ঝিনাইদহে শুরু হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা। শহরের পুরনো ডিসি কোর্ট চত্বরে গত শুক্রবার বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম, ঝিনাইদহ বিসিকের উপব্যবস্থাপক সেলিনা রহমানসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলায় হস্ত ও কারুশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রীর ৪৫টি স্টল বসেছে। ১০ দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ৪ জুন।
শনিবার, ২৭ মে ২০২৩
ঝিনাইদহে শুরু হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা। শহরের পুরনো ডিসি কোর্ট চত্বরে গত শুক্রবার বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম, ঝিনাইদহ বিসিকের উপব্যবস্থাপক সেলিনা রহমানসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলায় হস্ত ও কারুশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রীর ৪৫টি স্টল বসেছে। ১০ দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ৪ জুন।