ভিভোর ওয়াই সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়াই৪০০ বাংলাদেশে যাত্রা শুরু করেছে। ফোনটির ক্যামেরা সেগমেন্টে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫২ অটোফোকাস মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকে সেন্সর ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পানির নিচের ছবি তুলতে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড, আর ছবিগুলো ইনহ্যান্স করতে আছে উন্নত এআই ফিচারস। ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও পাতলা মেটালিক ফ্রেম ফোনটিকে দেয় প্রিমিয়াম লুক ও ফিল। বেজেললেস স্ক্রিন, ১২০ হার্জ রিফ্রেশ রেট আর ১৮০০ নিটস ব্রাইটনেস ফোনটিকে দেয় আরও ক্লিয়ার, আরও ব্রাইট ও ইনটেন্স ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।
ডিভাইসটির ফ্ল্যাগশিপ লেভেলের আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, ধুলাবালি ও পানিতে পুরোপুরি সুরক্ষা দেয়। ২ মিটার গভীর পানিতেও ৩০ মিনিট পর্যন্ত ফোনটি নিরাপদ থাকে। মিলিটারি-গ্রেড টাফনেস এবং এসজিএস সার্টিফায়েড আই কমফোর্ট প্রযুক্তি নিশ্চিত করে কঠিন পরিবেশেও নির্ভরযোগ্য পারফরম্যান্স আর চোখের সুরক্ষা। ফোনটিতে আছে ৬০০০ এমএএইচ এর ব্লুভোল্ট ব্যাটারি ও দ্রুত চার্জিং এর জন্য ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। স্মুথ পারফরম্যান্সের জন্য রয়েছে স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর।
ভিভো ওয়াই৪০০ পাওয়া যাচ্ছে ২টি স্টোরেজ অপশনে। একটি ৮ জিবি র্যাম ও ৮ জিবি এক্সটেন্ডেড র্যামসহ ১২৮ জিবি রম, যার দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে একই র্যাম ক্যাপাসিটি নিয়ে ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্ট এর মূল্য ২৯,৯৯৯ টাকা। ফোনটি প্রি-অর্ডার করলেই থাকছে এস৮০ পাওয়ার ব্যাংক, মানা বে টিকিট, ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স ও ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল এর মত গিফট। এটি ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট কালারে পাওয়া যাচ্ছে।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
ভিভোর ওয়াই সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়াই৪০০ বাংলাদেশে যাত্রা শুরু করেছে। ফোনটির ক্যামেরা সেগমেন্টে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫২ অটোফোকাস মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকে সেন্সর ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পানির নিচের ছবি তুলতে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড, আর ছবিগুলো ইনহ্যান্স করতে আছে উন্নত এআই ফিচারস। ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও পাতলা মেটালিক ফ্রেম ফোনটিকে দেয় প্রিমিয়াম লুক ও ফিল। বেজেললেস স্ক্রিন, ১২০ হার্জ রিফ্রেশ রেট আর ১৮০০ নিটস ব্রাইটনেস ফোনটিকে দেয় আরও ক্লিয়ার, আরও ব্রাইট ও ইনটেন্স ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।
ডিভাইসটির ফ্ল্যাগশিপ লেভেলের আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, ধুলাবালি ও পানিতে পুরোপুরি সুরক্ষা দেয়। ২ মিটার গভীর পানিতেও ৩০ মিনিট পর্যন্ত ফোনটি নিরাপদ থাকে। মিলিটারি-গ্রেড টাফনেস এবং এসজিএস সার্টিফায়েড আই কমফোর্ট প্রযুক্তি নিশ্চিত করে কঠিন পরিবেশেও নির্ভরযোগ্য পারফরম্যান্স আর চোখের সুরক্ষা। ফোনটিতে আছে ৬০০০ এমএএইচ এর ব্লুভোল্ট ব্যাটারি ও দ্রুত চার্জিং এর জন্য ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। স্মুথ পারফরম্যান্সের জন্য রয়েছে স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর।
ভিভো ওয়াই৪০০ পাওয়া যাচ্ছে ২টি স্টোরেজ অপশনে। একটি ৮ জিবি র্যাম ও ৮ জিবি এক্সটেন্ডেড র্যামসহ ১২৮ জিবি রম, যার দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে একই র্যাম ক্যাপাসিটি নিয়ে ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্ট এর মূল্য ২৯,৯৯৯ টাকা। ফোনটি প্রি-অর্ডার করলেই থাকছে এস৮০ পাওয়ার ব্যাংক, মানা বে টিকিট, ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স ও ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল এর মত গিফট। এটি ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট কালারে পাওয়া যাচ্ছে।