সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বিনিয়োগকারীদের ক্রয় প্রবণতায় থাকলেও লেনদেনে মন্দা দেখা গেছে। প্রথম সোয়া ১ ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫৫.৩১ শতাংশ কোম্পানি দর বেড়েছে। কিন্তু এসময় ডিএসইতে মাত্র ৫৬৫ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে প্রথম ঘণ্টা লেনদেন হয়েছিল ৭০০ কোটি টাকার বেশি।
অপরদিকে, প্রথম সোয়া ঘণ্টার লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে ১৮.৮৩ পয়েন্ট। এসময় সিএসইতে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে।
বুধবার (১২ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বেলা সোয়া ১১ টা পর্যন্ত লেনদেন পর্যালোচনায় এমন তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন সকাল সোয়া ১১টা পর্যন্ত লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ৩.০৫ পয়েন্ট বেড়েছে। এছাড়াও ডিএসইএস সূচক বড়েছে ৩.০৯ পয়েন্ট। তবে ডিএস-৩০ সূচক ২.৫৭ পয়েন্ট কমেছে।
এদিন, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩টির, দর কমেছে ১১২টির ও দর অপরিবর্তিত ছিল ৫৪টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৫৬৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রথম সোয়া ১ ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯৫৬ শতাংশ বেড়ে ৪৯.৭ টাকায় স্থিতি পেয়েছে।
এছাড়াও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- তাল্লু স্পিনিং, আরএকে সিরামিকস, মিথুন নিটিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং ও আরএন স্পিনিং।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ৪৭টির ও দর অপরিবর্তিত ছিল ২৭টি প্রতিষ্ঠানের। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক ১৮.৮৩ পয়েন্ট বেড়েছে। প্রথম সোয়া ১ ঘণ্টার লেনদেন শেষে সিএসইতে ১৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
###
বুধবার, ১২ জানুয়ারী ২০২২
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বিনিয়োগকারীদের ক্রয় প্রবণতায় থাকলেও লেনদেনে মন্দা দেখা গেছে। প্রথম সোয়া ১ ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫৫.৩১ শতাংশ কোম্পানি দর বেড়েছে। কিন্তু এসময় ডিএসইতে মাত্র ৫৬৫ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে প্রথম ঘণ্টা লেনদেন হয়েছিল ৭০০ কোটি টাকার বেশি।
অপরদিকে, প্রথম সোয়া ঘণ্টার লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে ১৮.৮৩ পয়েন্ট। এসময় সিএসইতে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে।
বুধবার (১২ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বেলা সোয়া ১১ টা পর্যন্ত লেনদেন পর্যালোচনায় এমন তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন সকাল সোয়া ১১টা পর্যন্ত লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ৩.০৫ পয়েন্ট বেড়েছে। এছাড়াও ডিএসইএস সূচক বড়েছে ৩.০৯ পয়েন্ট। তবে ডিএস-৩০ সূচক ২.৫৭ পয়েন্ট কমেছে।
এদিন, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩টির, দর কমেছে ১১২টির ও দর অপরিবর্তিত ছিল ৫৪টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৫৬৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রথম সোয়া ১ ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯৫৬ শতাংশ বেড়ে ৪৯.৭ টাকায় স্থিতি পেয়েছে।
এছাড়াও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- তাল্লু স্পিনিং, আরএকে সিরামিকস, মিথুন নিটিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং ও আরএন স্পিনিং।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ৪৭টির ও দর অপরিবর্তিত ছিল ২৭টি প্রতিষ্ঠানের। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক ১৮.৮৩ পয়েন্ট বেড়েছে। প্রথম সোয়া ১ ঘণ্টার লেনদেন শেষে সিএসইতে ১৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
###