সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার ব্যাংকিং শেয়ারের ব্যাপক দর পতনে নিম্নমুখী ছিল পুঁজিবাজারের সূচক। প্রথম ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫২.৩১ শতাংশ বা ১৮১টি কোম্পানির দর বাড়লেও সূচক কমেছে ১.১৬ পয়েন্ট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিংহভাগ কোম্পানির দর বাড়লেও সূচকের পতন দেখা গেছে। প্রথম ঘণ্টার লেনদেন শেষে সিএসই’র মূল্যসূচক ও লেনদেনে পতন দেখা গেছে।
সোমবার (২২ নভেম্বর) ডিএসই ও সিএসই’র বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার সকাল ১১টা পর্যন্ত ডিএসইতে দর বেড়েছে ১৮১টি কোম্পানি ও ফান্ডের, দর কমেছে ১২০টির ও দর অপরিবর্তিত ছিল ৪৫টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৩৪২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসেও বাজারের সূচকের উত্থানে নিয়ামক হিসাবে কাজ করেছে ব্যাংক শেয়ারের উত্থান। কিন্তু সোমবার লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ডিএসইতে ব্যাংক শেয়ারের ৮১ শতাংশ বা ২৬টির দর কমেছে। এরই ধারাবাহিকতায় ডিএসই’র সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১.১৬ পয়েন্ট কমে ৭ হাজার ৮৪ পয়েন্টে নেমে এসেছে। সার্বিক মূল্যসূচক কমলেও ডিএসইএস সূচক বেড়েছে ১৯.৫ পয়েন্ট। কিন্তু ডিএস-৩০ সূচক কমেছে ২.২৫ পয়েন্ট।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের। এসময় সদ্য তালিকাভুক্ত কোম্পানিটির দর বেড়েছে ৯.৯৬৪ শতাংশ। এছাড়া দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো একমি পেস্টিসাইড, ওয়ান ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ ও ইমাম বাটন।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, দর কমেছে ৫৫টির ও দর অপরিবর্তিত ছিল ১৩টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইএক্স সূচক কমেছে ১৫.২১ পয়েন্ট। প্রথম ঘণ্টায় সিএসইতে ৮ কোটি ৪৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সোমবার, ২২ নভেম্বর ২০২১
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার ব্যাংকিং শেয়ারের ব্যাপক দর পতনে নিম্নমুখী ছিল পুঁজিবাজারের সূচক। প্রথম ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫২.৩১ শতাংশ বা ১৮১টি কোম্পানির দর বাড়লেও সূচক কমেছে ১.১৬ পয়েন্ট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিংহভাগ কোম্পানির দর বাড়লেও সূচকের পতন দেখা গেছে। প্রথম ঘণ্টার লেনদেন শেষে সিএসই’র মূল্যসূচক ও লেনদেনে পতন দেখা গেছে।
সোমবার (২২ নভেম্বর) ডিএসই ও সিএসই’র বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার সকাল ১১টা পর্যন্ত ডিএসইতে দর বেড়েছে ১৮১টি কোম্পানি ও ফান্ডের, দর কমেছে ১২০টির ও দর অপরিবর্তিত ছিল ৪৫টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৩৪২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসেও বাজারের সূচকের উত্থানে নিয়ামক হিসাবে কাজ করেছে ব্যাংক শেয়ারের উত্থান। কিন্তু সোমবার লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ডিএসইতে ব্যাংক শেয়ারের ৮১ শতাংশ বা ২৬টির দর কমেছে। এরই ধারাবাহিকতায় ডিএসই’র সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১.১৬ পয়েন্ট কমে ৭ হাজার ৮৪ পয়েন্টে নেমে এসেছে। সার্বিক মূল্যসূচক কমলেও ডিএসইএস সূচক বেড়েছে ১৯.৫ পয়েন্ট। কিন্তু ডিএস-৩০ সূচক কমেছে ২.২৫ পয়েন্ট।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের। এসময় সদ্য তালিকাভুক্ত কোম্পানিটির দর বেড়েছে ৯.৯৬৪ শতাংশ। এছাড়া দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো একমি পেস্টিসাইড, ওয়ান ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ ও ইমাম বাটন।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, দর কমেছে ৫৫টির ও দর অপরিবর্তিত ছিল ১৩টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইএক্স সূচক কমেছে ১৫.২১ পয়েন্ট। প্রথম ঘণ্টায় সিএসইতে ৮ কোটি ৪৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।