সরকার পতনরে পর দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে ঢাকার বিভিন্ন এলাকার জনগণের। ডাকাতি ঠেকাতে সবাই দল বেঁধে রাতের বেলায় এলাকা পাহারা দিয়েছেন।
বুধবার দিবাগত রাতে রাজধানীতে কিছু এলাকায় রাতে ডাকাতির ঘটনা ঘটছে। এতে বিভিন্ন এলাকায় দ্রুতই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাসিন্দারা বলেছেন, থানা-পুলিশের কার্যক্রম শুরু করা এখন খুবই জরুরি।
মিরপুর, মোহাম্মদপুর, বছিলা, কালশী, ইসিবি চত্বর, উত্তরা, বাড্ডা ও ধানমন্ডি এলাকায় ডাকাতির চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আতঙ্কে কিছু এলাকায় রাত জেগে পাহারা বসিয়েছে ছাত্র–জনতা। কোথাও কোথাও মসজিদের মাইকে দেওয়া হচ্ছে সতর্কতার বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করা হচ্ছে এমন তথ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক নাজভী ইসলাম মোহাম্মদপুরের বসিলার বাসিন্দা। তিনি জানান, মঙ্গলবার রাতেও তাদের এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়েছিল। মসজিদের মাইকে বারবার ঘোষণা দিয়ে সবাইকে সজাগ থাকতে বলা হচ্ছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে এলাকাবাসী দল বেঁধে লাঠিসোঁটা হাতে রাস্তায় পাহারা দিতে নেমে যান। তাদের সঙ্গে স্থানীয় মাদ্রাসার শখানেক ছাত্রও এলাকা পাহারা দিতে নামে। সারারাত পাহারা দিয়ে ভোরে তারা ঘরে ফিরে যান।
বুধবার গভীর রাতে কাজীপাড়ার বাঁশপট্টি এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ওই দিন গভীর রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরে ও আদাবরে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। উত্তরা ১১, ১২ ও ১৪ নম্বর সেক্টরে ডাকাতি হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ার পর মসজিদের মাইক থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়। ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের পাশে অনলাইন গ্রুপের জমি, ভবন দখল হচ্ছে বলে শোনা গেছে।
বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
সরকার পতনরে পর দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে ঢাকার বিভিন্ন এলাকার জনগণের। ডাকাতি ঠেকাতে সবাই দল বেঁধে রাতের বেলায় এলাকা পাহারা দিয়েছেন।
বুধবার দিবাগত রাতে রাজধানীতে কিছু এলাকায় রাতে ডাকাতির ঘটনা ঘটছে। এতে বিভিন্ন এলাকায় দ্রুতই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাসিন্দারা বলেছেন, থানা-পুলিশের কার্যক্রম শুরু করা এখন খুবই জরুরি।
মিরপুর, মোহাম্মদপুর, বছিলা, কালশী, ইসিবি চত্বর, উত্তরা, বাড্ডা ও ধানমন্ডি এলাকায় ডাকাতির চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আতঙ্কে কিছু এলাকায় রাত জেগে পাহারা বসিয়েছে ছাত্র–জনতা। কোথাও কোথাও মসজিদের মাইকে দেওয়া হচ্ছে সতর্কতার বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করা হচ্ছে এমন তথ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক নাজভী ইসলাম মোহাম্মদপুরের বসিলার বাসিন্দা। তিনি জানান, মঙ্গলবার রাতেও তাদের এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়েছিল। মসজিদের মাইকে বারবার ঘোষণা দিয়ে সবাইকে সজাগ থাকতে বলা হচ্ছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে এলাকাবাসী দল বেঁধে লাঠিসোঁটা হাতে রাস্তায় পাহারা দিতে নেমে যান। তাদের সঙ্গে স্থানীয় মাদ্রাসার শখানেক ছাত্রও এলাকা পাহারা দিতে নামে। সারারাত পাহারা দিয়ে ভোরে তারা ঘরে ফিরে যান।
বুধবার গভীর রাতে কাজীপাড়ার বাঁশপট্টি এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ওই দিন গভীর রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরে ও আদাবরে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। উত্তরা ১১, ১২ ও ১৪ নম্বর সেক্টরে ডাকাতি হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ার পর মসজিদের মাইক থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়। ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের পাশে অনলাইন গ্রুপের জমি, ভবন দখল হচ্ছে বলে শোনা গেছে।