সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মুনাফা তোলার প্রবণতা দর পতন দেখা দিয়েছে পুঁজিবাজারে। প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ১৭.০৯ পয়েন্ট। এসময় ডিএসইতে ৩৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ২৮.৮৭ পয়েন্ট। এসময় সিএসইতে ১১ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হতে দেখা গেছে।
বুধবার (১১ মে) দুপুর ১২টা পর্যন্ত ডিএসই ও সিএসই’র লেনদেন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ১২টা পর্যন্ত লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ১৭.০৮ পয়েন্ট বেড়েছে। এসময় ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ২.২৭ ও ১.৭৪ পয়েন্ট বেড়েছে।
এদিন, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, দর কমেছে ২৪৩টির ও দর অপরিবর্তিত ছিল ৫২টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৩৭৪ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
এদিন, প্রথম ২ ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে ইমাম বাটন। এসময় কোম্পানিটির শেয়ার দর ৭.১৪ শতাংশ বেড়ে ৫৭ টাকায় স্থিতি পেয়েছে।
এছাড়াও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ছিল এসিআই ফরমুলেশন, বিডি ফাইন্যান্স, বঙ্গজ, জিকিউ বলপেন ও সিভিও পেট্রো কেমিক্যাল।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, দর কমেছে ১৪১টির ও দর অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক ২৮.৮৭ পয়েন্ট কমেছে।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে সিএসইতে ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হতে দেখা গেছে। এর আগের কার্যদিবসে একই সময়ে সিএসইতে লেনদেন হয়েছিল ৮ কোটি ৮ লাখ টাকার।
##
বুধবার, ১১ মে ২০২২
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মুনাফা তোলার প্রবণতা দর পতন দেখা দিয়েছে পুঁজিবাজারে। প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ১৭.০৯ পয়েন্ট। এসময় ডিএসইতে ৩৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ২৮.৮৭ পয়েন্ট। এসময় সিএসইতে ১১ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হতে দেখা গেছে।
বুধবার (১১ মে) দুপুর ১২টা পর্যন্ত ডিএসই ও সিএসই’র লেনদেন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ১২টা পর্যন্ত লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ১৭.০৮ পয়েন্ট বেড়েছে। এসময় ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ২.২৭ ও ১.৭৪ পয়েন্ট বেড়েছে।
এদিন, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, দর কমেছে ২৪৩টির ও দর অপরিবর্তিত ছিল ৫২টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৩৭৪ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
এদিন, প্রথম ২ ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে ইমাম বাটন। এসময় কোম্পানিটির শেয়ার দর ৭.১৪ শতাংশ বেড়ে ৫৭ টাকায় স্থিতি পেয়েছে।
এছাড়াও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ছিল এসিআই ফরমুলেশন, বিডি ফাইন্যান্স, বঙ্গজ, জিকিউ বলপেন ও সিভিও পেট্রো কেমিক্যাল।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, দর কমেছে ১৪১টির ও দর অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক ২৮.৮৭ পয়েন্ট কমেছে।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে সিএসইতে ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হতে দেখা গেছে। এর আগের কার্যদিবসে একই সময়ে সিএসইতে লেনদেন হয়েছিল ৮ কোটি ৮ লাখ টাকার।
##