টেকসই উন্নয়নের জন্য পোশাক খাতে সহযোগিতা অব্যাহত রাখতে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড এইচঅ্যান্ডএম গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সুইডেনে স্থানীয় সময় গত বৃহস্পতিবার এইচঅ্যান্ডএম গ্রুপের হেড কোয়ার্টারে অনুষ্ঠিত বৈঠকে গ্রুপের সিইও হেলেনা হেলমারসনের প্রতি এ আহ্বান জানান তিনি। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মিরান আলী, বাংলাদেশের জন্য এইচঅ্যান্ডএম গ্রুপের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, এইচঅ্যান্ডএম গ্রুপের গ্লোবাল হেড অব প্রোডাকশন কারিন লিন্ড, হেড অব পাবলিক অ্যাফেয়ার্স পার্নিলা হলদিন এবং হেড অব ম্যাটেরিয়াল ইনোভেশন গগন বানসাল।
বৈঠকে তারা আগামী দিনগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করেন। পোশাক খাতের উন্নয়নকে আরও টেকসইভাবে চালিত করার জন্য কীভাবে অংশীদারত্ব আরও জোরদার করা যেতে পারে, সে বিষয়গুলোও উঠে আসে আলোচনায়।
বৈঠকে সার্কুলার ফ্যাশন এবং কার্বন নিরপেক্ষতার পথে শিল্পের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য যৌথ প্রচেষ্টার বিষয়টিও গুরুত্ব পায়। তারা শিল্পের টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য একসঙ্গে আরও কী কাজ করা যেতে পারে, সেগুলো নিয়েও কথা বলেন।
বাংলাদেশের প্রতি অব্যাহত সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এইচঅ্যান্ডএম গ্রুপকে আগামী দিনগুলোতে উন্নয়নের পথে শিল্পের এই অগ্রযাত্রায় শিল্প ও শিল্পের কর্মীদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার, ০৯ জুন ২০২৩
টেকসই উন্নয়নের জন্য পোশাক খাতে সহযোগিতা অব্যাহত রাখতে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড এইচঅ্যান্ডএম গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সুইডেনে স্থানীয় সময় গত বৃহস্পতিবার এইচঅ্যান্ডএম গ্রুপের হেড কোয়ার্টারে অনুষ্ঠিত বৈঠকে গ্রুপের সিইও হেলেনা হেলমারসনের প্রতি এ আহ্বান জানান তিনি। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মিরান আলী, বাংলাদেশের জন্য এইচঅ্যান্ডএম গ্রুপের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, এইচঅ্যান্ডএম গ্রুপের গ্লোবাল হেড অব প্রোডাকশন কারিন লিন্ড, হেড অব পাবলিক অ্যাফেয়ার্স পার্নিলা হলদিন এবং হেড অব ম্যাটেরিয়াল ইনোভেশন গগন বানসাল।
বৈঠকে তারা আগামী দিনগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করেন। পোশাক খাতের উন্নয়নকে আরও টেকসইভাবে চালিত করার জন্য কীভাবে অংশীদারত্ব আরও জোরদার করা যেতে পারে, সে বিষয়গুলোও উঠে আসে আলোচনায়।
বৈঠকে সার্কুলার ফ্যাশন এবং কার্বন নিরপেক্ষতার পথে শিল্পের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য যৌথ প্রচেষ্টার বিষয়টিও গুরুত্ব পায়। তারা শিল্পের টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য একসঙ্গে আরও কী কাজ করা যেতে পারে, সেগুলো নিয়েও কথা বলেন।
বাংলাদেশের প্রতি অব্যাহত সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এইচঅ্যান্ডএম গ্রুপকে আগামী দিনগুলোতে উন্নয়নের পথে শিল্পের এই অগ্রযাত্রায় শিল্প ও শিল্পের কর্মীদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।