ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
আগামী বছর থেকে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার’ নাম বদলে যাচ্ছে; বাদ পড়ছে ‘আন্তর্জাতিক’ শব্দটি। মেলার নতুন নাম হবে ‘ঢাকা বাণিজ্য মেলা‘। গতকাল সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। কারওয়ান বাজারে অনুষ্ঠিত এ সভার সিদ্ধান্তের বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিবছর ইংরেজি বছরের শুরুর দিন থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) হয়ে আসছে। রাজধানীর শেরে বাংলা নগরে ১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ আয়োজনের পর ২০২২ সাল থেকে স্থায়ীভাবে এটি স্থানান্তর করা হয় পূর্বাচলে।
এখন এটির নাম বদলে হবে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)। নাম বদলের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ‘দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতা নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং স্থানীয় বাজারের সঙ্গে তাদের পরিচিত করানো। বাস্তবে দেখা যাচ্ছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধিদলের মাধ্যমে অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিচ্ছে। ফলে পণ্য ও সেবার মান যাচাই করা যাচ্ছে না। অনেক সময় মানহীন বা স্থানীয়ভাবে বিদেশি ব্র্যান্ড নামেও উপস্থাপন করা হচ্ছে। বিদেশি ব্র্যান্ড বা উৎপাদকেরা সরাসরি না থাকায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন। প্রদর্শনীর আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’
সেই বাস্তবতা মেনে মেলার নাম থেকে আন্তর্জাতিক শব্দটি বাদ দেওয়ার যুক্তি দিয়েছে মন্ত্রণালয়। ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘মেলার বাস্তবতার সঙ্গে আন্তর্জাতিক কোনো মিল পাওয়া যাচ্ছে না। আমাদের পর্যবেক্ষণে এসেছে নামে আন্তর্জাতিক হলেও এটা আসলে আন্তর্জাতিক মেলা হচ্ছে না। তাই পর্ষদ নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে।’
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি) আবদুর রহিম খান, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, এমসিসিআই সভাপতি কামরান তানভীর রহমান।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
আগামী বছর থেকে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার’ নাম বদলে যাচ্ছে; বাদ পড়ছে ‘আন্তর্জাতিক’ শব্দটি। মেলার নতুন নাম হবে ‘ঢাকা বাণিজ্য মেলা‘। গতকাল সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। কারওয়ান বাজারে অনুষ্ঠিত এ সভার সিদ্ধান্তের বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিবছর ইংরেজি বছরের শুরুর দিন থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) হয়ে আসছে। রাজধানীর শেরে বাংলা নগরে ১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ আয়োজনের পর ২০২২ সাল থেকে স্থায়ীভাবে এটি স্থানান্তর করা হয় পূর্বাচলে।
এখন এটির নাম বদলে হবে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)। নাম বদলের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ‘দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতা নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং স্থানীয় বাজারের সঙ্গে তাদের পরিচিত করানো। বাস্তবে দেখা যাচ্ছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধিদলের মাধ্যমে অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিচ্ছে। ফলে পণ্য ও সেবার মান যাচাই করা যাচ্ছে না। অনেক সময় মানহীন বা স্থানীয়ভাবে বিদেশি ব্র্যান্ড নামেও উপস্থাপন করা হচ্ছে। বিদেশি ব্র্যান্ড বা উৎপাদকেরা সরাসরি না থাকায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন। প্রদর্শনীর আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’
সেই বাস্তবতা মেনে মেলার নাম থেকে আন্তর্জাতিক শব্দটি বাদ দেওয়ার যুক্তি দিয়েছে মন্ত্রণালয়। ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘মেলার বাস্তবতার সঙ্গে আন্তর্জাতিক কোনো মিল পাওয়া যাচ্ছে না। আমাদের পর্যবেক্ষণে এসেছে নামে আন্তর্জাতিক হলেও এটা আসলে আন্তর্জাতিক মেলা হচ্ছে না। তাই পর্ষদ নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে।’
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি) আবদুর রহিম খান, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, এমসিসিআই সভাপতি কামরান তানভীর রহমান।