এমসিসিআই’র ব্যবসা সহজিকরণ বিষয়ক আলোচনা সভা
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে আজ বৃহস্পতিবার মতিঝিলে চেম্বার ভবনে ‘ ব্যবসা সহজিকরণ : ৫বছর মেয়াদী লাইসেন্স ইস্যু এবং নবায়ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ব্যরিস্টার ফজলে নূর তাপস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে চেম্বারের পরিচালনা বোর্ডের সদস্যরা মেয়র তাপসকে চেম্বার ভবনে স্বাগত জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরান টি রহমান, ভাইস প্রেসিডেন্ট নবিউল্লাহ এন করিম প্রমুখ।
চেম্বার সভাপতি সাইফৃল ইসলাম অনুষ্ঠানে বলেন, দেশে ব্যবসা ও শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির জন্য ব্যবসা সহজিকরন অ্ত্যন্ত গুরুত্বপূর্ন। এটা করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে আরো বেশী গুরুত্বপূর্ন হয়ে উঠেছে।
সাইফুল ইসলাম বলেন, একটি দেশে কত সহজে ব্যবসা শুরু করা যায় তার উপর নির্ভর করে সে দেশে ব্যবসা করা কত সহজ। এক্ষেত্র উন্নয়নে বাংলাদেশে আরো অনেক কিছু করা সুযোগ রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা করতে সরকারী বিভিন্ন দপ্তর থেকে ট্রেড লাইসেন্সসহ অনেক ধরনের লাইসেন্স প্রয়োজন হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এসব লাইসেন্স দেয়া হয় মাত্র এক বছরের জন্য। এ প্রকিয়ায় অনেক সময় নষ্ট হয়।
এমসিসিআিই সভাপতি ব্যবসার লাইসেন্স এক বছর মেয়াদের পাশাপাশি ৫ বছরের জন্য ইস্যু এবং নবায়ন প্রক্রিয়া চালু করা আহবান জানান।
তিনি বলেন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন প্রতি বছর বিপুল সংখ্যক লাইসেন্স ইস্যু করে থাকে। এজন্য আমরা আলোচনার জন্য ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়রকে আজ এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। একইভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে আমাদের।
চেম্বারের সাবেক সভাপতি নিহাদ কবির উল্লেখ করেন, এখন ই-কর্মার্স প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স ইস্যুর পূর্ব শর্ত হচ্ছে, কমার্সিয়াল প্রিমিজ থেকে প্রতিষ্ঠান পলরচালনা করতে হবে। এক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল করা হলে অনেক ছোট ই-কর্মার্স প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনায় আরো ভালো সুযোগ পাবে।
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ব্যরিস্টার ফজলে নূর তাপস অনুষ্ঠানে বিভিন্ন বক্তার দেয়া পরামর্শ অত্যন্ত সাদরে গ্রহন করেন। তিনি এসব সমস্যার সমাধানে সস্ভাব্য সবকিছু করা হবে আশ্বাস দেন। তিনি ট্রেড লাইসেন্স আরো বেশী সময়ের জন্য ইস্যু এবং নবায়ন করার ব্যাপারে উদ্যোগ গ্রহন করবেন বলেও আশ্বাস দেন। তবে তিনি সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকেও তাদের প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার উপর জোর দেন।
এমসিসিআই’র ব্যবসা সহজিকরণ বিষয়ক আলোচনা সভা
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে আজ বৃহস্পতিবার মতিঝিলে চেম্বার ভবনে ‘ ব্যবসা সহজিকরণ : ৫বছর মেয়াদী লাইসেন্স ইস্যু এবং নবায়ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ব্যরিস্টার ফজলে নূর তাপস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে চেম্বারের পরিচালনা বোর্ডের সদস্যরা মেয়র তাপসকে চেম্বার ভবনে স্বাগত জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরান টি রহমান, ভাইস প্রেসিডেন্ট নবিউল্লাহ এন করিম প্রমুখ।
চেম্বার সভাপতি সাইফৃল ইসলাম অনুষ্ঠানে বলেন, দেশে ব্যবসা ও শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির জন্য ব্যবসা সহজিকরন অ্ত্যন্ত গুরুত্বপূর্ন। এটা করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে আরো বেশী গুরুত্বপূর্ন হয়ে উঠেছে।
সাইফুল ইসলাম বলেন, একটি দেশে কত সহজে ব্যবসা শুরু করা যায় তার উপর নির্ভর করে সে দেশে ব্যবসা করা কত সহজ। এক্ষেত্র উন্নয়নে বাংলাদেশে আরো অনেক কিছু করা সুযোগ রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা করতে সরকারী বিভিন্ন দপ্তর থেকে ট্রেড লাইসেন্সসহ অনেক ধরনের লাইসেন্স প্রয়োজন হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এসব লাইসেন্স দেয়া হয় মাত্র এক বছরের জন্য। এ প্রকিয়ায় অনেক সময় নষ্ট হয়।
এমসিসিআিই সভাপতি ব্যবসার লাইসেন্স এক বছর মেয়াদের পাশাপাশি ৫ বছরের জন্য ইস্যু এবং নবায়ন প্রক্রিয়া চালু করা আহবান জানান।
তিনি বলেন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন প্রতি বছর বিপুল সংখ্যক লাইসেন্স ইস্যু করে থাকে। এজন্য আমরা আলোচনার জন্য ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়রকে আজ এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। একইভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে আমাদের।
চেম্বারের সাবেক সভাপতি নিহাদ কবির উল্লেখ করেন, এখন ই-কর্মার্স প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স ইস্যুর পূর্ব শর্ত হচ্ছে, কমার্সিয়াল প্রিমিজ থেকে প্রতিষ্ঠান পলরচালনা করতে হবে। এক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল করা হলে অনেক ছোট ই-কর্মার্স প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনায় আরো ভালো সুযোগ পাবে।
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ব্যরিস্টার ফজলে নূর তাপস অনুষ্ঠানে বিভিন্ন বক্তার দেয়া পরামর্শ অত্যন্ত সাদরে গ্রহন করেন। তিনি এসব সমস্যার সমাধানে সস্ভাব্য সবকিছু করা হবে আশ্বাস দেন। তিনি ট্রেড লাইসেন্স আরো বেশী সময়ের জন্য ইস্যু এবং নবায়ন করার ব্যাপারে উদ্যোগ গ্রহন করবেন বলেও আশ্বাস দেন। তবে তিনি সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকেও তাদের প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার উপর জোর দেন।