জাপানে নিরাপদ ও উন্নত ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘জাপান জব সেমিনার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। হাইটেক কর্পোরেশন এলএলসি, জাপান, হার্টফুল লিমিটেড বাংলাদেশ এবং ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে।
মূলত জাপানে কাজের সুযোগের উপর পরামর্শ ও করনীয় নির্ধারন বিষয়ে এ সেমিনারে তথ্য ভিত্তিক আলোচনা ও প্রেজেন্টেশান উপস্থাপন করা হয়। হাইটেক কর্পোরেশন জাপান এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত জাপানি উদ্যোক্তা ইয়োশিদা তোমোহিরো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং হার্টফুল লিমিটেড, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।
হাইটেক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ইয়োশিদা তোমোহিরো বলেন, ‘আমাদের লক্ষ্য জাপানি শিল্পগুলিকে বাংলাদেশের দক্ষ এবং আধা-দক্ষ কর্মীবাহিনীর সাথে সংযুক্ত করা, একটি টেকসই অভিবাসন পথ তৈরি করা।’
আইনগত ভাবে গ্রহনযোগ্য ও নৈতিক অভিবাসন পথ অনুসরনের উপর জোর দিয়ে তিনি বলেন, ‘এই সেমিনারটি প্রার্থীদের এসএসডব্লিউ, ইঞ্জিনিয়ার ভিসা টিটিআইপি, এর মতো বৈধ কাজের ভিসা রুট সম্পর্কে পরামর্শ জন্য আয়োজন করা হয়েছে যাতে তারা প্রতারণামূলক অভিবাসন চ্যানেল থেকে রক্ষা পেতে পারেন।
ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই), সাভার, এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক, এনডিসি, এএফডব্লিউই, পিএসসি (অব.), হার্টফুল লিমিটেডের পরিচালক মাহবুব সোহেল এবং হাইপারলিংক স্কিলস জাপানের পরিচালক, অপারেশন, ইরাম মাহবুবও সেমিনারে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
জাপানে নিরাপদ ও উন্নত ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘জাপান জব সেমিনার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। হাইটেক কর্পোরেশন এলএলসি, জাপান, হার্টফুল লিমিটেড বাংলাদেশ এবং ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে।
মূলত জাপানে কাজের সুযোগের উপর পরামর্শ ও করনীয় নির্ধারন বিষয়ে এ সেমিনারে তথ্য ভিত্তিক আলোচনা ও প্রেজেন্টেশান উপস্থাপন করা হয়। হাইটেক কর্পোরেশন জাপান এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত জাপানি উদ্যোক্তা ইয়োশিদা তোমোহিরো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং হার্টফুল লিমিটেড, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।
হাইটেক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ইয়োশিদা তোমোহিরো বলেন, ‘আমাদের লক্ষ্য জাপানি শিল্পগুলিকে বাংলাদেশের দক্ষ এবং আধা-দক্ষ কর্মীবাহিনীর সাথে সংযুক্ত করা, একটি টেকসই অভিবাসন পথ তৈরি করা।’
আইনগত ভাবে গ্রহনযোগ্য ও নৈতিক অভিবাসন পথ অনুসরনের উপর জোর দিয়ে তিনি বলেন, ‘এই সেমিনারটি প্রার্থীদের এসএসডব্লিউ, ইঞ্জিনিয়ার ভিসা টিটিআইপি, এর মতো বৈধ কাজের ভিসা রুট সম্পর্কে পরামর্শ জন্য আয়োজন করা হয়েছে যাতে তারা প্রতারণামূলক অভিবাসন চ্যানেল থেকে রক্ষা পেতে পারেন।
ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই), সাভার, এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক, এনডিসি, এএফডব্লিউই, পিএসসি (অব.), হার্টফুল লিমিটেডের পরিচালক মাহবুব সোহেল এবং হাইপারলিংক স্কিলস জাপানের পরিচালক, অপারেশন, ইরাম মাহবুবও সেমিনারে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।