alt

নগর-মহানগর

প্রবল বৃষ্টিতে বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে করতে মারা যান তারা

সংবাদ অনলাইন রিপোর্ট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

সাত বছর বয়সী মেয়ে লিমাকে কোলে নিয়ে মিরপুরের ঢাকা কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির শ্বশুরবাড়ি থেকে নিজ বাসায় যাচ্ছিলেন শরবত বিক্রেতা মিজান হাওলাদার (৩০)। আর সাত মাস বয়সী ছেলে হোসাইনকে কোলে নিয়ে পিছু পিছু যাচ্ছিলেন তার স্ত্রী মুক্তা (২৫)। বস্তির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তারা। বৃষ্টির কারণে ওই রাস্তায় হাঁটু সমান পানি জমে ছিল। এর মধ্যেই মেপে মেপে পা ফেলছিলেন সবাই। হঠাৎ ঝাঁকুনি দিয়ে পানিতে পড়ে যান মিজান। তাকে অনুসরণ করে হাঁটতে থাকা স্ত্রীও পরক্ষণে ঝাঁকুনি খেয়ে পড়ে যান পানিতে। কোলে থাকা শিশু হোসাইন ছিটকে যায়। হাবুডুবু খেতে থাকেন তারা। ছটফট করতে করতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিস্তেজ হয়ে যান তিনজনই। উপুড় হয়ে ভাসতে থাকেন জমে থাকা হাঁটু পানিতে। আশপাশে তখনো অনেক মানুষ। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কেউ কেউ চোখের সামনে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও ধারণ করছিলেন। চিৎকার-চেচামেচিও করতে থাকেন। কিন্তু কারোই কিছু করার ছিল না। সবাই বুঝতে পারছিলেন, বিদ্যুতায়িত হয়েছেন মিজান ও তার পরিবার। তবে সবার মতো আর দাঁড়িয়ে থাকেননি অটোরিকশা চালক যুবক মোহাম্মদ অনিক (২০)। চোখের সামনে এমন ঘটনা দেখে নেমে পড়েন পানিতে। পা ধরে উপরে টেনে তোলেন শিশু হোসাইনকে। তাকে এক নারীর কাছে দিয়ে উদ্ধার করতে যান শিশু লিমাকে। এতে তিনি নিজেও বিদ্যুতায়িত হন। পানিতে হাবুডুবু খেতে খেতে কয়েক সেকেন্ডের মধ্যে অনিক নিজেও নিস্তেজ হয়ে যান।

গত বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টিতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। এমন ঘটনা শুনেই ঝিলপাড় বস্তির বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। পুরো ঘটনায় শোকের ছায়া নেমে আসে বস্তি জুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই মর্মান্তিক ঘটনার ভিডিও চিত্র।

অভিযোগ উঠেছে, বিদ্যুতের চোরাই লাইন ছিঁড়ে পড়ে জমে থাকা পানিতে। এতেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন এই চারজন। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় নিহত অনিকের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অজ্ঞাতদের আসামি করে।

নিহতের মিজানের গ্রামের বাড়ি বরিশালের ঝালকাঠিতে। বিগত গত কয়েক বছর ধরে পরিবার নিয়ে মিরপুর চিড়িয়াখানা রোডে একটি ভাড়া বাসায় থাকেন। পরিবার নিয়ে গত বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরেন তিনি। দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে ঝিলপাড় বস্তিতে শ্বশুরবাড়িতে যান। সেখানে একত্রে সবাই খাওয়া-দাওয়া করেন। পরে রাতে সেখান থেকে নিজ বাসায় ফেরার পথেই প্রাণ হারান তারা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে এই ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশু হোসাইনকে নিয়ে মিরপুর মডেল থানায় আসেন আমিনা বেগম তৃতীয় লিঙ্গের একজন ব্যক্তি। তার সঙ্গে ছিলেন বৃষ্টি নামে তৃতীয় লিঙ্গের আরেকজন।

