ক্যাশলেস লেনদেন করার লক্ষ্যে দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ-এর সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। ক্যাশলেস লেনদেন রংপুর, গোপালগঞ্জ, নাটোর ও গাজীপুর ৪টি জেলা ও উপজেলাসহ ৪টি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘ক্যাশলেস লেনদেন চালু করা হয়েছে।
এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরগণ। এছাড়া ভার্চুয়ালি আরো উপস্থিত ছিলেন, চার জেলার জেলা প্রশাসক ও ব্যাংক, এমএফএস, পিএসপি, আন্তর্জাতিক কার্ড স্কিম-এর ব্যব¯’াপনা পরিচালকগণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন।
ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করলে আর্থিক প্রতিষ্ঠানসমূহ ব্যক্তি/ব্যবসায়ীদের প্রাপ্ত লেনদেনের ডাটা ব্যবহার করে নতুন সেবা ও নতুন ক্রেডিট পণ্য তৈরি করতে পারবে। ইধহমষধ ছজ ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের একটি মাধ্যম যা পরিবেশবান্ধব ও সুলভ। ইধহমষধ ছজ সর্বজনীন বিধায় যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক অন্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসায়িক হিসাবে লেনদেন করতে পারবে। ফলে লেনদেনের পরিমাণ বাড়বে, নগদ অর্থের লেনদেন কমবে এবং আর্থিক ঝুঁকিও হ্রাস পাবে। লেনদেন ব্যবস্থা অধিকতর স্বচ্ছ, সুলভ ও জবাবদিহিতামূলক হবে। ডিজিটাল পরিশোধ ব্যবস্থায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’-এর লক্ষ্য অর্জিত হবে। ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ-এর সম্প্রসারণ কার্যক্রমে ১৭টি তফসিলি ব্যাংক, ৫টি এমএফএস, ১টি পিএসপি এবং ৩টি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম অংশগ্রহণ করেছে। শীঘ্রই সারা দেশে এই উদ্যোগের প্রচারণা ও কার্যক্রম বিস্তৃত করা হবে। চলতি বছরের ১৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে ক্যাশলেস লেনদেন সেবার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
ক্যাশলেস লেনদেন করার লক্ষ্যে দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ-এর সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। ক্যাশলেস লেনদেন রংপুর, গোপালগঞ্জ, নাটোর ও গাজীপুর ৪টি জেলা ও উপজেলাসহ ৪টি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘ক্যাশলেস লেনদেন চালু করা হয়েছে।
এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরগণ। এছাড়া ভার্চুয়ালি আরো উপস্থিত ছিলেন, চার জেলার জেলা প্রশাসক ও ব্যাংক, এমএফএস, পিএসপি, আন্তর্জাতিক কার্ড স্কিম-এর ব্যব¯’াপনা পরিচালকগণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন।
ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করলে আর্থিক প্রতিষ্ঠানসমূহ ব্যক্তি/ব্যবসায়ীদের প্রাপ্ত লেনদেনের ডাটা ব্যবহার করে নতুন সেবা ও নতুন ক্রেডিট পণ্য তৈরি করতে পারবে। ইধহমষধ ছজ ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের একটি মাধ্যম যা পরিবেশবান্ধব ও সুলভ। ইধহমষধ ছজ সর্বজনীন বিধায় যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক অন্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসায়িক হিসাবে লেনদেন করতে পারবে। ফলে লেনদেনের পরিমাণ বাড়বে, নগদ অর্থের লেনদেন কমবে এবং আর্থিক ঝুঁকিও হ্রাস পাবে। লেনদেন ব্যবস্থা অধিকতর স্বচ্ছ, সুলভ ও জবাবদিহিতামূলক হবে। ডিজিটাল পরিশোধ ব্যবস্থায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’-এর লক্ষ্য অর্জিত হবে। ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ-এর সম্প্রসারণ কার্যক্রমে ১৭টি তফসিলি ব্যাংক, ৫টি এমএফএস, ১টি পিএসপি এবং ৩টি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম অংশগ্রহণ করেছে। শীঘ্রই সারা দেশে এই উদ্যোগের প্রচারণা ও কার্যক্রম বিস্তৃত করা হবে। চলতি বছরের ১৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে ক্যাশলেস লেনদেন সেবার উদ্বোধন করা হয়েছে।