alt

অর্থ-বাণিজ্য

কী থাকবে অর্থমন্ত্রীর কালো ব্যাগে

রেজাউল করিম : বুধবার, ৩১ মে ২০২৩

বিশ্ব অর্থনীতির সংকট আর দেশে মূল্যস্ফীতির চাপ, এর সঙ্গে যোগ হয়েছে আইএমএফের শর্ত- ভর্তুকি তুলে দিতে হবে, বাড়তে হবে রাজস্ব বা কর আয়। এই পরিস্থিতিতে আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দুপুর ৩টায় সংসদে আগামী অর্থবছরের (জুলাই’২৩-জুন’২৪) বাজেট পেশ করবেন। সবার আগ্রহ থাকবে, কী আছে কালো ব্যাগে, যেটার মধ্যে বাজেটের বিভিন্ন প্রস্তাবনার দলিল থাকবে।

বাজেট মূলত সরকারের এক বছরের রাজনৈতিক দলিল। তবে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এবং বিভিন্ন গোষ্ঠীর স্বার্থের টানাপোড়েনে বাজেট শেষ বিচারে আপোষের দলিল। একজন অর্থমন্ত্রী সেই আপোষটা কত মুন্সিয়ানার সঙ্গে করতে পারছেন, তার ওপরই নির্ভর করে তিনি জনসংখ্যার কত শতাংশ মানুষকে খুশি করতে পারছেন? তিনি কোথা থেকে আয় করবেন আর কোথায় ব্যয় করবেন? আপোষটা কার পক্ষে করবেন?

এবারের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। চলতি (২০২৩-২৪) বাজেটের তুলনায় আসন্ন বাজেটের আকার বাড়ছে ৮৩ হাজার ৭২১ কোটি টাকা। এবার মোট আয় ও ব্যয়ের মধ্যে যে ব্যবধান (ঘাটতি), তা নতুন অর্থবছরের জিডিপির ৫ দশমিক ২ শতাংশের ঘরে রাখা হয়েছে। টাকার অঙ্কে ঘাটতি (অনুদানসহ) ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।

বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’ প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ ধরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রাক্কলন করা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা।

আইএমএফের শর্ত যদি মানতে হয়, সরকারকে এবার বাড়তি ৬৫ হাজার কোটি টাকা আয় বাড়াতে হবে কর থেকে। অর্থাৎ সরকার মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫ লাখ কোটি টাকা।

এর মধ্যে রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর থেকে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আসবে। এনবিআর বহির্ভূত কর থেকে ২০ হাজার কোটি টাকা এবং কর ব্যতীত রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা।

প্রতি বছর যে লক্ষ্যমাত্রা দেয়া হয় সেই লক্ষ্যমাত্রাই পূরণ করতে পারে না এনবিআর। তাহলে আগামী অর্থবছরে বাড়তি রাজস্ব কীভাবে আসবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ আইএমএফের হিসাবে আগামী অর্থবছরে কর রাজস্ব বাড়াতে হবে ৬৫ হাজার কোটি টাকা।

এছাড়া শর্ত অনুযায়ী সঞ্চয়পত্র থেকে চলতি লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ হাজার কোটি টাকা কম ঋণ নেয়ার লক্ষ্য স্থির করা হয়েছে। পর্যায়ক্রমে সঞ্চয়পত্র থেকে ঋণ কমানোর শর্ত রয়েছে আইএমএফের। সঞ্চয়পত্র বিক্রি কমানোর ফলে সরকারের ঋণের যে ঘাটতি হবে, সেটি পূরণ করতে বাড়ানো হচ্ছে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা।

মন্ত্রীরা বলছেন, এবার কর না বাড়িয়ে করের আওতা বাড়ানো হচ্ছে। তবে এরপরও বিভিন্ন ক্ষেত্রে কর কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এটাও জানা গেছে, যাদের করযোগ্য আয় নেই তাদেরকেও ২ হাজার টাকা কর দিতে হবে। এই বিষয়ে আপত্তি জানিয়েছেন অর্থনীতিবিদরা।

