর করা হয়েছে।
তবে এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং মৃত করদাতার পক্ষে আইনজীবী প্রতিনিধি। তাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল ইচ্ছাধীন থাকবে, বাধ্যতামূলক নয়।
এনবিআরের আদেশে আরও বলা হয়েছে, কেউ যদি কাগুজে রিটার্ন দাখিল করে থাকেন, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। তবে নিয়মিত করদাতাদের মধ্যে কেউ যদি অনলাইনে রিটার্ন জমা দিতে অপারগ হন, তাহলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর লিখিত যুক্তিসহ আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ মিলবে।
গত করবর্ষে এনবিআরের নির্দেশনায় ঢাকাসহ তিন সিটি করপোরেশনের সব সরকারি কর্মকর্তা, তফসিলি ব্যাংক, মোবাইল অপারেটর ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছিল। এতে রেকর্ডসংখ্যক করদাতা—১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন—অনলাইনে রিটার্ন দাখিল করেন।
বর্তমানে ই-টিআইএনধারী করদাতার সংখ্যা ১ কোটি ১২ লাখের মত। এনবিআর বলছে, আয়কর ব্যবস্থাকে ডিজিটাল ও সহজ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী (রিটার্ন) অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এক বিশেষ আদেশে ২০২৫–২৬ করবর্ষ থেকে এ নিয়ম কার্যকর করা হয়েছে।
তবে এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং মৃত করদাতার পক্ষে আইনজীবী প্রতিনিধি। তাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল ইচ্ছাধীন থাকবে, বাধ্যতামূলক নয়।
এনবিআরের আদেশে আরও বলা হয়েছে, কেউ যদি কাগুজে রিটার্ন দাখিল করে থাকেন, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। তবে নিয়মিত করদাতাদের মধ্যে কেউ যদি অনলাইনে রিটার্ন জমা দিতে অপারগ হন, তাহলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর লিখিত যুক্তিসহ আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ মিলবে।
গত করবর্ষে এনবিআরের নির্দেশনায় ঢাকাসহ তিন সিটি করপোরেশনের সব সরকারি কর্মকর্তা, তফসিলি ব্যাংক, মোবাইল অপারেটর ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছিল। এতে রেকর্ডসংখ্যক করদাতা—১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন—অনলাইনে রিটার্ন দাখিল করেন।
বর্তমানে ই-টিআইএনধারী করদাতার সংখ্যা ১ কোটি ১২ লাখের মত। এনবিআর বলছে, আয়কর ব্যবস্থাকে ডিজিটাল ও সহজ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।