বিনিয়োগকারীদের ক্রয় প্রবণতায় চলছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন। প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭০০ কোটি টাকার ললেনদেন হয়েছে। এসময় ডিএসই’র সার্বিক মূল্যসূচক ৮৩ পয়েন্ট বেড়েছে।
অপরদিকে, প্রথম ঘণ্টার লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে ১৩৮.৫১ পয়েন্ট। এসময় সিএসইতে আগের কার্যদিবসের তুলনায় প্রায় দ্বিগুণ লেনদেন হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বেলা ১১ টা পর্যন্ত লেনদেন পর্যালোচনায় এমন তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন সকাল ১১টা পর্যন্ত লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ৮৩.৪৫ পয়েন্ট বেড়েছে। এছাড়াও ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ১৪.০৭ ও ২৮.৩৬ পয়েন্ট বেড়েছে।
এদিন, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৫টির, দর কমেছে ৭১টির ও দর অপরিবর্তিত ছিল ৫০টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৭০১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৮১ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছিল।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে ইস্টার্ন ক্যাবলস। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯৭৮ শতাংশ বেড়ে ১৪৮.৮ টাকায় স্থিতি পেয়েছে।
এছাড়াও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- তিতাস গ্যাস, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, উসমানিয়া গ্লাস, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৭৫টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, দর কমেছে ৩৭টির ও দর অপরিবর্তিত ছিল ২০টি প্রতিষ্ঠানের। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক ১৩৮.৫১ পয়েন্ট কমেছে। প্রথম ঘণ্টার লেনদেন শেষে সিএসইতে ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এর আগের কার্যদিবসে সিএসইতে ৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
###
মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
বিনিয়োগকারীদের ক্রয় প্রবণতায় চলছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন। প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭০০ কোটি টাকার ললেনদেন হয়েছে। এসময় ডিএসই’র সার্বিক মূল্যসূচক ৮৩ পয়েন্ট বেড়েছে।
অপরদিকে, প্রথম ঘণ্টার লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে ১৩৮.৫১ পয়েন্ট। এসময় সিএসইতে আগের কার্যদিবসের তুলনায় প্রায় দ্বিগুণ লেনদেন হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বেলা ১১ টা পর্যন্ত লেনদেন পর্যালোচনায় এমন তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন সকাল ১১টা পর্যন্ত লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ৮৩.৪৫ পয়েন্ট বেড়েছে। এছাড়াও ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ১৪.০৭ ও ২৮.৩৬ পয়েন্ট বেড়েছে।
এদিন, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৫টির, দর কমেছে ৭১টির ও দর অপরিবর্তিত ছিল ৫০টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৭০১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৮১ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছিল।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে ইস্টার্ন ক্যাবলস। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯৭৮ শতাংশ বেড়ে ১৪৮.৮ টাকায় স্থিতি পেয়েছে।
এছাড়াও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- তিতাস গ্যাস, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, উসমানিয়া গ্লাস, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৭৫টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, দর কমেছে ৩৭টির ও দর অপরিবর্তিত ছিল ২০টি প্রতিষ্ঠানের। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক ১৩৮.৫১ পয়েন্ট কমেছে। প্রথম ঘণ্টার লেনদেন শেষে সিএসইতে ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এর আগের কার্যদিবসে সিএসইতে ৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
###