তারা বলছেন, বর্তমানে দেশে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা প্রায় ৮২ লাখ। এর মধ্যে রিটার্ন দাখিল করেন মাত্রা ২৬ লাখের মতো। যদি করযোগ্য আয় না থাকে তারপরও কর দিতে হয় তাহলে মানুষ রিটার্ন দাখিল করতে নিরুৎসাহিত হবেন।

বাজেট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন আগামী অর্থবছরে প্রধান চ্যালেঞ্জ হবে।’ এ আদায় নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া আইএমএফ প্রতিনিধি দল। তবে রাজস্ব আদায় বাড়াতে সর্বজনীন করব্যবস্থা, পুরনো করছাড় পদ্ধতি বাতিল এবং নতুন আওতা বাড়ানোসহ বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে।’

এবারের বাজেটেও মূল্যস্ফীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছে। গত মার্চ মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৩ শতাংশ থাকলেও আগামী বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। সরকার ধারণা করছে, ইতোমধ্যে বিশ্ববাজারে অনেক পণ্যের দাম কমছে। আগামী দিনে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের মূল্য কমবে। এর ইতিবাচক প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে।

গত কয়েক বছর ধরেই সরকার বলে যে প্রধান চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। কিন্তু কীভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে তার নির্দিষ্ট রূপরেখা থাকে না। এবারের বাজেটে সেই নির্দেশনা থাকবে- এমনটা আশা করেন অর্থনীতিবিদরা।

এ প্রসঙ্গে ড. আতিউর রহমান বলেন, ‘মূল্যস্ফীতির চ্যালেঞ্জটিই আগামী বাজেটে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হবে। এটি নিয়ন্ত্রণে বাজেটে দিকনির্দেশনা থাকতে হবে। এই নির্দেশনা যেন স্পষ্ট করে বলা হয় যে কোথায় এবং কীভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে।’ এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, ‘জনগণের বড় উদ্বেগের জায়গা মূল্যস্ফীতির হার কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং প্রবৃদ্ধিকে প্রধান লক্ষ্য ধরে আগামী অর্থবছরের বাজেট করা হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় এবার বাজেটের আকার জিডিপির অনুপাতে আগের চেয়ে বাড়ানো হচ্ছে না।’

বাজেট প্রণয়নের ক্ষেত্রে আটটি প্রধান চ্যালেঞ্জ নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ; তেল, গ্যাস ও সারের ভর্তুকি, রাজস্ব আহরণ বাড়ানো, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর মতো বিষয়গুলোকে মূল চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়।

এদিকে ভর্তুকি কমাতে আইএমএফের চাপ থাকলেও কৃষিতে ভর্তুকি না কমিয়ে উল্টো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। প্রতিমন্ত্রী দাবি করেছেন, ‘আইএমএফের শর্ত এ ক্ষেত্রে কোন সমস্যা হবে না।’

বিদায়ী অর্থবছরে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৭৫ হাজার কোটি টাকার মতো, যা জিডিপির ৩.৯ শতাংশ। এবার তা বেড়ে ৪ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে আভাস মিলেছে। তবে জ্বালানি খাতে ভর্তুকি কমানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানির দামটা কিছুটা সমন্বয় করতে হবে।’

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯-১০ অর্থবছরের বাজেট ছিল ১ লাখ ১৫ হাজার কোটি টাকার। সেই অঙ্ক বাড়তে বাড়তে ২৯২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা হয়।

বিদায়ী অর্থবছরের এই বাজেট ছিল জিডিপির ১৫ শতাংশ। আনুপাতিক হারে এবারও তা একই রকম থাকছে।

এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় বাজেটের আকার অনেক বেড়েছে। কিন্তু তা জিডিপির ১৫ শতাংশের আশপাশেই ঘুরপাক খাচ্ছে। স্বাভাবিক অবস্থায় একটি উন্নয়নশীল অর্থনীতিতে বাজেটের আকার জিডিপির ২৫-৩০ শতাংশের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। সুষ্ঠুভাবে রাষ্ট্রপরিচালনা ও উন্নয়ন কার্যক্রম চালু রাখতে হলে সরকারি রাজস্ব বৃদ্ধির কোন বিকল্প নেই।

এছাড়া বৈদেশিক অনুদান হিসেবে আসবে ৩ হাজার ৯০০ কোটি টাকা। চলতি বাজেটে মোট রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। অন্যদিকে বাজেটে অনুদান ব্যতীত মোট ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট বাজেটের ৩৪ দশমিক ৩৬ শতাংশ এবং জিডিপি ৫ দশমিক ২ শতাংশ।

ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এর মধ্যে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেয়া হবে ১ লাখ ৩২ হাজার ৩২ কোটি, আর সঞ্চয়পত্র থেকে ১৮ হাজার এবং অন্যান্য খাত থেকে নেয়া হবে ৫ হাজার কোটি টাকা। বৈদেশিক ঋণ নেয়া হবে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকার।

আগামী অর্থবছরের জন্য সরকার পরিচালন ব্যয়ের প্রাক্কলন করেছে ৪ লাখ ৭৫ হাজার ২৮১ কোটি টাকা। এছাড়া উন্নয়ন ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা।

আজ মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যা প্রস্তাবিত বাজেট হিসাবে দীর্ঘ আলোচনার পর ২৫ জুন পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেটি কার্যকর হবে ১ জুলাই থেকে।

তবে বিভিন্ন টানাপোড়েন আর স্বার্থের সংঘাতে অর্থমন্ত্রী কোথায় ভারসাম্য টানবেন সেটাই এখন দেখার অপেক্ষা।

ছবি

সরকার পতনের পরও রিজার্ভ সংকট কাটেনি, এখনও ২০ বিলিয়নের নিচে

ছবি

আইএটিএ সদস্যপদ পেল এয়ার এ্যাস্ট্রা 

ছবি

কমওয়ার্ড ২০২৪ এ ১৬টি পুরস্কার জিতেছে বিকাশ

ছবি

সুষ্ঠু কার্যক্রম পরিচালনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা সাইনোভিয়া ফার্মা কর্তৃপক্ষের

ছবি

সূচকের বড় পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

ছবি

বাজার স্থিতিশীল রাখতে ১২ প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি

ছবি

তামাকের ক্ষতিহ্রাস পণ্যের নিয়ন্ত্রণে যুক্তিসংগত নীতিমালা চায় বেন্ডস্টা

ছবি

গ্যাস, বিদ্যুৎ, পানি – সব বিল পেমেন্টে ‘ভরসা বিকাশ’

ছবি

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৮ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ছবি

পেট্রাপোল স্থলবন্দরে অমিত শাহর সফর বাতিল, বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক

ছবি

কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপো সুবিধা সীমিত: সপ্তাহে একদিন নিলামের নতুন সিদ্ধান্ত

ছবি

টেকনাফে আরও ২০০ টন পেঁয়াজের কার্গো জাহাজ ভিড়েছে

ছবি

পেট্রাপোলের টার্মিনাল উদ্বোধনে অমিত শাহ আসছেন না, আমদানি-রপ্তানি স্বাভাবিক

বন্যা ও মজুদদারির কারসাজিতে চালের দাম বৃদ্ধি, শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল করার উদ্যোগ

ছবি

আইসিসি বাংলাদেশের আয়োজনে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ছবি

ডিবির সাবেক কর্মকর্তা হারুন অর রশীদ ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

ছবি

চালের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক হ্রাস, এনবিআরের নতুন পদক্ষেপ

