অব্যাহত মন্দা থেকে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের প্রবণতায় লেনদেনও চাঙ্গা হচ্ছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টার লেনদেন শেষে ৩৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এসময় ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়েছে ৭.৭৭ পয়েন্ট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেড়ছে ২৬.১৮ পয়েন্ট। এসময় সিএসইতে ১০ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হতে দেখা গেছে।
মঙ্গলবার (১০ মে) সকাল ১১টা পর্যন্ত ডিএসই ও সিএসই’র লেনদেন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ১১টা পর্যন্ত লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ৭.৭৭ পয়েন্ট বেড়েছে। এসময় ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ১.২৯ ও ০.৩৩ পয়েন্ট বেড়েছে।
এদিন, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, দর কমেছে ১২০টির ও দর অপরিবর্তিত ছিল ৬২টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৩৫৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ডিএসইতে ২৯৪ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
এদিন, প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে এসিআই ফরমুলেশনের। এসময় কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বেড়ে ২০৪.৬ টাকায় স্থিতি পেয়েছে।
এছাড়াও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ছিল এনভয় টেক্সটাইল, বঙ্গজ, ঢাকা ডাইং, ন্যাশনাল ফিড মিলস, সোনারগাঁ টেক্সটাইল ও আলিফ ইন্ডাস্ট্রিজ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৮১টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, দর কমেছে ৬২টির ও দর অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক ২৬.১৮ পয়েন্ট বেড়েছে।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে সিএসইতে ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হতে দেখা গেছে। এর আগের কার্যদিবসে একই সময়ে সিএসইতে লেনদেন হয়েছিল ৮ কোটি ৮ লাখ টাকার।
###
মঙ্গলবার, ১০ মে ২০২২
অব্যাহত মন্দা থেকে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের প্রবণতায় লেনদেনও চাঙ্গা হচ্ছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টার লেনদেন শেষে ৩৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এসময় ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়েছে ৭.৭৭ পয়েন্ট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেড়ছে ২৬.১৮ পয়েন্ট। এসময় সিএসইতে ১০ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হতে দেখা গেছে।
মঙ্গলবার (১০ মে) সকাল ১১টা পর্যন্ত ডিএসই ও সিএসই’র লেনদেন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ১১টা পর্যন্ত লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ৭.৭৭ পয়েন্ট বেড়েছে। এসময় ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ১.২৯ ও ০.৩৩ পয়েন্ট বেড়েছে।
এদিন, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, দর কমেছে ১২০টির ও দর অপরিবর্তিত ছিল ৬২টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৩৫৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ডিএসইতে ২৯৪ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
এদিন, প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে এসিআই ফরমুলেশনের। এসময় কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বেড়ে ২০৪.৬ টাকায় স্থিতি পেয়েছে।
এছাড়াও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ছিল এনভয় টেক্সটাইল, বঙ্গজ, ঢাকা ডাইং, ন্যাশনাল ফিড মিলস, সোনারগাঁ টেক্সটাইল ও আলিফ ইন্ডাস্ট্রিজ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৮১টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, দর কমেছে ৬২টির ও দর অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক ২৬.১৮ পয়েন্ট বেড়েছে।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে সিএসইতে ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হতে দেখা গেছে। এর আগের কার্যদিবসে একই সময়ে সিএসইতে লেনদেন হয়েছিল ৮ কোটি ৮ লাখ টাকার।
###