বৃষ্টি সাংবাদিকদের বলেন, তারা বৃষ্টির সময় বাসাতেই ছিলেন। একপর্যায়ে হইচই শুনে বাসা থেকে বের হয়ে শোনেন, কয়েকজন মারা গেছেন। তখন দেখতে পান, ছোট একটা বাচ্চা পানিতে ভাসছে। বাচ্চাটিকে একজন (অনিক) তুলে নিয়ে আসে। আশপাশের নারীরা তাকে বাসায় নিয়ে তেল মাখিয়ে দেয়। পরে বাচ্চাটির নাক দিয়ে রক্ত বের হলে হাসপাতালে নেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু পরিচিত কেউ নেই, কে নিয়ে যাবে হাসপাতালে? এই দোটানা দেখে তিনি ও আমিনা বাচ্চাটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

আশপাশের কয়েক হাসপাতালে ঘুরলেও কোথাও বাচ্চাটিকে ভর্তি করানো যায়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করানো হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে সকালে হোসাইনকে ছেড়ে দেন চিকিৎসকেরা।

বৃষ্টি জানান, হোসাইনের বাবা, মা ও বোনের লাশ ছিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। শিশুটিকে সেখানে নিয়ে যাওয়ার পর প্রতিবেশীরা তাকে নিয়ে যায়।

নিহত অটোরিকশা চালক অনিকের বন্ধু আবদুর রহমান বলেন, ঝিলপাড় বস্তির অবৈধ বিদ্যুৎ লাইন টানা হয়েছে। বৃষ্টিতে এই বিদ্যুতের লাইন লিক করেছে। এ কারণেই রাস্তার পানি কারেন্ট হয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঝিলপাড় বস্তির সামনে বসে কাঁদছিলেন নিহত মুক্তার মা কুলসুম। তিনি বলেন, এই বৃষ্টি ও কাদার মধ্যে নাতি-নাতনিদের নিয়ে বাসায় যেতে না করেছিলাম মুক্তাকে। গত বৃহস্পতিবার দিনটা বাসায় থাকতে বলেছিলাম। বৃষ্টি কমায় বাসা থেকে বের হয়। রিকশায় যেতে বলেছিলাম। রিকশায় না পাওয়া হেঁটে যাওয়া এই ঘটনা ঘটে।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, সিরাজিয়া ইসলামিয়া মাদরাসার দেয়াল কেটে বস্তিতে বিদ্যুতের লাইন নেয়া হয়েছে। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, এখানে বৃষ্টি হলেই পানি জমে। পানি জমার দুইটি কারণ। এক ঝিলপাড়ের খাল দখল হয়ে যাওয়া ও এই সড়কের মধ্যে আইল্যান্ডে একটি গর্ত আছে। এই গর্তটি বন্ধ করে দিলে রাস্তায় হাঁটু পানি জমে। গত বৃহস্পতিবারের বৃষ্টির সময় এই গর্তটি বন্ধ ছিল। গর্তটা খুলে দেয়ার ১০ মিনিটের মধ্যে পানি সরে যায়। তারা আরও বলেন, এখানকার খাল দখল করে দারুল আমান সোসাইটি একটি মসজিদ তৈরি করেছে। খালটি দখল করেছে ক্ষমতাধর লোকেরা। আইল্যান্ডের ওই গর্তটি তারাই বন্ধ করে রাখে। এই দখল করে যে স্থাপনা তৈরি করা হয়েছে, ওই স্থাপনাগুলো সরিয়ে দিলেই জলাবদ্ধতার সমস্যা দূর হবে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান। এছাড়া নিহতের স্বজনরা আমাদের কাছে অবহেলিতজনিত মৃত্যুর একটি অভিযোগ করেছে। সেটি মামলা আকারে দায়েরের প্রক্রিয়াও চলমান। অবৈধ বিদ্যুৎসংযোগ থেকে শুরু করে এই মৃত্যুর পেছনে কারো কোন দায় আছে কি না সেটি আমরা তদন্ত করে দেখব। নিহত মুক্তার বাবা মহফিজ শুক্রবার সন্ধ্যায় জানান, তার মেয়ে, মেয়ের জামাই এবং নাতনি লিমার মরদেহ ময়নাতদন্ত শেষে বিকেলে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর সন্ধ্যার দিকে মরদেহ নেয়া হয় ঝিলপাড় বস্তিতে। সেখানে জানাজা শেষে তিনজনের মরদেহ গ্রামের বাড়ি ঝালকাঠি নিয়ে যাওয়া হবে। সেখানেই পাশাপাশি দাফন করা হবে তাদের।