ছবি

বিদেশি ঋণ ছাড়ে ৩৪ শতাংশ পতন, ঋণ পরিশোধে শীর্ষে বাংলাদেশ

ছবি

পর্ষদ বাতিল করে বিজিএমইএ-তে প্রশাসক বসাল সরকার

ছবি

ট্রাভেল এজেন্সি ব্যবসায় ৯ পদক্ষেপ নেওয়ার দাবি আটাবের

ছবি

শ্রমিক অসন্তোষ: ৪০ কোটি ডলারের উৎপাদন ক্ষতির কথা জানাল বিজিএমইএ

পণ্যের ‘যে দাম! না খেয়ে মরণ লাগবো’

ছবি

তেজগাঁওয়ে ডিম বিক্রি শুরু, ব্যবসায়ীদের লোকসানের অভিযোগ

ছবি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তিন চ্যালেঞ্জ বাংলাদেশের, চলতি অর্থবছর প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে ৪ শতাংশে : বিশ্বব্যাংক

ছবি

ডিমের দাম স্থিতিশীল রাখতে শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে সরকার

ছবি

বাংলাদেশের এমএসএমই সেক্টরকে এগিয়ে নিচ্ছে প্রিয়শপ

ছবি

রিয়েলমি ১২ এর প্রি-অর্ডার ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা

ছবি

বাজারে আসুস আরওজি সিরিজের নতুন গেমিং মনিটর

ছবি

ব্যাংক আমানত কমেছে ১০ হাজার কোটি টাকা, গ্রাহকদের মধ্যে উদ্বেগ

মাত্র দুই মাস সময় দিয়েই সরকারকে ব্যর্থ বলা যায় কিনা, প্রশ্ন বাণিজ্য উপদেষ্টার

ছবি

ঋণ প্রবৃদ্ধি কমে ১১ মাসের মধ্যে সর্বনিম্ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ইঙ্গিত

ছবি

মেট্রোরেলের একক টিকিট ফেরত না দেওয়ায় সঙ্কট: যাত্রীদের ফেরত দেওয়ার অনুরোধ

ছবি

পাঠাও ফেস্টে গোল্ড জিতে নেয়ার সুযোগ

ছবি

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি: আগামীকাল থেকে ওএমএসে সবজি বিক্রি করবে কৃষি বিপনণ অধিদপ্তর

৩৫৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট

tab

অর্থ-বাণিজ্য

কী থাকবে অর্থমন্ত্রীর কালো ব্যাগে

রেজাউল করিম

বুধবার, ৩১ মে ২০২৩

বিশ্ব অর্থনীতির সংকট আর দেশে মূল্যস্ফীতির চাপ, এর সঙ্গে যোগ হয়েছে আইএমএফের শর্ত- ভর্তুকি তুলে দিতে হবে, বাড়তে হবে রাজস্ব বা কর আয়। এই পরিস্থিতিতে আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দুপুর ৩টায় সংসদে আগামী অর্থবছরের (জুলাই’২৩-জুন’২৪) বাজেট পেশ করবেন। সবার আগ্রহ থাকবে, কী আছে কালো ব্যাগে, যেটার মধ্যে বাজেটের বিভিন্ন প্রস্তাবনার দলিল থাকবে।

বাজেট মূলত সরকারের এক বছরের রাজনৈতিক দলিল। তবে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এবং বিভিন্ন গোষ্ঠীর স্বার্থের টানাপোড়েনে বাজেট শেষ বিচারে আপোষের দলিল। একজন অর্থমন্ত্রী সেই আপোষটা কত মুন্সিয়ানার সঙ্গে করতে পারছেন, তার ওপরই নির্ভর করে তিনি জনসংখ্যার কত শতাংশ মানুষকে খুশি করতে পারছেন? তিনি কোথা থেকে আয় করবেন আর কোথায় ব্যয় করবেন? আপোষটা কার পক্ষে করবেন?

