রাজধানীর কাঁচাবাজারগুলোতে পেঁপে ছাড়া প্রায় কোনো সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না। বেগুনের কেজি আড়াইশ পর্যন্ত চাওয়া হচ্ছে, করলা ও ঢেঁরসের দামও ১০০ টাকা ছাড়িয়েছে।
শুক্রবার মোহাম্মদপুর, শিয়া মসজিদ সংলগ্ন কাঁচাবাজার, টাউনহল ও মহাখালী বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের কেজি ১০ থেকে ১৫ টাকা কমেছে। তবে কাঁচা মরিচের দাম কমলেও কেজি ২০০ টাকার ঘরেই রয়ে গেছে। ডিমের দামও কমেনি।
মোহাম্মদপুরের বাজারে সোনালী মুরগির কেজি গেল সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে ৩৩০ টাকায় বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগির দামও কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ থেকে ১৮৫ টাকা। পেঁয়াজের দাম গত সপ্তাহে ৯০ টাকা থাকলেও শুক্রবার ৭৫ টাকায় মিলেছে।
বাজারের ক্রেতারা বলেন, দৈনন্দিন খাবারের জিনিসপত্রের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে। মোহাম্মদপুরের বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আলী বলেন, “১৫ দিন আগে পেঁয়াজের দাম ৫৫ থেকে ৬০ টাকা ছিল। এখন ৭৫ টাকা, ব্যবসায়ীরা কত পকেট কাটবে?”
মসুর ডালের কেজি ১৫৫ থেকে ১৬০ টাকা, মোটা দানার ডাল ১০৫ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে করলা ও ঢেঁরস ১০০ থেকে ১২০ টাকা, পটল ৭০ থেকে ৮০, ধুন্দল ৬০ থেকে ৮০, চিচিঙ্গা ৬০ এবং কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঝিঙা ৮০ থেকে ৯০, পেঁপে ২৫ থেকে ৩০, কাঁচামরিচ ১৬০ থেকে ২৪০ টাকা, লাউ ৫০ থেকে ৬০, টমেটো ১৪০, গাজর ১৪০, দেশি শসা ১০০ এবং হাইব্রিড শসা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লেবুর হালি ২০ টাকা, কাঁচা কলার হালি ৫০ টাকা, একেকটি চাল কুমড়া ৫০ থেকে ৭০ টাকা, ধনেপাতার কেজি ৪০০ টাকা। অন্যান্য সবজির মধ্যে কাঁকরোল ৮০ টাকা, মুলা ৬০ এবং মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাকের আঁটি ২৫ টাকা, লাউ শাক ৪০ থেকে ৫০, কলমি শাক ১০ থেকে ১৫, পুঁই শাক ৪০ থেকে ৫০ এবং ডাটা শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
রাজধানীর কাঁচাবাজারগুলোতে পেঁপে ছাড়া প্রায় কোনো সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না। বেগুনের কেজি আড়াইশ পর্যন্ত চাওয়া হচ্ছে, করলা ও ঢেঁরসের দামও ১০০ টাকা ছাড়িয়েছে।
শুক্রবার মোহাম্মদপুর, শিয়া মসজিদ সংলগ্ন কাঁচাবাজার, টাউনহল ও মহাখালী বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের কেজি ১০ থেকে ১৫ টাকা কমেছে। তবে কাঁচা মরিচের দাম কমলেও কেজি ২০০ টাকার ঘরেই রয়ে গেছে। ডিমের দামও কমেনি।
মোহাম্মদপুরের বাজারে সোনালী মুরগির কেজি গেল সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে ৩৩০ টাকায় বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগির দামও কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ থেকে ১৮৫ টাকা। পেঁয়াজের দাম গত সপ্তাহে ৯০ টাকা থাকলেও শুক্রবার ৭৫ টাকায় মিলেছে।
বাজারের ক্রেতারা বলেন, দৈনন্দিন খাবারের জিনিসপত্রের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে। মোহাম্মদপুরের বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আলী বলেন, “১৫ দিন আগে পেঁয়াজের দাম ৫৫ থেকে ৬০ টাকা ছিল। এখন ৭৫ টাকা, ব্যবসায়ীরা কত পকেট কাটবে?”
মসুর ডালের কেজি ১৫৫ থেকে ১৬০ টাকা, মোটা দানার ডাল ১০৫ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে করলা ও ঢেঁরস ১০০ থেকে ১২০ টাকা, পটল ৭০ থেকে ৮০, ধুন্দল ৬০ থেকে ৮০, চিচিঙ্গা ৬০ এবং কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঝিঙা ৮০ থেকে ৯০, পেঁপে ২৫ থেকে ৩০, কাঁচামরিচ ১৬০ থেকে ২৪০ টাকা, লাউ ৫০ থেকে ৬০, টমেটো ১৪০, গাজর ১৪০, দেশি শসা ১০০ এবং হাইব্রিড শসা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লেবুর হালি ২০ টাকা, কাঁচা কলার হালি ৫০ টাকা, একেকটি চাল কুমড়া ৫০ থেকে ৭০ টাকা, ধনেপাতার কেজি ৪০০ টাকা। অন্যান্য সবজির মধ্যে কাঁকরোল ৮০ টাকা, মুলা ৬০ এবং মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাকের আঁটি ২৫ টাকা, লাউ শাক ৪০ থেকে ৫০, কলমি শাক ১০ থেকে ১৫, পুঁই শাক ৪০ থেকে ৫০ এবং ডাটা শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।