আগের কার্যদিবস বড় উত্থান হলেও রোববার (১৯ জুন) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচকই কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে।
রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯.২৬ পয়েন্ট বা ০.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৬.৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.১৪ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৯৭.১১ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩২৯.৯৫ পয়েন্টে।
ডিএসইতে রোববার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৭৮ লাখ টাকার যা আগের কার্যদিবস থেকে ১৫০ কোটি ৮৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকার।
ডিএসইতে রোববার ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির বা ১৬.২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৮২টির বা ৭৩.৮২ শতাংশের এবং ৩৮টির বা ৯.৯৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩.২৫ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৪.৯৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। রোববার সিএসইতে ২৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
রোববার ডিএসইর ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৬৫৯টি শেয়ার ৫৩ বার হাত বদলের মাধ্যমে ৮৪ কোটি ৯৫ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫১ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে আলহাজ্ব টেক্সটাইলের।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬২টির বা ১৬.২৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৩০ টাকায়। রোববার লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১.২০ টাকায়। অর্থাৎ রোববার কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিনোবাংলার ৭.৫৭ শতাংশ, অলটেক্সের ৬.৪৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৮৮ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩.৮৭ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩.১৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৩.১০ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.০৫ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২.৯৯ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ২.৮৪ শতাংশ বেড়েছে।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮২টির বা ৭৩.৮২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবস সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১৫ টাকায়। রোববার লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৪.৭০ টাকায়। অর্থাৎ রোববার কোম্পানিটির ইউনিট দর ০.৩০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের ২ শতাংশ, ন্যাশনাল পলিমারের ১.৯৯ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, সিলভা ফার্মার ১.৯৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১.৯৮ শতাংশ, ইউনিক হোটেলের ১.৯৮ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ১.৯৮ শতাংশ কমেছে।
রোববার, ১৯ জুন ২০২২
আগের কার্যদিবস বড় উত্থান হলেও রোববার (১৯ জুন) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচকই কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে।
রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯.২৬ পয়েন্ট বা ০.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৬.৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.১৪ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৯৭.১১ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩২৯.৯৫ পয়েন্টে।
ডিএসইতে রোববার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৭৮ লাখ টাকার যা আগের কার্যদিবস থেকে ১৫০ কোটি ৮৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকার।
ডিএসইতে রোববার ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির বা ১৬.২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৮২টির বা ৭৩.৮২ শতাংশের এবং ৩৮টির বা ৯.৯৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩.২৫ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৪.৯৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। রোববার সিএসইতে ২৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
রোববার ডিএসইর ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৬৫৯টি শেয়ার ৫৩ বার হাত বদলের মাধ্যমে ৮৪ কোটি ৯৫ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫১ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে আলহাজ্ব টেক্সটাইলের।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬২টির বা ১৬.২৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৩০ টাকায়। রোববার লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১.২০ টাকায়। অর্থাৎ রোববার কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিনোবাংলার ৭.৫৭ শতাংশ, অলটেক্সের ৬.৪৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৮৮ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩.৮৭ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩.১৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৩.১০ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.০৫ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২.৯৯ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ২.৮৪ শতাংশ বেড়েছে।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮২টির বা ৭৩.৮২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবস সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১৫ টাকায়। রোববার লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৪.৭০ টাকায়। অর্থাৎ রোববার কোম্পানিটির ইউনিট দর ০.৩০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের ২ শতাংশ, ন্যাশনাল পলিমারের ১.৯৯ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, সিলভা ফার্মার ১.৯৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১.৯৮ শতাংশ, ইউনিক হোটেলের ১.৯৮ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ১.৯৮ শতাংশ কমেছে।