বাংলাদেশের বাজারে উন্মুক্ত করা হয়েছে টেকনোর স্পার্ক ৪০ সিরিজের চারটি মডেলের স্মার্টফোন। মডেলগুলো হচ্ছে: স্পার্ক ৪০ প্রো+, স্পার্ক ৪০ প্রো, স্পার্ক ৪০ এবং স্পার্ক ৪০সি। চারটি ফোনের ফিচার আলাদা হলেও এই সিরিজের ট্যাগলাইন ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার’ স্লোাগানের সঙ্গে মিল রেখে এই সিরিজের সব স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম এবং প্রিমিয়াম ডিজাইন, ডিউরাবিলিটি ও সেগমেন্টে বেস্ট পারফরমেন্সের কম্বিনেশন।
স্পার্ক ৪০ প্রো প্লাস: স্লিম কার্ভড ডিসপ্লে ও ওয়্যারলেস চার্জিং ফোন। ৬.৪৯ মিমি স্লিম পুরুত্বের ফোনটিতে রয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর, ১৬ জিবি র্যাম(৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি স্টোরেজ। ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ৫২০০ এমএএইচ ব্যাটারি, ৩০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ও ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ৫০ এমপি এআই মেইন ক্যামেরা ও ১৩ এমপি সেলফি ক্যামেরার সাথে আছে এআই ফ্ল্যাশ স্নাপ, এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেট সহ আরও অনেক এআই ফিচার। ফোনটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে ২৪,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
স্পার্ক ৪০ প্রো: ৬.৬৯ মিমি স্লিম স্পার্ক ৪০ প্রো এসেছে কর্নিং গরিলা গ্লাস ৭আই ও আইপি৬৪ রেটিং সহ, যা পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেয়। ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস উজ্জ্বলতা সমৃদ্ধ ফোনটিতে রয়েছে হেলিও জি১০০ চিপসেট, ১৬জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ৫০ এমপি রিয়ার ক্যামেরা ও ১৩ এমপি সেলফি ক্যামেরা। ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার, ফ্রি লিংক নেটওয়ার্ক ফিচার এবং ৫২০০ এমএএইচ ব্যাটারি (৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ) এটিকে করেছে একটি ব্যালেন্সড পারফর্মার। ডিভাইসটির দাম ১৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
স্পার্ক ৪০: ৭.৬৭ মিমি স্লিম বডি, ৬.৬৭ ইঞ্চি পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে (১২০ হার্জ), ৫০এমপি ক্যামেরা সেটআপ, ৫২০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ওয়াট ফাস্ট চার্জিং, হেলিও জি৮১ প্রসেসর সমৃদ্ধ এই ফোন পাওয়া যাচ্ছে ২টি ভ্যারিয়েন্টে ১৬জিবি র্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম (৬ জিবি + ৬ জিবি এক্সটেন্ডেড) এবং ১২৮ জিবি স্টোরেজ। লিংক বুমিং ভি১.০ প্রযুক্তি নিশ্চিত করে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সংযোগ। স্পার্ক ৪০ পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে ১২৮ জিবি এর দাম ১৩,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি এর দাম ১৬,৪৯৯ টাকা।
স্পার্ক ৪০সি: ৬০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, ৬.৬৭ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে (১২০ হার্জ), হেলিও জি৮১ প্রসেসর, ৮ জিবি র্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড) ও ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ ফোনটিতে রয়েছে আইপি৬৪ রেটিং, ডিটিএস স্টেরিও স্পিকার এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটির দাম ১২,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
রোববার, ১৭ আগস্ট ২০২৫
বাংলাদেশের বাজারে উন্মুক্ত করা হয়েছে টেকনোর স্পার্ক ৪০ সিরিজের চারটি মডেলের স্মার্টফোন। মডেলগুলো হচ্ছে: স্পার্ক ৪০ প্রো+, স্পার্ক ৪০ প্রো, স্পার্ক ৪০ এবং স্পার্ক ৪০সি। চারটি ফোনের ফিচার আলাদা হলেও এই সিরিজের ট্যাগলাইন ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার’ স্লোাগানের সঙ্গে মিল রেখে এই সিরিজের সব স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম এবং প্রিমিয়াম ডিজাইন, ডিউরাবিলিটি ও সেগমেন্টে বেস্ট পারফরমেন্সের কম্বিনেশন।
স্পার্ক ৪০ প্রো প্লাস: স্লিম কার্ভড ডিসপ্লে ও ওয়্যারলেস চার্জিং ফোন। ৬.৪৯ মিমি স্লিম পুরুত্বের ফোনটিতে রয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর, ১৬ জিবি র্যাম(৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি স্টোরেজ। ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ৫২০০ এমএএইচ ব্যাটারি, ৩০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ও ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ৫০ এমপি এআই মেইন ক্যামেরা ও ১৩ এমপি সেলফি ক্যামেরার সাথে আছে এআই ফ্ল্যাশ স্নাপ, এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেট সহ আরও অনেক এআই ফিচার। ফোনটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে ২৪,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
স্পার্ক ৪০ প্রো: ৬.৬৯ মিমি স্লিম স্পার্ক ৪০ প্রো এসেছে কর্নিং গরিলা গ্লাস ৭আই ও আইপি৬৪ রেটিং সহ, যা পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেয়। ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস উজ্জ্বলতা সমৃদ্ধ ফোনটিতে রয়েছে হেলিও জি১০০ চিপসেট, ১৬জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ৫০ এমপি রিয়ার ক্যামেরা ও ১৩ এমপি সেলফি ক্যামেরা। ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার, ফ্রি লিংক নেটওয়ার্ক ফিচার এবং ৫২০০ এমএএইচ ব্যাটারি (৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ) এটিকে করেছে একটি ব্যালেন্সড পারফর্মার। ডিভাইসটির দাম ১৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
স্পার্ক ৪০: ৭.৬৭ মিমি স্লিম বডি, ৬.৬৭ ইঞ্চি পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে (১২০ হার্জ), ৫০এমপি ক্যামেরা সেটআপ, ৫২০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ওয়াট ফাস্ট চার্জিং, হেলিও জি৮১ প্রসেসর সমৃদ্ধ এই ফোন পাওয়া যাচ্ছে ২টি ভ্যারিয়েন্টে ১৬জিবি র্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম (৬ জিবি + ৬ জিবি এক্সটেন্ডেড) এবং ১২৮ জিবি স্টোরেজ। লিংক বুমিং ভি১.০ প্রযুক্তি নিশ্চিত করে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সংযোগ। স্পার্ক ৪০ পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে ১২৮ জিবি এর দাম ১৩,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি এর দাম ১৬,৪৯৯ টাকা।
স্পার্ক ৪০সি: ৬০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, ৬.৬৭ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে (১২০ হার্জ), হেলিও জি৮১ প্রসেসর, ৮ জিবি র্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড) ও ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ ফোনটিতে রয়েছে আইপি৬৪ রেটিং, ডিটিএস স্টেরিও স্পিকার এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটির দাম ১২,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।