এবারের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। চলতি (২০২৩-২৪) বাজেটের তুলনায় আসন্ন বাজেটের আকার বাড়ছে ৮৩ হাজার ৭২১ কোটি টাকা। এবার মোট আয় ও ব্যয়ের মধ্যে যে ব্যবধান (ঘাটতি), তা নতুন অর্থবছরের জিডিপির ৫ দশমিক ২ শতাংশের ঘরে রাখা হয়েছে। টাকার অঙ্কে ঘাটতি (অনুদানসহ) ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।

বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’ প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ ধরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রাক্কলন করা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা।

আইএমএফের শর্ত যদি মানতে হয়, সরকারকে এবার বাড়তি ৬৫ হাজার কোটি টাকা আয় বাড়াতে হবে কর থেকে। অর্থাৎ সরকার মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫ লাখ কোটি টাকা।

এর মধ্যে রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর থেকে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আসবে। এনবিআর বহির্ভূত কর থেকে ২০ হাজার কোটি টাকা এবং কর ব্যতীত রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা।

প্রতি বছর যে লক্ষ্যমাত্রা দেয়া হয় সেই লক্ষ্যমাত্রাই পূরণ করতে পারে না এনবিআর। তাহলে আগামী অর্থবছরে বাড়তি রাজস্ব কীভাবে আসবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ আইএমএফের হিসাবে আগামী অর্থবছরে কর রাজস্ব বাড়াতে হবে ৬৫ হাজার কোটি টাকা।

এছাড়া শর্ত অনুযায়ী সঞ্চয়পত্র থেকে চলতি লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ হাজার কোটি টাকা কম ঋণ নেয়ার লক্ষ্য স্থির করা হয়েছে। পর্যায়ক্রমে সঞ্চয়পত্র থেকে ঋণ কমানোর শর্ত রয়েছে আইএমএফের। সঞ্চয়পত্র বিক্রি কমানোর ফলে সরকারের ঋণের যে ঘাটতি হবে, সেটি পূরণ করতে বাড়ানো হচ্ছে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা।

মন্ত্রীরা বলছেন, এবার কর না বাড়িয়ে করের আওতা বাড়ানো হচ্ছে। তবে এরপরও বিভিন্ন ক্ষেত্রে কর কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এটাও জানা গেছে, যাদের করযোগ্য আয় নেই তাদেরকেও ২ হাজার টাকা কর দিতে হবে। এই বিষয়ে আপত্তি জানিয়েছেন অর্থনীতিবিদরা।

তারা বলছেন, বর্তমানে দেশে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা প্রায় ৮২ লাখ। এর মধ্যে রিটার্ন দাখিল করেন মাত্রা ২৬ লাখের মতো। যদি করযোগ্য আয় না থাকে তারপরও কর দিতে হয় তাহলে মানুষ রিটার্ন দাখিল করতে নিরুৎসাহিত হবেন।

বাজেট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন আগামী অর্থবছরে প্রধান চ্যালেঞ্জ হবে।’ এ আদায় নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া আইএমএফ প্রতিনিধি দল। তবে রাজস্ব আদায় বাড়াতে সর্বজনীন করব্যবস্থা, পুরনো করছাড় পদ্ধতি বাতিল এবং নতুন আওতা বাড়ানোসহ বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে।’

এবারের বাজেটেও মূল্যস্ফীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছে। গত মার্চ মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৩ শতাংশ থাকলেও আগামী বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। সরকার ধারণা করছে, ইতোমধ্যে বিশ্ববাজারে অনেক পণ্যের দাম কমছে। আগামী দিনে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের মূল্য কমবে। এর ইতিবাচক প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে।

গত কয়েক বছর ধরেই সরকার বলে যে প্রধান চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। কিন্তু কীভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে তার নির্দিষ্ট রূপরেখা থাকে না। এবারের বাজেটে সেই নির্দেশনা থাকবে- এমনটা আশা করেন অর্থনীতিবিদরা।