এদিকে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনায় চার জনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। তবে ভালোভাবে অনুসন্ধান করেও ঘটনাস্থলে বা এর আশপাশে বিদ্যুতের কোন ছেঁড়া তার পাওয়া যায়নি উল্লেখ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

ছবি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন সিইও কামাল আকবর, স্নিগ্ধ পদত্যাগ করে পর্ষদে

ছবি

দুবাইয়ে ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ: বেনজীরের মেয়ের বিরুদ্ধে আদালতের আদেশ

ছবি

‘‌নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হোক’

ছবি

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে শিক্ষার্থীকে ফেলে দিল ছিনতাইকারীরা

ছবি

বিআরটিএ’র ৩৫ কার্যালয়ে ঘুষ-দালালচক্র বিরোধী দুদকের অভিযান

ছবি

জাহাজবাড়িতে ‘জঙ্গিবিরোধী’ অভিযানঃ সাবেক আইজিপি শহীদুল হক ও দুইজনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি

ছবি

শ্রমিক নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সোয়া দুই ঘণ্টা পর যান চলাচল শুরু

ছবি

বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

লোকজন নিয়ে রাতে বাসায় ঢুকে ‘ভাঙচুর ও অর্থ আদায়’, কলাবাগান থানার ওসি ও দুই কর্মকর্তা বরখাস্ত

ছবি

সাবেক বিমান প্রধান আব্দুল হান্নানসহ ছয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ছবি

শাপলা চত্বরের ঘটনায় অর্ধেক মামলা নিষ্পত্তি, বাকিগুলো তদন্তাধীন

ছবি

নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে মামলা পথে দুদক, সন্দেহজনক লেনদেন শত কোটি টাকা

ছবি

গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন

ছবি

সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় উদ্বেগ সম্পাদক পরিষদের, সরকারের হস্তক্ষেপ দাবি মাহ্ফুজ আনামের

ছবি

এনায়েত উল্লাহর পরিবারভুক্ত কোম্পানির ১৯০টি যানবাহন জব্দের আদেশ

ছবি

পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায় দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন

ছবি

খিলক্ষেত রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবক নিহত, কিশোর আহত

ছবি

খিলগাঁওয়ে ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

কারওয়ান বাজারে বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, বাইক আরোহী দম্পতি আহত

ছবি

বনানীতে গাড়ি চাপায় নিহত ১

ছবি

নসরুল হামিদের গুলশানের ২০০ কোটি টাকার জমি জব্দের আদেশ

ছবি

শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধ: বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে

ছবি

অধ্যক্ষকে হেনস্তার প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ রেখে আন্দোলনে শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকরা

ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে আনসার উদ্দিন খান পাঠান নিয়োগপ্রাপ্ত

ছবি

চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ফটকে তালা

ছবি

ছয় দফা দাবিতে পলিটেকনিকে তালা ঝুলিয়ে ‘শাটডাউন’ কর্মসূচি

ছবি

টঙ্গীতে ছাঁটাইকৃত ও নিয়মিত শ্রমিকদের সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি

দুদক অনুসন্ধান করছে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে

ছবি

মানহানির মামলায় বাসসের এমডি মাহবুব মোর্শেদের জামিন

ছবি

ইসির গেজেট: ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র ইশরাক হোসেন

ছবি

এস আলম গ্রুপের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও তেল কারখানার জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক

সিলেট বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

ছবি

দক্ষিণ বনশ্রীতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে

ছবি

সিদ্ধেশ্বরীতে চলন্ত গাড়ি থেকে ছিনতাই, নারী গুরুতর আহত

ছবি

দুদক শুরু করেছে দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

tab

নগর-মহানগর

প্রবল বৃষ্টিতে বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে করতে মারা যান তারা

সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

সাত বছর বয়সী মেয়ে লিমাকে কোলে নিয়ে মিরপুরের ঢাকা কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির শ্বশুরবাড়ি থেকে নিজ বাসায় যাচ্ছিলেন শরবত বিক্রেতা মিজান হাওলাদার (৩০)। আর সাত মাস বয়সী ছেলে হোসাইনকে কোলে নিয়ে পিছু পিছু যাচ্ছিলেন তার স্ত্রী মুক্তা (২৫)। বস্তির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তারা। বৃষ্টির কারণে ওই রাস্তায় হাঁটু সমান পানি জমে ছিল। এর মধ্যেই মেপে মেপে পা ফেলছিলেন সবাই। হঠাৎ ঝাঁকুনি দিয়ে পানিতে পড়ে যান মিজান। তাকে অনুসরণ করে হাঁটতে থাকা স্ত্রীও পরক্ষণে ঝাঁকুনি খেয়ে পড়ে যান পানিতে। কোলে থাকা শিশু হোসাইন ছিটকে যায়। হাবুডুবু খেতে থাকেন তারা। ছটফট করতে করতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিস্তেজ হয়ে যান তিনজনই। উপুড় হয়ে ভাসতে থাকেন জমে থাকা হাঁটু পানিতে। আশপাশে তখনো অনেক মানুষ। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কেউ কেউ চোখের সামনে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও ধারণ করছিলেন। চিৎকার-চেচামেচিও করতে থাকেন। কিন্তু কারোই কিছু করার ছিল না। সবাই বুঝতে পারছিলেন, বিদ্যুতায়িত হয়েছেন মিজান ও তার পরিবার। তবে সবার মতো আর দাঁড়িয়ে থাকেননি অটোরিকশা চালক যুবক মোহাম্মদ অনিক (২০)। চোখের সামনে এমন ঘটনা দেখে নেমে পড়েন পানিতে। পা ধরে উপরে টেনে তোলেন শিশু হোসাইনকে। তাকে এক নারীর কাছে দিয়ে উদ্ধার করতে যান শিশু লিমাকে। এতে তিনি নিজেও বিদ্যুতায়িত হন। পানিতে হাবুডুবু খেতে খেতে কয়েক সেকেন্ডের মধ্যে অনিক নিজেও নিস্তেজ হয়ে যান।

গত বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টিতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। এমন ঘটনা শুনেই ঝিলপাড় বস্তির বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। পুরো ঘটনায় শোকের ছায়া নেমে আসে বস্তি জুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই মর্মান্তিক ঘটনার ভিডিও চিত্র।

অভিযোগ উঠেছে, বিদ্যুতের চোরাই লাইন ছিঁড়ে পড়ে জমে থাকা পানিতে। এতেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন এই চারজন। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় নিহত অনিকের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অজ্ঞাতদের আসামি করে।

নিহতের মিজানের গ্রামের বাড়ি বরিশালের ঝালকাঠিতে। বিগত গত কয়েক বছর ধরে পরিবার নিয়ে মিরপুর চিড়িয়াখানা রোডে একটি ভাড়া বাসায় থাকেন। পরিবার নিয়ে গত বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরেন তিনি। দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে ঝিলপাড় বস্তিতে শ্বশুরবাড়িতে যান। সেখানে একত্রে সবাই খাওয়া-দাওয়া করেন। পরে রাতে সেখান থেকে নিজ বাসায় ফেরার পথেই প্রাণ হারান তারা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে এই ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশু হোসাইনকে নিয়ে মিরপুর মডেল থানায় আসেন আমিনা বেগম তৃতীয় লিঙ্গের একজন ব্যক্তি। তার সঙ্গে ছিলেন বৃষ্টি নামে তৃতীয় লিঙ্গের আরেকজন।

বৃষ্টি সাংবাদিকদের বলেন, তারা বৃষ্টির সময় বাসাতেই ছিলেন। একপর্যায়ে হইচই শুনে বাসা থেকে বের হয়ে শোনেন, কয়েকজন মারা গেছেন। তখন দেখতে পান, ছোট একটা বাচ্চা পানিতে ভাসছে। বাচ্চাটিকে একজন (অনিক) তুলে নিয়ে আসে। আশপাশের নারীরা তাকে বাসায় নিয়ে তেল মাখিয়ে দেয়। পরে বাচ্চাটির নাক দিয়ে রক্ত বের হলে হাসপাতালে নেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু পরিচিত কেউ নেই, কে নিয়ে যাবে হাসপাতালে? এই দোটানা দেখে তিনি ও আমিনা বাচ্চাটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

