ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, সম্প্রতি দেশের সেরা ফুটওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড অ্যাপেক্স-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। যার মূল লক্ষ্য গ্রাহকদের জন্য সহজ ও উন্নত অনলাইন শপিং নিশ্চিত করা।
কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন এবং এপেক্সের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির বৃহস্পতিবার,(২১ আগস্ট ২০২৫) কার্টআপ কর্পোরেট প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কার্টআপ থেকে মো. সাজ্জাদ আলী (গ্রোথ ডিরেক্টর), সাইমুন সানজিদ চৌধুরী (মার্কেটপ্লেস অপারেশন ডিরেক্টর), মো. মুস্তাফিজুর রহমান (হেড অব ফ্যাশন), জয়ন্ত দাস (অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি ম্যানেজার অব ফ্যাশন) এবং অ্যাপেক্স থেকে সৈয়দ রিফাত হোসেন (ই-কমার্স লিড), মীর জোবায়ের মাহমুদ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অব ই-কমার্স), ফারদিন আহমেদ (এক্সিকিউটিভ অব ই-কমার্স), রেবেকা আক্তার (এক্সিকিউটিভ অব ই-কমার্স) উপস্থিত ছিলেন।
কার্টআপ-এর সিইও ফুয়াদ আরেফিন বলেন, আমরা আনন্দিত অ্যাপেক্সের সঙ্গে যৌথভাবে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। শুরু থেকেই কার্টআপ প্রতিশ্রুতিবদ্ধ ছিল সহজ, স্মার্ট এবং নির্ভরযোগ্য অনলাইন শপিং অভিজ্ঞতা গড়ে তুলতে। এই পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকরা অ্যাপেক্সের এক্সক্লুসিভ পণ্য সরাসরি কার্টআপের অ্যাপ-এর মাধ্যমে উপভোগ করতে পারবেন, সঙ্গে থাকছে চমৎকার সকল ডিল এবং অফার।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
বাংলাদেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, সম্প্রতি দেশের সেরা ফুটওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড অ্যাপেক্স-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। যার মূল লক্ষ্য গ্রাহকদের জন্য সহজ ও উন্নত অনলাইন শপিং নিশ্চিত করা।
কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন এবং এপেক্সের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির বৃহস্পতিবার,(২১ আগস্ট ২০২৫) কার্টআপ কর্পোরেট প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কার্টআপ থেকে মো. সাজ্জাদ আলী (গ্রোথ ডিরেক্টর), সাইমুন সানজিদ চৌধুরী (মার্কেটপ্লেস অপারেশন ডিরেক্টর), মো. মুস্তাফিজুর রহমান (হেড অব ফ্যাশন), জয়ন্ত দাস (অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি ম্যানেজার অব ফ্যাশন) এবং অ্যাপেক্স থেকে সৈয়দ রিফাত হোসেন (ই-কমার্স লিড), মীর জোবায়ের মাহমুদ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অব ই-কমার্স), ফারদিন আহমেদ (এক্সিকিউটিভ অব ই-কমার্স), রেবেকা আক্তার (এক্সিকিউটিভ অব ই-কমার্স) উপস্থিত ছিলেন।
কার্টআপ-এর সিইও ফুয়াদ আরেফিন বলেন, আমরা আনন্দিত অ্যাপেক্সের সঙ্গে যৌথভাবে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। শুরু থেকেই কার্টআপ প্রতিশ্রুতিবদ্ধ ছিল সহজ, স্মার্ট এবং নির্ভরযোগ্য অনলাইন শপিং অভিজ্ঞতা গড়ে তুলতে। এই পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকরা অ্যাপেক্সের এক্সক্লুসিভ পণ্য সরাসরি কার্টআপের অ্যাপ-এর মাধ্যমে উপভোগ করতে পারবেন, সঙ্গে থাকছে চমৎকার সকল ডিল এবং অফার।