এ প্রসঙ্গে ড. আতিউর রহমান বলেন, ‘মূল্যস্ফীতির চ্যালেঞ্জটিই আগামী বাজেটে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হবে। এটি নিয়ন্ত্রণে বাজেটে দিকনির্দেশনা থাকতে হবে। এই নির্দেশনা যেন স্পষ্ট করে বলা হয় যে কোথায় এবং কীভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে।’ এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, ‘জনগণের বড় উদ্বেগের জায়গা মূল্যস্ফীতির হার কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং প্রবৃদ্ধিকে প্রধান লক্ষ্য ধরে আগামী অর্থবছরের বাজেট করা হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় এবার বাজেটের আকার জিডিপির অনুপাতে আগের চেয়ে বাড়ানো হচ্ছে না।’

বাজেট প্রণয়নের ক্ষেত্রে আটটি প্রধান চ্যালেঞ্জ নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ; তেল, গ্যাস ও সারের ভর্তুকি, রাজস্ব আহরণ বাড়ানো, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর মতো বিষয়গুলোকে মূল চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়।

এদিকে ভর্তুকি কমাতে আইএমএফের চাপ থাকলেও কৃষিতে ভর্তুকি না কমিয়ে উল্টো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। প্রতিমন্ত্রী দাবি করেছেন, ‘আইএমএফের শর্ত এ ক্ষেত্রে কোন সমস্যা হবে না।’

বিদায়ী অর্থবছরে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৭৫ হাজার কোটি টাকার মতো, যা জিডিপির ৩.৯ শতাংশ। এবার তা বেড়ে ৪ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে আভাস মিলেছে। তবে জ্বালানি খাতে ভর্তুকি কমানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানির দামটা কিছুটা সমন্বয় করতে হবে।’

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯-১০ অর্থবছরের বাজেট ছিল ১ লাখ ১৫ হাজার কোটি টাকার। সেই অঙ্ক বাড়তে বাড়তে ২৯২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা হয়।

বিদায়ী অর্থবছরের এই বাজেট ছিল জিডিপির ১৫ শতাংশ। আনুপাতিক হারে এবারও তা একই রকম থাকছে।

এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় বাজেটের আকার অনেক বেড়েছে। কিন্তু তা জিডিপির ১৫ শতাংশের আশপাশেই ঘুরপাক খাচ্ছে। স্বাভাবিক অবস্থায় একটি উন্নয়নশীল অর্থনীতিতে বাজেটের আকার জিডিপির ২৫-৩০ শতাংশের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। সুষ্ঠুভাবে রাষ্ট্রপরিচালনা ও উন্নয়ন কার্যক্রম চালু রাখতে হলে সরকারি রাজস্ব বৃদ্ধির কোন বিকল্প নেই।

এছাড়া বৈদেশিক অনুদান হিসেবে আসবে ৩ হাজার ৯০০ কোটি টাকা। চলতি বাজেটে মোট রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। অন্যদিকে বাজেটে অনুদান ব্যতীত মোট ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট বাজেটের ৩৪ দশমিক ৩৬ শতাংশ এবং জিডিপি ৫ দশমিক ২ শতাংশ।

ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এর মধ্যে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেয়া হবে ১ লাখ ৩২ হাজার ৩২ কোটি, আর সঞ্চয়পত্র থেকে ১৮ হাজার এবং অন্যান্য খাত থেকে নেয়া হবে ৫ হাজার কোটি টাকা। বৈদেশিক ঋণ নেয়া হবে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকার।

আগামী অর্থবছরের জন্য সরকার পরিচালন ব্যয়ের প্রাক্কলন করেছে ৪ লাখ ৭৫ হাজার ২৮১ কোটি টাকা। এছাড়া উন্নয়ন ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা।

আজ মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যা প্রস্তাবিত বাজেট হিসাবে দীর্ঘ আলোচনার পর ২৫ জুন পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেটি কার্যকর হবে ১ জুলাই থেকে।

তবে বিভিন্ন টানাপোড়েন আর স্বার্থের সংঘাতে অর্থমন্ত্রী কোথায় ভারসাম্য টানবেন সেটাই এখন দেখার অপেক্ষা।

back to top