ব্রাজিলের মানাউস থেকে চট্টগ্রাম বন্দরে আসা স্ক্র্যাপ লোহার একটি কন্টেইনারে তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত হয়েছে। বন্দরের ‘মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম’-এ এ সংকেত ধরা পড়ে।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান, কন্টেইনারটি নিরীক্ষার সময় রেডিয়েশন এলার্ম বাজলে সেটির ডেলিভারি বন্ধ রাখা হয় এবং আলাদা স্থানে সরিয়ে রাখা হয়। পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা এসে তেজস্ক্রিয়তার মাত্রা যাচাই করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, খালাসের আগেই সেন্সরে সংকেত পাওয়ায় কন্টেইনারটি আটক রাখা হয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকার ডেমরার ‘আল আকসা স্টিল লিমিটেড’ ব্রাজিল থেকে পাঁচটি কন্টেইনার স্ক্র্যাপ লোহা আমদানি করে। গত ৩ আগস্ট ‘এমভি মাউন্ট ক্যামেরন’ নামের জাহাজে কন্টেইনারটি বন্দরের জিসিবি ৭ নম্বর জেটিতে আসে। জাহাজটি ব্রাজিলের মানাউস থেকে ছাড়ার পর পানামা, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বন্দর হয়ে চট্টগ্রামে পৌঁছায়।
চট্টগ্রাম বন্দরে বিদেশি কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্তের জন্য মার্কিন অর্থায়নে স্থাপিত রেডিয়েশন ডিটেকশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যা এই কন্টেইনারেও তেজস্ক্রিয়তার সংকেত শনাক্ত করে।
রোববার, ১০ আগস্ট ২০২৫
ব্রাজিলের মানাউস থেকে চট্টগ্রাম বন্দরে আসা স্ক্র্যাপ লোহার একটি কন্টেইনারে তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত হয়েছে। বন্দরের ‘মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম’-এ এ সংকেত ধরা পড়ে।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান, কন্টেইনারটি নিরীক্ষার সময় রেডিয়েশন এলার্ম বাজলে সেটির ডেলিভারি বন্ধ রাখা হয় এবং আলাদা স্থানে সরিয়ে রাখা হয়। পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা এসে তেজস্ক্রিয়তার মাত্রা যাচাই করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, খালাসের আগেই সেন্সরে সংকেত পাওয়ায় কন্টেইনারটি আটক রাখা হয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকার ডেমরার ‘আল আকসা স্টিল লিমিটেড’ ব্রাজিল থেকে পাঁচটি কন্টেইনার স্ক্র্যাপ লোহা আমদানি করে। গত ৩ আগস্ট ‘এমভি মাউন্ট ক্যামেরন’ নামের জাহাজে কন্টেইনারটি বন্দরের জিসিবি ৭ নম্বর জেটিতে আসে। জাহাজটি ব্রাজিলের মানাউস থেকে ছাড়ার পর পানামা, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বন্দর হয়ে চট্টগ্রামে পৌঁছায়।
চট্টগ্রাম বন্দরে বিদেশি কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্তের জন্য মার্কিন অর্থায়নে স্থাপিত রেডিয়েশন ডিটেকশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যা এই কন্টেইনারেও তেজস্ক্রিয়তার সংকেত শনাক্ত করে।