দিন দিন শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার বাড়ছে। প্রযুক্তির ব্যবহার শিক্ষাকে আরও কার্যকর, উপভোগ্য ও সহজলভ্য করে তুলতে সাহায্য করছে। প্রযুক্তির সুবিধা নিয়ে দক্ষিণ এশিয়ায় যাত্রা করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রুসবারি স্কুল। স্কুলটিতে শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ হিসাবে ই-বুক, ভিডিও, অ্যানিমেশন, মাল্টিমিডিয়া উপকর ব্যবহার করছে।
এতে কম্পিউটার, প্রজেক্টর, মাল্টিমিডিয়া ইত্যাদি ব্যবহার করে পাঠদান করা হয়। শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষার সুযোগও রয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে শিক্ষা গ্রহন করতে পারছে। অনলাইন কুইজ, পরীক্ষা, গেমস ইত্যাদি ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সাহায্য করা হচ্ছে। ৪৭৩ বছরের পুরানো এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রথমবারের মত দক্ষিণ এশিয়ায় শাখা খুলেছে। বাংলাদেশের শিক্ষার্থীদেরও এই স্কুলে পড়ার সুযোগ থাকছে।
ভারতের শিক্ষাবিষয়ক ট্রাস্ট জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় গত ৮ আগস্ট শ্রুসবারি ইন্টারন্যাশনাল স্কুল ইন্ডিয়ার উদ্বোধন করা হয়। সোসাইটির চেয়ারম্যান হরিমোহন গুপ্ত বলেন, গত ২৭ বছর ধরে জাগরণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, তরুণদের জন্য আশার আলো হয়ে কাজ করছে। জাগরণ লেকসিটি ইউনিভার্সিটি ও দিল্লি পাবলিক স্কুলসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই সোসাইটি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্কুলটিতে ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা ষষ্ঠ গ্রেড থেকে শুরু করে এ লেভেল পর্যন্ত পড়ার সুযোগ পাবে। শিক্ষার্থীদের সঙ্গীত, বিতর্ক এবং নাট্যতত্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিপ্লোমা অর্জনের সুযোগ করে দিতে শ্রুসবারি স্কুল লন্ডনের ট্রিনিটি কলেজের সঙ্গে কাজ করেছে।
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
দিন দিন শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার বাড়ছে। প্রযুক্তির ব্যবহার শিক্ষাকে আরও কার্যকর, উপভোগ্য ও সহজলভ্য করে তুলতে সাহায্য করছে। প্রযুক্তির সুবিধা নিয়ে দক্ষিণ এশিয়ায় যাত্রা করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রুসবারি স্কুল। স্কুলটিতে শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ হিসাবে ই-বুক, ভিডিও, অ্যানিমেশন, মাল্টিমিডিয়া উপকর ব্যবহার করছে।
এতে কম্পিউটার, প্রজেক্টর, মাল্টিমিডিয়া ইত্যাদি ব্যবহার করে পাঠদান করা হয়। শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষার সুযোগও রয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে শিক্ষা গ্রহন করতে পারছে। অনলাইন কুইজ, পরীক্ষা, গেমস ইত্যাদি ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সাহায্য করা হচ্ছে। ৪৭৩ বছরের পুরানো এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রথমবারের মত দক্ষিণ এশিয়ায় শাখা খুলেছে। বাংলাদেশের শিক্ষার্থীদেরও এই স্কুলে পড়ার সুযোগ থাকছে।
ভারতের শিক্ষাবিষয়ক ট্রাস্ট জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় গত ৮ আগস্ট শ্রুসবারি ইন্টারন্যাশনাল স্কুল ইন্ডিয়ার উদ্বোধন করা হয়। সোসাইটির চেয়ারম্যান হরিমোহন গুপ্ত বলেন, গত ২৭ বছর ধরে জাগরণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, তরুণদের জন্য আশার আলো হয়ে কাজ করছে। জাগরণ লেকসিটি ইউনিভার্সিটি ও দিল্লি পাবলিক স্কুলসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই সোসাইটি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্কুলটিতে ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা ষষ্ঠ গ্রেড থেকে শুরু করে এ লেভেল পর্যন্ত পড়ার সুযোগ পাবে। শিক্ষার্থীদের সঙ্গীত, বিতর্ক এবং নাট্যতত্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিপ্লোমা অর্জনের সুযোগ করে দিতে শ্রুসবারি স্কুল লন্ডনের ট্রিনিটি কলেজের সঙ্গে কাজ করেছে।