সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ কোম্পানির দর বাড়লেও লেনদেন মন্দা দেখা গেছে পুঁজিবাজারে। প্রথম সোয়া ১ ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৯.০২ পয়েন্ট। এসময় ডিএসইতে মাত্র ৩৪৯ কোটি টাকার লেননে হয়েছে।
অপরদিকে, প্রথম সোয়া ঘণ্টার লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে ১৯.০৫ পয়েন্ট। এসময় সিএসইতে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বেলা সোয়া ১১ টা পর্যন্ত লেনদেন পর্যালোচনায় এমন তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন সকাল সোয়া ১১টা পর্যন্ত লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ১৯.০২ পয়েন্ট বেড়েছে। এছাড়াও ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ৩.১০ পয়েন্ট ও ২.৪৮ পয়েন্ট বেড়েছে।
এদিন, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১২টির, দর কমেছে ৯০টির ও দর অপরিবর্তিত ছিল ৬৩টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৩৪৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে বুধবার প্রথম সোয়া ১ ঘণ্টায় ডিএসইতে ৫৬৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
প্রথম সোয়া ১ ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে রংপুর ফাউন্ড্রি’র। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯৮৪ শতাংশ বেড়ে ২০৭.১ টাকায় স্থিতি পেয়েছে।
এছাড়াও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এএমসিএল (প্রাণ), পেনিসুলা চিটাগং, তাল্লু স্পিনিং, মুন্নু ফেব্রিকস ও বিডি অটোকারস লিমিটেড।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৫৭টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ৬২টির ও দর অপরিবর্তিত ছিল ১৯টি প্রতিষ্ঠানের। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক ১৯.০৫ পয়েন্ট বেড়েছে। প্রথম সোয়া ১ ঘণ্টার লেনদেন শেষে সিএসইতে ১২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে সিএসইতে একই সময়ে ১৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
###
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ কোম্পানির দর বাড়লেও লেনদেন মন্দা দেখা গেছে পুঁজিবাজারে। প্রথম সোয়া ১ ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৯.০২ পয়েন্ট। এসময় ডিএসইতে মাত্র ৩৪৯ কোটি টাকার লেননে হয়েছে।
অপরদিকে, প্রথম সোয়া ঘণ্টার লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে ১৯.০৫ পয়েন্ট। এসময় সিএসইতে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বেলা সোয়া ১১ টা পর্যন্ত লেনদেন পর্যালোচনায় এমন তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন সকাল সোয়া ১১টা পর্যন্ত লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ১৯.০২ পয়েন্ট বেড়েছে। এছাড়াও ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ৩.১০ পয়েন্ট ও ২.৪৮ পয়েন্ট বেড়েছে।
এদিন, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১২টির, দর কমেছে ৯০টির ও দর অপরিবর্তিত ছিল ৬৩টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৩৪৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে বুধবার প্রথম সোয়া ১ ঘণ্টায় ডিএসইতে ৫৬৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
প্রথম সোয়া ১ ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে রংপুর ফাউন্ড্রি’র। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯৮৪ শতাংশ বেড়ে ২০৭.১ টাকায় স্থিতি পেয়েছে।
এছাড়াও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এএমসিএল (প্রাণ), পেনিসুলা চিটাগং, তাল্লু স্পিনিং, মুন্নু ফেব্রিকস ও বিডি অটোকারস লিমিটেড।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৫৭টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ৬২টির ও দর অপরিবর্তিত ছিল ১৯টি প্রতিষ্ঠানের। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক ১৯.০৫ পয়েন্ট বেড়েছে। প্রথম সোয়া ১ ঘণ্টার লেনদেন শেষে সিএসইতে ১২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে সিএসইতে একই সময়ে ১৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
###