সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ১৩ আগস্ট ২০২৫

ব্যাংক একীভূত হবেই, আতঙ্কের কিছু নেই: গভর্নর

image

ব্যাংক একীভূত হবেই, আতঙ্কের কিছু নেই: গভর্নর

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া যেকোনোভাবেই এগিয়ে যাবে এবং এ নিয়ে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আশ্বাস দিয়ে বলেন, আমানত সম্পূর্ণ নিরাপদ থাকবে, প্রয়োজনে সরকার আমানতকারীদের অর্থের দায়িত্ব নেবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লি ঋণ নীতিমালা ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ব্যাংক একীভূতকরণের আলোচনা চলমান প্রক্রিয়ার অংশ। কোন ব্যাংক কবে এবং কার সঙ্গে একীভূত হবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তিনি আরও বলেন, “সবাই তাদের টাকা ফেরত পাবেন, আতঙ্কের কোনো কারণ নেই।”

এর আগে গভর্নর একীভূতকরণের আলোচনায় থাকা পাঁচটি ইসলামি ব্যাংকের মধ্যে চারটির চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামি ব্যাংক। এক্সিম ব্যাংকের প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অক্টোবরের মধ্যে পাঁচটি ইসলামি ব্যাংকের একীভূতকরণ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক নিরীক্ষাপ্রতিষ্ঠান দিয়ে ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়ন করানো হয়েছে। মূল্যায়নে দেখা গেছে, ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের ৯৭ দশমিক ৮০ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৯৬ দশমিক ৩৭ শতাংশ, গ্লোবাল ইসলামি ব্যাংকের ৯৫ শতাংশ এবং সোশ্যাল ইসলামি ব্যাংকের ৬২ দশমিক ৩০ শতাংশ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। এক্সিম ব্যাংকের খেলাপি ঋণের হার ৪৮ দশমিক ২০ শতাংশ।

তবে এক্সিম ব্যাংক একীভূতকরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, এই প্রক্রিয়ায় কত অর্থের প্রয়োজন হবে, তা নির্ধারণ করে শিগগিরই সরকারকে প্রস্তাব পাঠানো হবে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» আমরা ইতোমধ্যেই ঋণের ফাঁদে পড়ে গেছি: এনবিআর চেয়ারম্যান

» আমদানির খবরেই কমলো পেঁয়াজের দাম

» তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭৩৪ জন

» নভেম্বরে অর্থনীতিতে আবার ধীরগতি

» পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিআইসিএম

» ট্যানারি শিল্প বেপজার অধীনে নেয়া নিয়ে মালিক-শ্রমিকদের উদ্বেগ

» নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮ দশমিক ২৯ শতাংশ

» জীবাশ্ম জ্বালানিতে এডিবির ঋণ ‘অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে’

» ঋণ খেলাপিদের শেয়ার নিয়ে নেয়ার পরিকল্পনা করেছিলাম, কাজে দেয়নি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

» সূচকের পতনে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

» এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার খুঁজতে হবে: শিল্প উপদেষ্টা

» বিভিন্ন দাবিতে বিজেএমসির কর্মকর্তা-কর্মচারীদের গেইট মিটিং

» ইউরোপে এক্সকে ১৪ কোটি ডলার জরিমানা

» রপ্তানিমুখী ১৫০টির বেশি সুপারির ট্রাক আটক বেনাপোল স্থলবন্দরে

» শেয়ারবাজারে মূলধন কমলো সাড়ে ৭ হাজার কোটি টাকা

» চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের সঙ্গে ইপিবির সমঝোতা

» মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

» যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

» পর্যাপ্ত মজুদ সত্ত্বেও লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

» নবায়নযোগ্য জ্বালানিতে খাতভিত্তিক নীতি কাঠামো প্রয়োজন, আলোচনায় বক্তারা