আশপাশের কয়েক হাসপাতালে ঘুরলেও কোথাও বাচ্চাটিকে ভর্তি করানো যায়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করানো হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে সকালে হোসাইনকে ছেড়ে দেন চিকিৎসকেরা।

বৃষ্টি জানান, হোসাইনের বাবা, মা ও বোনের লাশ ছিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। শিশুটিকে সেখানে নিয়ে যাওয়ার পর প্রতিবেশীরা তাকে নিয়ে যায়।

নিহত অটোরিকশা চালক অনিকের বন্ধু আবদুর রহমান বলেন, ঝিলপাড় বস্তির অবৈধ বিদ্যুৎ লাইন টানা হয়েছে। বৃষ্টিতে এই বিদ্যুতের লাইন লিক করেছে। এ কারণেই রাস্তার পানি কারেন্ট হয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঝিলপাড় বস্তির সামনে বসে কাঁদছিলেন নিহত মুক্তার মা কুলসুম। তিনি বলেন, এই বৃষ্টি ও কাদার মধ্যে নাতি-নাতনিদের নিয়ে বাসায় যেতে না করেছিলাম মুক্তাকে। গত বৃহস্পতিবার দিনটা বাসায় থাকতে বলেছিলাম। বৃষ্টি কমায় বাসা থেকে বের হয়। রিকশায় যেতে বলেছিলাম। রিকশায় না পাওয়া হেঁটে যাওয়া এই ঘটনা ঘটে।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, সিরাজিয়া ইসলামিয়া মাদরাসার দেয়াল কেটে বস্তিতে বিদ্যুতের লাইন নেয়া হয়েছে। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, এখানে বৃষ্টি হলেই পানি জমে। পানি জমার দুইটি কারণ। এক ঝিলপাড়ের খাল দখল হয়ে যাওয়া ও এই সড়কের মধ্যে আইল্যান্ডে একটি গর্ত আছে। এই গর্তটি বন্ধ করে দিলে রাস্তায় হাঁটু পানি জমে। গত বৃহস্পতিবারের বৃষ্টির সময় এই গর্তটি বন্ধ ছিল। গর্তটা খুলে দেয়ার ১০ মিনিটের মধ্যে পানি সরে যায়। তারা আরও বলেন, এখানকার খাল দখল করে দারুল আমান সোসাইটি একটি মসজিদ তৈরি করেছে। খালটি দখল করেছে ক্ষমতাধর লোকেরা। আইল্যান্ডের ওই গর্তটি তারাই বন্ধ করে রাখে। এই দখল করে যে স্থাপনা তৈরি করা হয়েছে, ওই স্থাপনাগুলো সরিয়ে দিলেই জলাবদ্ধতার সমস্যা দূর হবে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান। এছাড়া নিহতের স্বজনরা আমাদের কাছে অবহেলিতজনিত মৃত্যুর একটি অভিযোগ করেছে। সেটি মামলা আকারে দায়েরের প্রক্রিয়াও চলমান। অবৈধ বিদ্যুৎসংযোগ থেকে শুরু করে এই মৃত্যুর পেছনে কারো কোন দায় আছে কি না সেটি আমরা তদন্ত করে দেখব। নিহত মুক্তার বাবা মহফিজ শুক্রবার সন্ধ্যায় জানান, তার মেয়ে, মেয়ের জামাই এবং নাতনি লিমার মরদেহ ময়নাতদন্ত শেষে বিকেলে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর সন্ধ্যার দিকে মরদেহ নেয়া হয় ঝিলপাড় বস্তিতে। সেখানে জানাজা শেষে তিনজনের মরদেহ গ্রামের বাড়ি ঝালকাঠি নিয়ে যাওয়া হবে। সেখানেই পাশাপাশি দাফন করা হবে তাদের।

এদিকে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনায় চার জনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। তবে ভালোভাবে অনুসন্ধান করেও ঘটনাস্থলে বা এর আশপাশে বিদ্যুতের কোন ছেঁড়া তার পাওয়া যায়নি উল্লেখ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

back to top