আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠন ও প্রগতিশীল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গঠিত এই প্যানেলে বাম সংগঠনের বাইরে থেকেও অনেক শিক্ষার্থী প্রার্থী হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাবির আহমেদ জুবেল।
প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে শেখ তাসনিম আফরোজ (ইমি), সাধারণ সম্পাদক (জিএস) পদে মেঘমল্লার বসু এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জাবির আহমেদ জুবেলকে প্রার্থী করা হয়েছে।
এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোজাম্মেল হক, কমনরুম–ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নূজিয়া হাসিন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে আকাশ আলী, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা, ছাত্র পরিবহন সম্পাদক পদে নিনাদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে নাঈম উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফারিয়া মতিন, ক্রীড়া সম্পাদক পদে মালিহা তাবাসসুম, সমাজসেবা সম্পাদক পদে আবু মুজাহিদ আকাশ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে শেখ তাসনিভা সৃষ্টি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ফাতিন ইশরাক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সদস্য পদে মো. তাফসিরুল্লাহ, রাজেকুজ্জামান জুয়েল, ওয়াকার রহমান সৌরভ, মোহাম্মদ মুস্তাকিম, মিশকাতুল মাশিয়াত, আতিকা আনজুম, পৃথিং মারমা, ইসরাত জাহান ইমু, আনিয়া ফাহমিন, রাহনুমা আহমেদ, সাজিদ উল ইসলাম ও হেমা চাকমাকে মনোনয়ন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিরোধ পর্ষদ প্যানেলে ১২ জন নারী, তিনজন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ বলেন, ডাকসু নির্বাচনের শুরুতেই পক্ষপাতমূলক আচরণ দেখা যাচ্ছে, যা তাঁরা প্রত্যাখ্যান করছেন। ছাত্রদলের সঙ্গে যে ‘মব’ তৈরি করে আচরণ করা হয়েছে, সেটিরও প্রতিবাদ জানান তিনি।
জিএস প্রার্থী মেঘমল্লার বসু বলেন, “নারী-পুরুষ, আদিবাসী-বাঙালি মিলিয়ে বৈচিত্র্যময় প্যানেল করা হয়েছে। তাঁরা সবাই দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন ও কর্মকাণ্ডে সক্রিয়। আশা করছি আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা প্রতিরোধ পর্ষদকে বিজয়ী করবে।”
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠন ও প্রগতিশীল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গঠিত এই প্যানেলে বাম সংগঠনের বাইরে থেকেও অনেক শিক্ষার্থী প্রার্থী হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাবির আহমেদ জুবেল।
প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে শেখ তাসনিম আফরোজ (ইমি), সাধারণ সম্পাদক (জিএস) পদে মেঘমল্লার বসু এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জাবির আহমেদ জুবেলকে প্রার্থী করা হয়েছে।
এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোজাম্মেল হক, কমনরুম–ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নূজিয়া হাসিন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে আকাশ আলী, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা, ছাত্র পরিবহন সম্পাদক পদে নিনাদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে নাঈম উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফারিয়া মতিন, ক্রীড়া সম্পাদক পদে মালিহা তাবাসসুম, সমাজসেবা সম্পাদক পদে আবু মুজাহিদ আকাশ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে শেখ তাসনিভা সৃষ্টি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ফাতিন ইশরাক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সদস্য পদে মো. তাফসিরুল্লাহ, রাজেকুজ্জামান জুয়েল, ওয়াকার রহমান সৌরভ, মোহাম্মদ মুস্তাকিম, মিশকাতুল মাশিয়াত, আতিকা আনজুম, পৃথিং মারমা, ইসরাত জাহান ইমু, আনিয়া ফাহমিন, রাহনুমা আহমেদ, সাজিদ উল ইসলাম ও হেমা চাকমাকে মনোনয়ন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিরোধ পর্ষদ প্যানেলে ১২ জন নারী, তিনজন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ বলেন, ডাকসু নির্বাচনের শুরুতেই পক্ষপাতমূলক আচরণ দেখা যাচ্ছে, যা তাঁরা প্রত্যাখ্যান করছেন। ছাত্রদলের সঙ্গে যে ‘মব’ তৈরি করে আচরণ করা হয়েছে, সেটিরও প্রতিবাদ জানান তিনি।
জিএস প্রার্থী মেঘমল্লার বসু বলেন, “নারী-পুরুষ, আদিবাসী-বাঙালি মিলিয়ে বৈচিত্র্যময় প্যানেল করা হয়েছে। তাঁরা সবাই দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন ও কর্মকাণ্ডে সক্রিয়। আশা করছি আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা প্রতিরোধ পর্ষদকে বিজয়ী করবে।”