সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ১৩ আগস্ট ২০২৫

সরকারের ‘অস্বচ্ছ ও একপেশে নীতি’ ঔষধ শিল্পে সংকট সৃষ্টি করছে:মির্জা ফখরুল

image

সরকারের ‘অস্বচ্ছ ও একপেশে নীতি’ ঔষধ শিল্পে সংকট সৃষ্টি করছে:মির্জা ফখরুল

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, সরকারের ‘অস্বচ্ছ ও একপেশে নীতিকৌশল ও নির্দেশনা’ বাংলাদেশের ঔষধ শিল্পে সংকট সৃষ্টি করছে।

বুধবার তিনি এক বিবৃতিতে শিল্পখাতের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অংশগ্রহণমূলক নীতি প্রণয়ন জরুরি উল্লেখ করেছেন।

বিএনপির মহাসচিব বলেন, “সম্প্রতি গঠিত ওষুধ নিয়ন্ত্রণ কমিটি (ডিসিসি), অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও প্রাপ্যতা নিশ্চিতকরণে গঠিত টাস্কফোর্স কমিটি এবং ডিসিসির কারিগরি উপকমিটিতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কোনো প্রতিনিধি রাখা হয়নি। এটি এই খাতে ঝুঁকি তৈরি করছে।”

তিনি আরও বলেন, “ঔষধ শিল্পের নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণে স্বচ্ছতা, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাজীবীদের মতামত প্রতিফলিত হওয়া প্রয়োজন। শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যৌথভাবে সমাধান বের করাই দেশের স্বার্থে শ্রেষ্ঠ পদক্ষেপ।”

মির্জা ফখরুল উল্লেখ করেছেন, গত দুই বছর ধরে নতুন ওষুধের নিবন্ধন দেওয়া হয়নি এবং ওষুধের মূল্য সমন্বয়ও স্থগিত রয়েছে। নতুন ওষুধের নিবন্ধন না দেওয়ার ফলে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (TRIPS) সুবিধা হারাতে বসেছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশের ঔষধ শিল্প এখন কেবল উৎপাদনের খাত নয়, এটি একটি কৌশলগত জাতীয় সম্পদ। দেশের চাহিদার প্রায় শতভাগ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হয় এবং ১৬০টির বেশি দেশে রপ্তানি করা হয়। এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডেন্ট) উৎপাদনেও খাতটি সক্ষম।”

বিএনপি মহাসচিব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে শিল্পবান্ধব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দেশের ঔষধ শিল্পের স্থিতিশীলতা ও সুনাম অক্ষুণ্ণ রাখা উচিত।

বিবৃতিতে তিনি অতীতের পদক্ষেপও স্মরণ করান, যেখানে বিএনপি শাসনামলে ১৯৯৪ সালে ওষুধের মূল্যনীতি প্রণয়ন, ২০০২ সালে জাতীয় ওষুধ নীতি হালনাগাদ, ২০০৩ সালে ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শক্তিশালীকরণ এবং জেনেরিক ওষুধ উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা দেওয়ার বিষয়গুলো উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলেছে।

---

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» আমরা ইতোমধ্যেই ঋণের ফাঁদে পড়ে গেছি: এনবিআর চেয়ারম্যান

» আমদানির খবরেই কমলো পেঁয়াজের দাম

» তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭৩৪ জন

» নভেম্বরে অর্থনীতিতে আবার ধীরগতি

» পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিআইসিএম

» ট্যানারি শিল্প বেপজার অধীনে নেয়া নিয়ে মালিক-শ্রমিকদের উদ্বেগ

» নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮ দশমিক ২৯ শতাংশ

» জীবাশ্ম জ্বালানিতে এডিবির ঋণ ‘অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে’

» ঋণ খেলাপিদের শেয়ার নিয়ে নেয়ার পরিকল্পনা করেছিলাম, কাজে দেয়নি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

» সূচকের পতনে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

» এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার খুঁজতে হবে: শিল্প উপদেষ্টা

» বিভিন্ন দাবিতে বিজেএমসির কর্মকর্তা-কর্মচারীদের গেইট মিটিং

» ইউরোপে এক্সকে ১৪ কোটি ডলার জরিমানা

» রপ্তানিমুখী ১৫০টির বেশি সুপারির ট্রাক আটক বেনাপোল স্থলবন্দরে

» শেয়ারবাজারে মূলধন কমলো সাড়ে ৭ হাজার কোটি টাকা

» চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের সঙ্গে ইপিবির সমঝোতা

» মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

» যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

» পর্যাপ্ত মজুদ সত্ত্বেও লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

» নবায়নযোগ্য জ্বালানিতে খাতভিত্তিক নীতি কাঠামো প্রয়োজন, আলোচনায় বক্তারা