বিগত চার কার্যদিবস ধরে টানা দরপতন হচ্ছিল দেশের পুঁজিবাজারে। পতনের সেই বৃত্ত থেকে বুধবার উত্থান হয়েছে। বুধবার (২২ জুন) দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন উভয় বাজারে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট।
এর আগে বিগত সপ্তাহের বুধবার (১৫ জুন) উত্থানের পর শেষ কার্যদিবস বৃহস্পতি থেকে শুরু করে টানা রোববার, সোমবার এবং মঙ্গলবার পুঁজিবাজারে দরপতন হয়েছিল।
ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ৩১ লাখ ১০ হাজার ১৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৯৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৬টির দাম।
এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১ দশমিক ৪৬ পয়েন্ট।
এদিন ডিএসইতে ৬৯৪ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন কমেছে।
বুধবার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে, শাইনপুকুর সিরামিক, জেএমআই হসপিটাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, সোনালি পেপার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আইপিসি, ব্র্যাক ব্যাংক, ফুয়াং ফুড এবং বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের শেয়ার। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬০২ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে ২৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৬ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৪৭ টাকা।
বুধবার, ২২ জুন ২০২২
বিগত চার কার্যদিবস ধরে টানা দরপতন হচ্ছিল দেশের পুঁজিবাজারে। পতনের সেই বৃত্ত থেকে বুধবার উত্থান হয়েছে। বুধবার (২২ জুন) দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন উভয় বাজারে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট।
এর আগে বিগত সপ্তাহের বুধবার (১৫ জুন) উত্থানের পর শেষ কার্যদিবস বৃহস্পতি থেকে শুরু করে টানা রোববার, সোমবার এবং মঙ্গলবার পুঁজিবাজারে দরপতন হয়েছিল।
ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ৩১ লাখ ১০ হাজার ১৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৯৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৬টির দাম।
এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১ দশমিক ৪৬ পয়েন্ট।
এদিন ডিএসইতে ৬৯৪ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন কমেছে।
বুধবার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে, শাইনপুকুর সিরামিক, জেএমআই হসপিটাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, সোনালি পেপার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আইপিসি, ব্র্যাক ব্যাংক, ফুয়াং ফুড এবং বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের শেয়ার। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬০২ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে ২৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৬ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৪৭ টাকা।