জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের অনুরোধে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমও তাদের সঙ্গে অনশনস্থলে বসে পড়েছেন।
আজ রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপাচার্য অনশনস্থলে এসে শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ জানান।
তিনি বলেন, "তোমাদের দাবিগুলো নিয়ে কাজ করছি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ হয়েছে, চিঠির কপিও এসেছে। আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। যৌক্তিক সময় দিয়ে কাজ সম্পন্ন করবো।"
তবে শিক্ষার্থীরা উপাচার্যের অনুরোধ প্রত্যাখ্যান করে সুনির্দিষ্ট সময়সীমার দাবি জানান।
অনশনরত শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় নির্ধারণ করে দিতে পারছে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এসে যৌক্তিক সময় দিলে আমরা অনশন ভাঙবো।"
শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান প্রামাণিক বলেন, "আমরা আর লাল ফিতার দৌরাত্ম মানবো না। এখানেই বসে সিদ্ধান্ত নিতে হবে।"
রোববার, ১২ জানুয়ারী ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের অনুরোধে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমও তাদের সঙ্গে অনশনস্থলে বসে পড়েছেন।
আজ রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপাচার্য অনশনস্থলে এসে শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ জানান।
তিনি বলেন, "তোমাদের দাবিগুলো নিয়ে কাজ করছি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ হয়েছে, চিঠির কপিও এসেছে। আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। যৌক্তিক সময় দিয়ে কাজ সম্পন্ন করবো।"
তবে শিক্ষার্থীরা উপাচার্যের অনুরোধ প্রত্যাখ্যান করে সুনির্দিষ্ট সময়সীমার দাবি জানান।
অনশনরত শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় নির্ধারণ করে দিতে পারছে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এসে যৌক্তিক সময় দিলে আমরা অনশন ভাঙবো।"
শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান প্রামাণিক বলেন, "আমরা আর লাল ফিতার দৌরাত্ম মানবো না। এখানেই বসে সিদ্ধান্ত নিতে হবে।"