বাজারে নতুন ২০২৫ সিরিজের টিভি উন্মোচন করেছে স্যামসাং। এই টিভির মূল আকর্ষণ হচ্ছে অত্যাধুনিক ‘ভিশন এআই’ প্রযুক্তি। ব্র্যান্ডটির নতুন এ লাইনআপে যেমন রয়েছে ফ্ল্যাগশিপ নিও কিউএলইডি এইটকে টিভি, তেমনি আছে বাজেট বান্ধব ইউএইচডি ও এফএইচডি টিভির বিভিন্ন মডেল।
২০২৫ সিরিজের ফ্ল্যাগশিপ মডেল হচ্ছে নিও কিউএলইডি এইটকে টিভি। এতে রয়েছে ‘কোয়ান্টাম মেট্রিক্স টেকনোলজি প্রো’ এবং স্যামসাংয়ের সর্বাধুনিক ‘এআই প্রসেসর।’ এর ফলে, টিভির পিকচার পারফরমেন্স আগের চেয়েও অনেক বেশি সমৃদ্ধ। ২০২৫ সিরিজে রয়েছে আরও বিভিন্ন মডেলের টিভি; যেমন: ওএলইডি (৭৭, ৬৫ ও ৫৫ ইঞ্চি); কিউএলইডি টিভি (৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); ক্রিস্টাল ইউএইচডি (৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); এফএইচডি মডেল (৪৩ ইঞ্চি) এবং এইচডি মডেল (৩২ ইঞ্চি)।
স্যামসাং এবার নিয়ে এসেছে গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, যা আলোর প্রতিফলন কমিয়ে আরামদায়ক ও প্রাণবন্ত টিভি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই সিরিজ ব্যবহারকারীদের জন্য আরও একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে, যার নাম দেয়া হয়েছে আর্ট স্টোর। এ স্টোরে বিশে^র বিখ্যাত প্রায় ৩০০০ এরও বেশি শিল্পকর্ম ও আলোকচিত্র থাকবে ডিসপ্লেতে ব্যবহারের জন্য। এছাড়াও, টিভিতে স্যামসাং নক্স সিকিউরিটি মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (ইটুইই) যুক্ত করে ডেটা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্মার্ট থিংসের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ঘরের অন্যান্য স্মার্ট ডিভাইসগুলো নির্বিঘ্নে টিভির সাথে সংযুক্ত রাখা যাবে, সহজেই তৈরি করা যাবে স্মার্ট হোম।
২০২৫ সিরিজের টিভিগুলো পাওয়া যাবে স্যামসাং অনুমোদিত পার্টনার- ট্রান্সকম ডিজিটাল, র্যাংগস ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালে।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
বাজারে নতুন ২০২৫ সিরিজের টিভি উন্মোচন করেছে স্যামসাং। এই টিভির মূল আকর্ষণ হচ্ছে অত্যাধুনিক ‘ভিশন এআই’ প্রযুক্তি। ব্র্যান্ডটির নতুন এ লাইনআপে যেমন রয়েছে ফ্ল্যাগশিপ নিও কিউএলইডি এইটকে টিভি, তেমনি আছে বাজেট বান্ধব ইউএইচডি ও এফএইচডি টিভির বিভিন্ন মডেল।
২০২৫ সিরিজের ফ্ল্যাগশিপ মডেল হচ্ছে নিও কিউএলইডি এইটকে টিভি। এতে রয়েছে ‘কোয়ান্টাম মেট্রিক্স টেকনোলজি প্রো’ এবং স্যামসাংয়ের সর্বাধুনিক ‘এআই প্রসেসর।’ এর ফলে, টিভির পিকচার পারফরমেন্স আগের চেয়েও অনেক বেশি সমৃদ্ধ। ২০২৫ সিরিজে রয়েছে আরও বিভিন্ন মডেলের টিভি; যেমন: ওএলইডি (৭৭, ৬৫ ও ৫৫ ইঞ্চি); কিউএলইডি টিভি (৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); ক্রিস্টাল ইউএইচডি (৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); এফএইচডি মডেল (৪৩ ইঞ্চি) এবং এইচডি মডেল (৩২ ইঞ্চি)।
স্যামসাং এবার নিয়ে এসেছে গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, যা আলোর প্রতিফলন কমিয়ে আরামদায়ক ও প্রাণবন্ত টিভি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই সিরিজ ব্যবহারকারীদের জন্য আরও একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে, যার নাম দেয়া হয়েছে আর্ট স্টোর। এ স্টোরে বিশে^র বিখ্যাত প্রায় ৩০০০ এরও বেশি শিল্পকর্ম ও আলোকচিত্র থাকবে ডিসপ্লেতে ব্যবহারের জন্য। এছাড়াও, টিভিতে স্যামসাং নক্স সিকিউরিটি মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (ইটুইই) যুক্ত করে ডেটা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্মার্ট থিংসের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ঘরের অন্যান্য স্মার্ট ডিভাইসগুলো নির্বিঘ্নে টিভির সাথে সংযুক্ত রাখা যাবে, সহজেই তৈরি করা যাবে স্মার্ট হোম।
২০২৫ সিরিজের টিভিগুলো পাওয়া যাবে স্যামসাং অনুমোদিত পার্টনার- ট্রান্সকম ডিজিটাল, র্যাংগস ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালে।